ETV Bharat / sports

নতুন কেনা হার্লে ডেভিডসন নিয়ে স্টান্ট নভদীপ সাইনির, ভাইরাল ভিডিয়ো - সোশ্যাল মিডিয়া

বাইক নিয়ে স্টান্ট নভদীপ সাইনির ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভারতীয় পেসারের নয়া এই অবতার ৷ নতুন কেনা হার্লে ডেভিডসনের এক্সিলেটর চেপে ধুলো ওড়াতে দেখা গেল তাঁকে ৷

india-pacer-navdeep-saini-post-a-video-wtih-his-new-harley-davidson
নতুন কেনা হার্লে ডেভিডসন নিয়ে স্টান্ট নভদীপ সাইনির, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : May 31, 2021, 8:27 PM IST

নয়াদিল্লি, 31 মে : খোশ মেজাজে ভারতীয় পেসার নভদীপ সাইনি ৷ অবসর সময়ে তাঁর সঙ্গী নতুন কেনা বাইক হার্লে ডেভিডসন ৷ যে বাইক নিয়ে তাঁর স্টান্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাইনি ৷ বল হাতে গতিতে বোলারদের চমক দেওয়া সাইনি এবার বাইকে গতি তুলছেন ৷

তবে, ভিডিয়োতে নভদীপ সাইনিকে বাইক চালাতে দেখা যায়নি ৷ হার্লে ডেভিডসন বাইকের এক্সিলেটর চাপ দিয়ে ধুলো ওড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ পোস্ট করা ভিডিয়োতে সাইনি ক্যাপশনও দিয়েছেন ৷ যেখানে লেখা, ‘ভয়কে অনুভব করতে আমার এবং আমার বাইকের সঙ্গে থাকুন’ ৷ নভদীপ সাইনির এই ভিডিয়োটি 750 বার রিটুইট হয়েছে ৷

আরও পড়ুন : কোহলিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সিতে 90-এর ছোঁয়া

প্রসঙ্গত, আইপিএলে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসার ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে মহম্মদ শামি ফিরে আসায়, সেখানেও সুযোগ পাননি নভদীপ সাইনি ৷ তবে, করোনা পরিস্থিতিতে তিনি যে ছুটি উপভোগ করছেন তা এই ভিডিয়োতেই স্পষ্ট ৷

নয়াদিল্লি, 31 মে : খোশ মেজাজে ভারতীয় পেসার নভদীপ সাইনি ৷ অবসর সময়ে তাঁর সঙ্গী নতুন কেনা বাইক হার্লে ডেভিডসন ৷ যে বাইক নিয়ে তাঁর স্টান্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাইনি ৷ বল হাতে গতিতে বোলারদের চমক দেওয়া সাইনি এবার বাইকে গতি তুলছেন ৷

তবে, ভিডিয়োতে নভদীপ সাইনিকে বাইক চালাতে দেখা যায়নি ৷ হার্লে ডেভিডসন বাইকের এক্সিলেটর চাপ দিয়ে ধুলো ওড়াতে দেখা গিয়েছে তাঁকে ৷ পোস্ট করা ভিডিয়োতে সাইনি ক্যাপশনও দিয়েছেন ৷ যেখানে লেখা, ‘ভয়কে অনুভব করতে আমার এবং আমার বাইকের সঙ্গে থাকুন’ ৷ নভদীপ সাইনির এই ভিডিয়োটি 750 বার রিটুইট হয়েছে ৷

আরও পড়ুন : কোহলিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সিতে 90-এর ছোঁয়া

প্রসঙ্গত, আইপিএলে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসার ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে মহম্মদ শামি ফিরে আসায়, সেখানেও সুযোগ পাননি নভদীপ সাইনি ৷ তবে, করোনা পরিস্থিতিতে তিনি যে ছুটি উপভোগ করছেন তা এই ভিডিয়োতেই স্পষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.