কলকাতা, 18 ফেব্রুয়ারি : যে বলে অর্ধশতরান পূর্ণ করলেন, ভাগ্য সহায় না থাকলে সেই বলেই ফিরতে হত ডাগ-আউটে ৷ কিন্তু লং-অনে জেসন হোল্ডার ক্যাচ ফেলায় ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান এল বিরাট কোহলির ৷ ওয়ান-ডে সিরিজে 26 রান সংগ্রহ করা প্রাক্তন ভারত অধিনায়কের উচিৎ ছিল এই ঘটনার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ইনিংস দীর্ঘায়িত করা ৷ কিন্তু ওই ওভারেই রস্টন চেজের ডেলিভারির লাইন বুঝতে না পেরে সম্পূর্ণ ঠকে গেলেন কোহলি ৷
তবে দীর্ঘায়িত না হলেও এদিন ক্রিকেটের নন্দনকাননে কোহলির 52 রানের ইনিংসের উপর দাঁড়িয়েই রানের পাহাড়ে চড়ল টিম ইন্ডিয়া (Virat Kohli scores half century in second t20 against West Indies) ৷ সিরিজ জয়ের লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ক্যারিবিয়ানদের 187 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া ৷
14তম ওভারে কোহলি যখন ফেরেন দলের রান তখন 110 ৷ বাকি সময়টা ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে দলের রান দু'শোর কাছাকাছি নিয়ে যান ঋষভ পন্থ এবং ভেঙ্কটেশ আইয়ার ৷ ঝোড়ো হাফসেঞ্চুরি আসে ঋষভ পন্থের ব্যাটেও ৷ 28 বলে 52 রানে অপরাজিত থাকেন স্টাম্পার-ব্যাটার (Rishabh Pant smashed half century) ৷ 18 বলে আইয়ারের ব্যাট থেকে আসে 33 রান ৷
দিনের শুরুতে ইডেনে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি রোহিত শর্মাকে ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতের শুরুটাও এদিন ভাল হয়নি ৷ 10 বলে 2 রান করে ইশান কিষান ফিরতে ক্রিজে আসেন কোহলি ৷ রোহিত শর্মা না পারলেও শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন কোহলি ৷ অধিনায়ক 19 এবং সূর্যকুমার যাদব 8 রানে চেজের শিকার হলেও দলের বড় রানের ভিত গড়েন কোহলি ৷ চেনা মেজাজে পাওয়া যায় প্রাক্তন অধিনায়ককে ৷
আরও পড়ুন : শেষ টি-20তে বাড়ছে দর্শকসংখ্যা, থাকছে বিশেষ মেট্রো পরিষেবা
পন্থকে সঙ্গে নিয়েই অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ 7টি চার এবং একটি ছয়ে সাজানো ছিল কোহলির 41 বলে 52 রানের ইনিংস ৷ কোহলি ফিরতে পঞ্চম উইকেটে আইয়ারকে নিয়ে 35 বলে 76 রানের জুটি গড়েন পন্থ ৷ 19.5 ওভারে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ ক্যারিবিয়ানদের সবচেয়ে সফল বোলার চেজ 25 রানে নেন 3 উইকেট ৷