লন্ডন, 2 সেপ্টেম্বর : ফের একবার ইংল্যান্ডের পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ ৷ হেডেংলি টেস্টের পর কেনিংটন ওভালেও ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত রইল ৷ ইংরেজ পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 191 রানে গুটিয়ে গেল কোহলি ব্রিগেড ৷ শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর ৷ তাঁর ব্যাট থেকে আসে 57 রানের ইনিংস ৷ বিপর্যয়ের সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু অপর প্রান্ত থেকে সেভাবে সাহায্য পেলেন না শার্দূল ৷ ক্রিস ওকসের বলে শার্দূল লেগ বিফোর হয়ে ফিরতেই ভারতকে গুটিয়ে ফেলতে সময় লাগেনি ইংল্যান্ডের ৷
ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ ঘাসে ভরা সিমিং উইকেটে শুরু থেকেই ভারতকে চাপে রাখতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ৷ ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ৷ প্রথম আধ ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত ৷ এরপর একে একে রোহিত, রাহুল ও চেতেশ্বর পূজারা আউট হন ৷ রাহানের আগে ব্যাট করতে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, ব্যাটে ভরসা দিতে ব্যর্থ হন তিনি ৷
-
Innings Break#TeamIndia have been bowled out for 191 (Virat 50, Shardul 57) in 61.3 overs after being asked to bat first in the fourth Test. Stay tuned as our bowlers will be in action soon.
— BCCI (@BCCI) September 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/kwq6QmaBXt
">Innings Break#TeamIndia have been bowled out for 191 (Virat 50, Shardul 57) in 61.3 overs after being asked to bat first in the fourth Test. Stay tuned as our bowlers will be in action soon.
— BCCI (@BCCI) September 2, 2021
Scorecard - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/kwq6QmaBXtInnings Break#TeamIndia have been bowled out for 191 (Virat 50, Shardul 57) in 61.3 overs after being asked to bat first in the fourth Test. Stay tuned as our bowlers will be in action soon.
— BCCI (@BCCI) September 2, 2021
Scorecard - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/kwq6QmaBXt
এরপর অজিঙ্ক রাহানে (14), ঋষভ পন্থ (9) দ্রুত প্য়াভিলিয়নে ফেরেন ৷ রাহানে যখন ফিরলেন তখন 6 উইকেট হারিয়ে ভারতের স্কোর 117 ৷ ওই অবস্থা থেকে মাঠে নেমে দলের হাল ধরেন শার্দূল ঠাকুর ৷ ভারতীয় দলের এই পেসার ব্যাট হাতে বেশ স্বচ্ছন্দ ৷ 7টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে 36 বলে 57 রান করেন শার্দূল ৷ যদিও শার্দূলের চেষ্টাতেও দুশোর গণ্ডি টপকাতে পারল না ভারত ৷ ক্রিস ওকসের বলে শার্দূল এলবিডব্লিউ হয়ে ফিরতেই সেই আশা শেষ হয়ে যায় ৷
আরও পড়ুন : Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী
তবে এই বিপর্যয়ের মধ্যে একমাত্র আশার আলো হল অধিনায়ক বিরাট কোহলির রানে ফেরা ৷ দীর্ঘসময় ধরে টেস্টে তাঁর ব্যাটে রানের খরা ৷ লিডসে সিরিজ়ের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 55 রান করেছিলেন বিরাট ৷ আজও 50 রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন ৷