ডমিনিকা,15 জুলাই: প্রথম টেস্টে তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। ইনিংস এবং 141 রানে ক্যারিবিয়ানদের হারিয়ে দিল রোহিত শর্মার দল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ত্রাস হয়ে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। দুটো ইনিংস মিলিয়ে 12টি উইকেট পেলেন এই স্পিনার। বলা যেতেই পারে দ্বিতীয় ইনিংসে তাঁর 71 রানে 7 উইকেটের সৌজন্যেই ইনিংসে জয় পেল ভারত।
-
How good were these two in Dominica! 👏 👏#TeamIndia | #WIvIND pic.twitter.com/4D5LYcCmxB
— BCCI (@BCCI) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How good were these two in Dominica! 👏 👏#TeamIndia | #WIvIND pic.twitter.com/4D5LYcCmxB
— BCCI (@BCCI) July 15, 2023How good were these two in Dominica! 👏 👏#TeamIndia | #WIvIND pic.twitter.com/4D5LYcCmxB
— BCCI (@BCCI) July 15, 2023
তবে ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হল তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে। অভিষেকের ম্যাচেই 171 রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়ে ভারতীয়দের মন জয় করে নিয়েছেন এই মুম্বইকর। সবমিলিয়ে ব্যাটে-বলে রোহিতদের সামনে বেশ অসহায় লেগেছে ওয়েস্ট ইন্ডিজকে।
ম্যাচের প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ । মাত্র 150 রানেই শেষ হয়ে যায় ইনিংস। এরপর জবাবে ব্যাট করতে নেমে 421 রান করে ভারত। যশস্বী ছাড়া অধিনায়ক রোহিত শর্মাও শতরান করেন। জবাবে ব্যাট করতে নেমে 130 রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস । আর তার জেরেই প্রথম ম্যাচে এল বিরাট জয়। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই 12 পয়েন্ট ঘরে তুলল ভারত।
-
A debut to remember for Yashasvi Jaiswal! 👍 👍
— BCCI (@BCCI) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
He bags the Player of the Match award for his brilliant batting perfomance in Dominica 👌 👌#TeamIndia | #WIvIND pic.twitter.com/BitP4oK1Gm
">A debut to remember for Yashasvi Jaiswal! 👍 👍
— BCCI (@BCCI) July 14, 2023
He bags the Player of the Match award for his brilliant batting perfomance in Dominica 👌 👌#TeamIndia | #WIvIND pic.twitter.com/BitP4oK1GmA debut to remember for Yashasvi Jaiswal! 👍 👍
— BCCI (@BCCI) July 14, 2023
He bags the Player of the Match award for his brilliant batting perfomance in Dominica 👌 👌#TeamIndia | #WIvIND pic.twitter.com/BitP4oK1Gm
আরও পড়ুন: অভিষেক টেস্টে সেঞ্চুরি করে এলিট ক্লাবে যশস্বী
তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট করছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। কোহলি আউট হওয়ার পর ইশান কিষানকে সঙ্গে নিয়ে ব্যাট করেন জাদেজা। শেষমেশ 5 উইকেট হারিয়ে 421 রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই অসহায় দেখায় ওয়েস্ট ইন্ডিজকে। বল হাতে একাই সাত উইকেট নেন অশ্বিন। জাদেজা পান দুটি উইকেট । মহম্মদ সিরাজের দখলে যায় একটি উইকেট।