ETV Bharat / sports

Ind vs Aus : হিটম্যানের অধিনায়কোচিত ব্যাটিংয়ে 'অজি বধ' ভারতের

author img

By

Published : Oct 20, 2021, 6:56 PM IST

Updated : Oct 20, 2021, 7:35 PM IST

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে দারুণ প্রস্তুতি বিরাট-রোহিতদের ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাক মহারণ ৷ টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান পাঁচবার মুখোমুখি হয়েছে ৷ প্রতিবারই বাজিমাত করেছে ভারত ৷

Ind vs Aus
হিটম্যানের অধিনায়োকচিত ব্যাটিংয়ে 'অজি বধ' ভারতের

দুবাই, 20 অক্টোবর : ইংরেজদের পর 'অজি বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারল টিম ইন্ডিয়া ৷ বুধবার দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে দুরমুশ করে পাকিস্তানকে বার্তা দিল ভারত ৷ 24 অক্টোবর অর্থাৎ রবিবার টি-20 বিশ্বকাপে ভারত-পাক মহারণ ৷ তার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচই জিতে নিজেদের মনোবল বাড়িয়ে নিলেন বিরাট-রোহিতরা ৷

চলতি টি-20 বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে না বিরাট কোহলিকে ৷ মরু শহরে আইপিএল শুরু হওয়ার আগেই এমনটা ঘোষণা করেছেন ক্যাপ্টেন কোহলি ৷ তবে বিশ্বকাপ শুরুর আগেই অগ্নিপরীক্ষা হয়ে গেল রোহিত শর্মার ৷ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন হিটম্যান ৷ টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন কোহলির উত্তরসূরি কে হবেন, তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই ৷ তবে বিরাটের ডেপুটি রোহিতের হাতেই যে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের উপস্থিতিতেই রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় তা স্পষ্ট ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 153 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে 13 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ভারতীয় ইনিংসের সূচনা করেছিলেন লোকেশ রাহুল ও ঈষান কিষাণ ৷ কিন্তু এদিন অজিদের বিরুদ্ধে রাহুলের ওপেনার পার্টনার ছিলেন রোহিত ৷ ওপেনিং জুটিতে 9.2 ওভারে 68 রান যোগ করে রোহিত-রাহুল ৷ ব্যক্তিগত 39 রানে রাহুল ডাগ-আউটে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যান রোহিত ৷ তবে দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার পর ব্যক্তিগত 60 রানে অবসৃত হন হিটম্যান ৷ 31 বলের ইনিংসে তিনটি ছয় ও পাঁচটি বাউন্ডারি মারেন রোহিত ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে রান না-পেলেও এদিন ব্যাটিং করতে নামেননি বিরাট ৷

আরও পড়ুন : গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন অজি ক্রিকেটার

রোহিত-রাহুল ছাড়াও রান পেয়েছেন তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ৷ 27 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 38 রানে অপরাজিত থাকেন তিনি ৷ চার নম্বরে নেমে 8 বলে 14 রান করেন হার্দিক পান্ডিয়া ৷ কেন রিয়ার্ডসনকে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান হার্দিক ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল ভারত ৷

দুবাই, 20 অক্টোবর : ইংরেজদের পর 'অজি বধ' করে বিশ্বকাপের প্রস্তুতি সারল টিম ইন্ডিয়া ৷ বুধবার দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে দুরমুশ করে পাকিস্তানকে বার্তা দিল ভারত ৷ 24 অক্টোবর অর্থাৎ রবিবার টি-20 বিশ্বকাপে ভারত-পাক মহারণ ৷ তার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচই জিতে নিজেদের মনোবল বাড়িয়ে নিলেন বিরাট-রোহিতরা ৷

চলতি টি-20 বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে না বিরাট কোহলিকে ৷ মরু শহরে আইপিএল শুরু হওয়ার আগেই এমনটা ঘোষণা করেছেন ক্যাপ্টেন কোহলি ৷ তবে বিশ্বকাপ শুরুর আগেই অগ্নিপরীক্ষা হয়ে গেল রোহিত শর্মার ৷ ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন হিটম্যান ৷ টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন কোহলির উত্তরসূরি কে হবেন, তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই ৷ তবে বিরাটের ডেপুটি রোহিতের হাতেই যে নেতৃত্বের ব্যাটন উঠতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাটের উপস্থিতিতেই রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় তা স্পষ্ট ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 153 রান তাড়া করে মাত্র 2 উইকেট হারিয়ে 13 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে ভারতীয় ইনিংসের সূচনা করেছিলেন লোকেশ রাহুল ও ঈষান কিষাণ ৷ কিন্তু এদিন অজিদের বিরুদ্ধে রাহুলের ওপেনার পার্টনার ছিলেন রোহিত ৷ ওপেনিং জুটিতে 9.2 ওভারে 68 রান যোগ করে রোহিত-রাহুল ৷ ব্যক্তিগত 39 রানে রাহুল ডাগ-আউটে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যান রোহিত ৷ তবে দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার পর ব্যক্তিগত 60 রানে অবসৃত হন হিটম্যান ৷ 31 বলের ইনিংসে তিনটি ছয় ও পাঁচটি বাউন্ডারি মারেন রোহিত ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে রান না-পেলেও এদিন ব্যাটিং করতে নামেননি বিরাট ৷

আরও পড়ুন : গার্হস্থ্য হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন অজি ক্রিকেটার

রোহিত-রাহুল ছাড়াও রান পেয়েছেন তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ৷ 27 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 38 রানে অপরাজিত থাকেন তিনি ৷ চার নম্বরে নেমে 8 বলে 14 রান করেন হার্দিক পান্ডিয়া ৷ কেন রিয়ার্ডসনকে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান হার্দিক ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল ভারত ৷

Last Updated : Oct 20, 2021, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.