লন্ডন, 26 সেপ্টেম্বর: সিরিজ জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে ৷ লন্ডনের হোটেলে নগদ টাকা, কার্ড, গয়না সর্বস্ব খোয়ালেন জাতীয় মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া (Indian cricketer Taniya Bhatia robbed in london hotel) ৷ লন্ডনের ম্যারিয়ট হোটেলে (Marriot Hotel in Kolkata) তাঁর ঘরে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং সব লুট করে নিয়ে যায় বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার ৷ একইসঙ্গে দ্রুত ঘটনার তদন্ত হবে, এমনই আশাপ্রকাশ করেছেন তিনি ৷
সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে তাদের 3-0 পর্যুদস্ত করেছে মহিলা ক্রিকেট দল ৷ যা ইতিহাসে প্রথমবার ৷ তার উপর লর্ডসে তৃতীয় তথা অন্তিম ম্যাচ খেলে আন্তর্জাতিক কেরিয়ারকে গুডবাই জানিয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ ফলত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সত্ত্বেও কমবেশি মন ভারাক্রান্ত ছিল সতীর্থদের ৷ এমন সময় তানিয়ার হোটেল রুমে অবাঞ্ছিত ঘটনায় হতবাক ক্রিকেট অনুরাগীরা ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে তানিয়া লিখেছেন, "অবাক এবং একইসঙ্গে হতাশ লন্ডনের ম্যারিয়ট হোটেল ম্যানেজমেন্টের প্রতি ৷ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অংশ হিসেবে ওই হোটেলে থাকার সময় কেউ আমার ব্যক্তিগত ঘরে ঢুকে ব্যাগ-সহ নগদ টাকা, কার্ড, ঘড়ি, গয়না সব লুটে নিয়েছে ৷"
-
1/2 Shocked and disappointed at Marriot Hotel London Maida Vale management; someone walked into my personal room and stole my bag with cash, cards, watches and jewellery during my recent stay as a part of Indian Women's Cricket team. @MarriottBonvoy @Marriott. So unsafe.
— Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1/2 Shocked and disappointed at Marriot Hotel London Maida Vale management; someone walked into my personal room and stole my bag with cash, cards, watches and jewellery during my recent stay as a part of Indian Women's Cricket team. @MarriottBonvoy @Marriott. So unsafe.
— Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 20221/2 Shocked and disappointed at Marriot Hotel London Maida Vale management; someone walked into my personal room and stole my bag with cash, cards, watches and jewellery during my recent stay as a part of Indian Women's Cricket team. @MarriottBonvoy @Marriott. So unsafe.
— Taniyaa Sapna Bhatia (@IamTaniyaBhatia) September 26, 2022
আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন
এখানেই শেষ নয় ৷ দ্বিতীয় টুইটে ঘটনার যথাযথ তদন্ত দাবি করে তানিয়া লেখেন, "আশা করব ঘটনার দ্রুত তদন্ত হবে এবং সমস্যার সমাধান হবে ৷ ইংল্যান্ড ক্রিকেটারদের পছন্দের হোটেলের বাইরে নিরাপত্তা গাফিলতি অবাক করেছে ৷ আশা করি এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে ৷" ইতিমধ্যেই তানিয়ার টুইটের পালটা দিয়েছে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ ৷ তারা ভারতীয় ক্রিকেটারকে নাম, ঠিকানা এবং রিজার্ভেশনের বিষয়টি বিশদে তাদের জানানোর জন্য অনুরোধ করেছে ৷