ETV Bharat / sports

Taniya Bhatia: লন্ডনের হোটেল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশ, সর্বস্ব খোয়ালেন ভারতীয় ক্রিকেটার

লন্ডনের হোটেলে নগদ টাকা, কার্ড, গয়না সর্বস্ব খোয়ালেন জাতীয় মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া (Indian cricketer Taniya Bhatia robbed in london hotel) ৷ লন্ডনের ম্যারিয়ট হোটেলে (Marriot Hotel in Kolkata) তাঁর ঘরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং সব লুট করে নিয়ে যায় বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ৷

Etv Bharat
লন্ডনের হোটেল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশ, সর্বস্ব খোয়ালেন ভারতীয় ক্রিকেটার
author img

By

Published : Sep 26, 2022, 9:59 PM IST

লন্ডন, 26 সেপ্টেম্বর: সিরিজ জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে ৷ লন্ডনের হোটেলে নগদ টাকা, কার্ড, গয়না সর্বস্ব খোয়ালেন জাতীয় মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া (Indian cricketer Taniya Bhatia robbed in london hotel) ৷ লন্ডনের ম্যারিয়ট হোটেলে (Marriot Hotel in Kolkata) তাঁর ঘরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং সব লুট করে নিয়ে যায় বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ৷ একইসঙ্গে দ্রুত ঘটনার তদন্ত হবে, এমনই আশাপ্রকাশ করেছেন তিনি ৷

সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে তাদের 3-0 পর্যুদস্ত করেছে মহিলা ক্রিকেট দল ৷ যা ইতিহাসে প্রথমবার ৷ তার উপর লর্ডসে তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলে আন্তর্জাতিক কেরিয়ারকে গুডবাই জানিয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ ফলত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সত্ত্বেও কমবেশি মন ভারাক্রান্ত ছিল সতীর্থদের ৷ এমন সময় তানিয়ার হোটেল রুমে অবাঞ্ছিত ঘটনায় হতবাক ক্রিকেট অনুরাগীরা ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে তানিয়া লিখেছেন, "অবাক এবং একইসঙ্গে হতাশ লন্ডনের ম্যারিয়ট হোটেল ম্যানেজমেন্টের প্রতি ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অংশ হিসেবে ওই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত ঘরে ঢুকে ব্যাগ-সহ নগদ টাকা, কার্ড, ঘড়ি, গয়না সব লুটে নিয়েছে ৷"

  • 1/2 Shocked and disappointed at Marriot Hotel London Maida Vale management; someone walked into my personal room and stole my bag with cash, cards, watches and jewellery during my recent stay as a part of Indian Women's Cricket team. @MarriottBonvoy @Marriott. So unsafe.

    — Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

এখানেই শেষ নয় ৷ দ্বিতীয় টুইটে ঘটনার যথাযথ তদন্ত দাবি করে তানিয়া লেখেন, "আশা করব ঘটনার দ্রুত তদন্ত হবে এবং সমস্যার সমাধান হবে ৷ ইংল্যান্ড ক্রিকেটারদের পছন্দের হোটেলের বাইরে নিরাপত্তা গাফিলতি অবাক করেছে ৷ আশা করি এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে ৷" ইতিমধ্যেই তানিয়ার টুইটের পালটা দিয়েছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ ৷ তারা ভারতীয় ক্রিকেটারকে নাম, ঠিকানা এবং রিজার্ভেশনের বিষয়টি বিশদে তাদের জানানোর জন্য অনুরোধ করেছে ৷

লন্ডন, 26 সেপ্টেম্বর: সিরিজ জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে ৷ লন্ডনের হোটেলে নগদ টাকা, কার্ড, গয়না সর্বস্ব খোয়ালেন জাতীয় মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া (Indian cricketer Taniya Bhatia robbed in london hotel) ৷ লন্ডনের ম্যারিয়ট হোটেলে (Marriot Hotel in Kolkata) তাঁর ঘরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং সব লুট করে নিয়ে যায় বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ৷ একইসঙ্গে দ্রুত ঘটনার তদন্ত হবে, এমনই আশাপ্রকাশ করেছেন তিনি ৷

সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে তাদের 3-0 পর্যুদস্ত করেছে মহিলা ক্রিকেট দল ৷ যা ইতিহাসে প্রথমবার ৷ তার উপর লর্ডসে তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলে আন্তর্জাতিক কেরিয়ারকে গুডবাই জানিয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ ফলত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সত্ত্বেও কমবেশি মন ভারাক্রান্ত ছিল সতীর্থদের ৷ এমন সময় তানিয়ার হোটেল রুমে অবাঞ্ছিত ঘটনায় হতবাক ক্রিকেট অনুরাগীরা ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে তানিয়া লিখেছেন, "অবাক এবং একইসঙ্গে হতাশ লন্ডনের ম্যারিয়ট হোটেল ম্যানেজমেন্টের প্রতি ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অংশ হিসেবে ওই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত ঘরে ঢুকে ব্যাগ-সহ নগদ টাকা, কার্ড, ঘড়ি, গয়না সব লুটে নিয়েছে ৷"

  • 1/2 Shocked and disappointed at Marriot Hotel London Maida Vale management; someone walked into my personal room and stole my bag with cash, cards, watches and jewellery during my recent stay as a part of Indian Women's Cricket team. @MarriottBonvoy @Marriott. So unsafe.

    — Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন

এখানেই শেষ নয় ৷ দ্বিতীয় টুইটে ঘটনার যথাযথ তদন্ত দাবি করে তানিয়া লেখেন, "আশা করব ঘটনার দ্রুত তদন্ত হবে এবং সমস্যার সমাধান হবে ৷ ইংল্যান্ড ক্রিকেটারদের পছন্দের হোটেলের বাইরে নিরাপত্তা গাফিলতি অবাক করেছে ৷ আশা করি এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে ৷" ইতিমধ্যেই তানিয়ার টুইটের পালটা দিয়েছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ ৷ তারা ভারতীয় ক্রিকেটারকে নাম, ঠিকানা এবং রিজার্ভেশনের বিষয়টি বিশদে তাদের জানানোর জন্য অনুরোধ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.