ETV Bharat / sports

India beat Australia: অজিদের সাফ করে ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া - ICC World Test Championship Final

মোতেরায় সিরিজের শেষ টেস্ট ড্র হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যান রোহিত শর্মারা। তবে 2-1 ব্যবধানে অজি 'বধ' করে দ্য ওভালে পা রাখবে টিম ইন্ডিয়া (India confirm seat in ICC World Test Championship Final) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 13, 2023, 5:35 PM IST

আমেদাবাদ, 13 মার্চ: নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া । ফলে মোতেরায় শেষ দিনের প্রথম সেশনের পর কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট (India clinch Series against Australia) । যদিও আগেই নির্বিষ ড্র'য়ের দিকেই গড়িয়েছিল ম্যাচ । ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতেই ওভালে পা-রাখবে 'রোহিত অ্যান্ড কোং' (India in ICC World Test Championship Final)।

দ্য ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া:

চার ম্যাচের সিরিজে প্রথম থেকেই দুরন্ত শুরু করেছিল ভারত । বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্য়াচে অজিদের কার্যত উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া । ইনিংস ও 132 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছিলেন রোহিতরা । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্য়াচে সেই আধিপত্য ধরে রাখতে না-পারলেও জয়ের ধারা বজায় রেখেছিল ভারত । যদিও ভারতের ছন্দপতন হয় তৃতীয় ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ধুয়েমুছে সাফ হয়ে যান রোহিত-কোহলিরা।

মোতেরায় শেষ ম্যাচের তৃতীয় দিন থেকেই বোঝা গিয়েছিল, ফলাফলের অপেক্ষা না-করাই ভালো । যদিও এই ম্যাচে ভারতের স্বস্তির জায়গা বিরাট কোহলির ফর্মে ফেরা । ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করার পর তিন বছর তিন অংকের রান আসেনি কোহলির ব্যাটে । তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছন্দ খুঁজে পান তিনি । বিরাটের ব্যাটে মোতেরার ফর্ম 'দ্য ওভালে'ও বজায় থাকলে ভারতের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে ।

স্বপ্ন দেখাচ্ছেন শুভমন-অক্ষর-অশ্বিন-জাদেজা:

এই সিরিজে ভারতকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন চার তারকা । গতবার ফাইনালে অক্ষর প্যাটেল বাদে তিনজনই ছিলেন । যদিও কেউই সে অর্থে জ্বলে উঠতে পারেননি । চলতি সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিন তারকা । শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন শুভমন গিল । সিরিজ জুড়েই বল হাতে কামাল করেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা জুটি । তার সঙ্গে যুক্ত হয়েছে অক্ষর । পুরো সিরিজেই ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় অল-রাউন্ডার ।

ভারতের চিন্তা রোহিত-পূজারার ফর্ম:

দ্য ওভালে নামার আগে ভারতের চিন্তা বাড়াল রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার ফর্ম । বিদর্ভ টেস্টে সেঞ্চুরি এলেও কার্যত নিষ্প্রভ অধিনায়কের ব্যাট । ওই ইনিংস ছাড়া রোহিতোচিত ইনিংস বেরোয়নি মুম্বইকরের ব্যাট থেকে । একই কথা প্রযোজ্য পূজারার ক্ষেত্রেও । ক্রিকেটের ধ্রুপদি ফর্ম্যাটে দ্রাবিড়ের পর ভরসা যোগাতে শুরু করেছিলেন পুজ্জি । গত কয়েক সিরিজে তার ব্যাটও কথা বলছে না। একাধিকবার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে উইকেট ভেঙে দিয়েছে বল । ফলে ওভালে টানা দ্বিতীয় ফাইনালে নামার আগে এই দুই ব্যাটারের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

আরও পড়ুন: মোতেরার অপেক্ষা নয়, উইলিয়ামসনের ব্যাটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতরা

আমেদাবাদ, 13 মার্চ: নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া । ফলে মোতেরায় শেষ দিনের প্রথম সেশনের পর কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট (India clinch Series against Australia) । যদিও আগেই নির্বিষ ড্র'য়ের দিকেই গড়িয়েছিল ম্যাচ । ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতেই ওভালে পা-রাখবে 'রোহিত অ্যান্ড কোং' (India in ICC World Test Championship Final)।

দ্য ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া:

চার ম্যাচের সিরিজে প্রথম থেকেই দুরন্ত শুরু করেছিল ভারত । বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্য়াচে অজিদের কার্যত উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া । ইনিংস ও 132 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছিলেন রোহিতরা । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্য়াচে সেই আধিপত্য ধরে রাখতে না-পারলেও জয়ের ধারা বজায় রেখেছিল ভারত । যদিও ভারতের ছন্দপতন হয় তৃতীয় ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ধুয়েমুছে সাফ হয়ে যান রোহিত-কোহলিরা।

মোতেরায় শেষ ম্যাচের তৃতীয় দিন থেকেই বোঝা গিয়েছিল, ফলাফলের অপেক্ষা না-করাই ভালো । যদিও এই ম্যাচে ভারতের স্বস্তির জায়গা বিরাট কোহলির ফর্মে ফেরা । ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করার পর তিন বছর তিন অংকের রান আসেনি কোহলির ব্যাটে । তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছন্দ খুঁজে পান তিনি । বিরাটের ব্যাটে মোতেরার ফর্ম 'দ্য ওভালে'ও বজায় থাকলে ভারতের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে ।

স্বপ্ন দেখাচ্ছেন শুভমন-অক্ষর-অশ্বিন-জাদেজা:

এই সিরিজে ভারতকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন চার তারকা । গতবার ফাইনালে অক্ষর প্যাটেল বাদে তিনজনই ছিলেন । যদিও কেউই সে অর্থে জ্বলে উঠতে পারেননি । চলতি সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন তিন তারকা । শেষ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন শুভমন গিল । সিরিজ জুড়েই বল হাতে কামাল করেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা জুটি । তার সঙ্গে যুক্ত হয়েছে অক্ষর । পুরো সিরিজেই ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় অল-রাউন্ডার ।

ভারতের চিন্তা রোহিত-পূজারার ফর্ম:

দ্য ওভালে নামার আগে ভারতের চিন্তা বাড়াল রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার ফর্ম । বিদর্ভ টেস্টে সেঞ্চুরি এলেও কার্যত নিষ্প্রভ অধিনায়কের ব্যাট । ওই ইনিংস ছাড়া রোহিতোচিত ইনিংস বেরোয়নি মুম্বইকরের ব্যাট থেকে । একই কথা প্রযোজ্য পূজারার ক্ষেত্রেও । ক্রিকেটের ধ্রুপদি ফর্ম্যাটে দ্রাবিড়ের পর ভরসা যোগাতে শুরু করেছিলেন পুজ্জি । গত কয়েক সিরিজে তার ব্যাটও কথা বলছে না। একাধিকবার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে উইকেট ভেঙে দিয়েছে বল । ফলে ওভালে টানা দ্বিতীয় ফাইনালে নামার আগে এই দুই ব্যাটারের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

আরও পড়ুন: মোতেরার অপেক্ষা নয়, উইলিয়ামসনের ব্যাটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.