ETV Bharat / sports

Asia Cup 2022: হংকং'য়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ, রোহিতদের জরিমানা - Jeff Crowe

সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের নামার আগে জরিমান হল ভারতীয় দলের ৷ বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্য়াচ ফি-র 40 শতাংশ করে কাটা গেল (Team India fined for maintaining slow over rate) ৷ শুধু ভারত নয়, একই কারণে জরিমানা হয়েছে পাকিস্তানেরও ৷

Etv Bharat
হংকংয়ের বিরুদ্ধে নামার আগে দুঃসংবাদ
author img

By

Published : Aug 31, 2022, 5:42 PM IST

দুবাই, 31 অগস্ট: রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে 'পাক বধ' করে বুধবার হংকং'য়ের সামনে রোহিত অ্যান্ড কোম্পানি (India to play Hong Kong today) ৷ সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের নামার আগে জরিমানা হল ভারতীয় দলের ৷ বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্য়াচ ফি-র 40 শতাংশ করে কাটা গেল (Team India fined for maintaining slow over rate) ৷ তবে একই কারণে জরিমানা হয়েছে পাকিস্তানেরও ৷

বাবর আজমের দলকে ক্রিকেটারদেরও ম্যাচ ফি থেকে সমপরিমাণ অংক কেটে নেওয়া হয়েছে ৷ রবিবাসরীয় মেগা ম্য়াচের দায়িত্বে থাকা কিউয়ি ম্যাচ রেফারি জেফ ক্রো (Jeff Crowe) জরিমানার নির্দেশ দিয়েছেন দু'দলকে ৷ আইসিসি-র কোড অফ কন্ডাক্টের 2.22 ধারা লঙ্ঘন হওয়ার কারণে জরিমানার কোপে দুই দল ৷ দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ও রুচিরা পিলিয়াগুরুগে, থার্ড আম্পায়ার রবীন্দ্র উইমালাগিরি এবং ফোর্থ আম্পায়ার গাজি সোহেলের রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ গৃহীত হয়েছে ৷

যদিও জরিমানার বিষয়ে বিশেষ মাথা না-ঘামিয়ে আপাতত হংকং ম্যাচেই ফোকাস রোহিত ব্রিগেডের ৷ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে থ্রিলার জয়ের রেশ ধরে রেখে বুধবার জিতেই শেষ চার নিশ্চিত করতে চাইছে 'মেন ইন ব্লু' ৷ বিশ্ব ক্রিকেটে 'দুধের শিশু' হংকং যে ভারতকে এমন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সে প্রত্যাশাও করছেন না বিশারদরা ৷ তবু সতর্ক ভারতীয় দল ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তন সবসময় সুখের, পাকিস্তানের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্সের পর আবেগঘন পান্ডিয়া

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একা হাতকে দলকে জেতানোর পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৷ বুধবার প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় টি-20 ব়্যাংকিং'য়ে (অলরাউন্ডার) আট ধাপ উপরে উঠে এলেন বরোদা অলরাউন্ডার ৷ আট ধাপ উঠে আপাতত পাঁচ নম্বরে হার্দিক ৷ যা তাঁর কেরিয়ার বেস্ট ৷ বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে গুজরাত টাইটান্স অধিনায়ক 17 বলে খেলেছিলেন অপরাজিত 33 রানের ইনিংস ৷

দুবাই, 31 অগস্ট: রবিবাসরীয় হাইভোল্টেজ ম্যাচে 'পাক বধ' করে বুধবার হংকং'য়ের সামনে রোহিত অ্যান্ড কোম্পানি (India to play Hong Kong today) ৷ সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের নামার আগে জরিমানা হল ভারতীয় দলের ৷ বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্য়াচ ফি-র 40 শতাংশ করে কাটা গেল (Team India fined for maintaining slow over rate) ৷ তবে একই কারণে জরিমানা হয়েছে পাকিস্তানেরও ৷

বাবর আজমের দলকে ক্রিকেটারদেরও ম্যাচ ফি থেকে সমপরিমাণ অংক কেটে নেওয়া হয়েছে ৷ রবিবাসরীয় মেগা ম্য়াচের দায়িত্বে থাকা কিউয়ি ম্যাচ রেফারি জেফ ক্রো (Jeff Crowe) জরিমানার নির্দেশ দিয়েছেন দু'দলকে ৷ আইসিসি-র কোড অফ কন্ডাক্টের 2.22 ধারা লঙ্ঘন হওয়ার কারণে জরিমানার কোপে দুই দল ৷ দুই অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ও রুচিরা পিলিয়াগুরুগে, থার্ড আম্পায়ার রবীন্দ্র উইমালাগিরি এবং ফোর্থ আম্পায়ার গাজি সোহেলের রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ গৃহীত হয়েছে ৷

যদিও জরিমানার বিষয়ে বিশেষ মাথা না-ঘামিয়ে আপাতত হংকং ম্যাচেই ফোকাস রোহিত ব্রিগেডের ৷ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে থ্রিলার জয়ের রেশ ধরে রেখে বুধবার জিতেই শেষ চার নিশ্চিত করতে চাইছে 'মেন ইন ব্লু' ৷ বিশ্ব ক্রিকেটে 'দুধের শিশু' হংকং যে ভারতকে এমন কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সে প্রত্যাশাও করছেন না বিশারদরা ৷ তবু সতর্ক ভারতীয় দল ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তন সবসময় সুখের, পাকিস্তানের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্সের পর আবেগঘন পান্ডিয়া

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত একা হাতকে দলকে জেতানোর পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৷ বুধবার প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় টি-20 ব়্যাংকিং'য়ে (অলরাউন্ডার) আট ধাপ উপরে উঠে এলেন বরোদা অলরাউন্ডার ৷ আট ধাপ উঠে আপাতত পাঁচ নম্বরে হার্দিক ৷ যা তাঁর কেরিয়ার বেস্ট ৷ বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে গুজরাত টাইটান্স অধিনায়ক 17 বলে খেলেছিলেন অপরাজিত 33 রানের ইনিংস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.