মোহালি, 20 সেপ্টেম্বর: এশিয়া কাপের ব্যর্থতা দূরে সরিয়ে আগামী মাসে বিশ্বকাপের আগে একটা দল হয়ে উঠতে চাইছে রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি ৷ বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ যার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচের শুরুটা বিধ্বংসী মেজাজেই করল ভারত ৷ রোহিত শর্মা-বিরাট কোহলির ব্যর্থতা সত্ত্বেও প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের দলকে কঠিন লক্ষ্যমাত্রা দিল তারা ৷ কেএল রাহুল (KL Rahul) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ঝোড়ো অর্ধশতরানে অজিদের 209 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া (India set a target of 209 runs against Australia) ৷ ক্যাঙ্গারুব্রিগেডের বিরুদ্ধে যা এযাবৎ সর্বোচ্চ রান ভারতের ৷
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 35 রানের মধ্যেই রোহিত-কোহলির উইকেট হারায় ভারত ৷ তবে তৃতীয় উইকেটে রাহুল-সূর্যকুমারের 68 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷ বিশ্বচ্য়াম্পিয়নদের বিরুদ্ধে নামার আগের স্ট্রাইক রেট নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়া রাহুল এদিন পালটা দিলেন বৈকি ৷ 157.14 স্ট্রাইক রেটে 35 বলে 55 রান করেন দক্ষিণী ব্যাটার ৷ তাঁর ইনিংসে ছিল 4টি চার এবং 3টি ছয় ৷ অর্ধশতরান পূর্ণ করতে না-পারলেও 25 বলে 46 রান করে আউট হওয়া সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ছিলেন আরও খুনে মেজাজে ৷
তবে হার্দিক পান্ডিয়া ছাপিয়ে গেলেন আগের দু'জনকে ৷ ডানহাতি অলরাউন্ডারের পাওয়ার হিটিংয়ের নমুনা তারিয়ে তারিয়ে উপভোগ করল মোহালির দর্শক ৷ অজি বোলারদের নাভিশ্বাস তুলে দিয়ে দলের রান দু'শোর গন্ডি পার করিয়ে দেন বরোদা ক্রিকেটার ৷ 7টি চার, 5টি ছয়ে মাত্র 30 বলে 71 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পান্ডিয়া (Hardik Pandya hits 71 runs from just 30) ৷ যার মধ্যে ক্যামেরন গ্রিনের (Cameron Green) 20তম ওভারের শেষ তিনটি বল আছড়ে পড়ল গ্যালারিতে ৷
-
Standing ovation from the team mates 👏
— BCCI (@BCCI) September 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Standing ovation from the crowd 🙌
What a special knock that was from @hardikpandya7! 👍 👍
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #TeamIndia | #INDvAUS pic.twitter.com/eHeUGBHF3C
">Standing ovation from the team mates 👏
— BCCI (@BCCI) September 20, 2022
Standing ovation from the crowd 🙌
What a special knock that was from @hardikpandya7! 👍 👍
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #TeamIndia | #INDvAUS pic.twitter.com/eHeUGBHF3CStanding ovation from the team mates 👏
— BCCI (@BCCI) September 20, 2022
Standing ovation from the crowd 🙌
What a special knock that was from @hardikpandya7! 👍 👍
Follow the match 👉 https://t.co/ZYG17eC71l #TeamIndia | #INDvAUS pic.twitter.com/eHeUGBHF3C
আরও পড়ুন: প্রথম টি-20তে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত, একাদশে নেই বুমরা
পান্ডিয়া-সূর্যকুমার-রাহুলদের পাওয়ার হিটিং শো'য়ে শেষমেশ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 208 রান তোলে ভারত ৷ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যেতে ভরসা এখন বোলাররাই ৷