ETV Bharat / sports

Ind vs Eng : শতরানের দোরগোড়ায় পূজারা, লিডসে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ভারত - ind vs eng

পিঠ ঠেকে যাওয়া অবস্থায় দাঁতে দাঁত চেপে লড়াই ভারতীয় ব্যাটসম্যানদের ৷ তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 215 রান তুলেছে ভারত ৷

Ind vs Eng
Ind vs Eng
author img

By

Published : Aug 27, 2021, 11:07 PM IST

লিডস, 27 অগস্ট : ইংল্যান্ডের বোলিং ব্রিগেডের সামনে দাঁতে দাঁত চেপে লড়াই ভারতের ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে বের হওয়ার প্রবল প্রচেষ্টা দেখা গেল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৷ চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সতর্ক ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে দুশো-র গণ্ডি পার করে ফেলল ভারত ৷ হাতে রয়েছে আটটি উইকেট ৷ ভারত এখনও 139 রানে পিছিয়ে ৷

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর আজ দ্বিতীয় ইনিংসের শুরু থেকে সতর্ক ছিল ভারত ৷ তবে মাত্র 8 রানে লোকেশ রাহুলকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন ক্রেগ ওভার্টন ৷ এরপর শুরু হয় ওপেনার রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার সতর্ক ব্যাটিং ৷ 59 রান করে রোহিত যখন অলি রবিনসনের বলে এবিডব্লিউ হয়ে ফিরলেন ততক্ষণে ভারত একশোর গণ্ডি পার করেছে ৷ এরপর পূজি ও বিরাটের জুটি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন ৷ দুজনের মধ্যে 99 রানে পার্টনারশিপ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

বর্তমানে 91 রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা ৷ অনেকদিন পর ব্যাটে রান পেলেন পূজারা ৷ অধিনায়ক বিরাট কোহলি 45 রানে ক্রিজে রয়েছেন ৷ তৃতীয় দিনের শেষে 2 উইকেট হারিয়ে ভারতের স্কোর 215 ৷

লিডস, 27 অগস্ট : ইংল্যান্ডের বোলিং ব্রিগেডের সামনে দাঁতে দাঁত চেপে লড়াই ভারতের ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে বের হওয়ার প্রবল প্রচেষ্টা দেখা গেল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৷ চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সতর্ক ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে দুশো-র গণ্ডি পার করে ফেলল ভারত ৷ হাতে রয়েছে আটটি উইকেট ৷ ভারত এখনও 139 রানে পিছিয়ে ৷

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর আজ দ্বিতীয় ইনিংসের শুরু থেকে সতর্ক ছিল ভারত ৷ তবে মাত্র 8 রানে লোকেশ রাহুলকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন ক্রেগ ওভার্টন ৷ এরপর শুরু হয় ওপেনার রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারার সতর্ক ব্যাটিং ৷ 59 রান করে রোহিত যখন অলি রবিনসনের বলে এবিডব্লিউ হয়ে ফিরলেন ততক্ষণে ভারত একশোর গণ্ডি পার করেছে ৷ এরপর পূজি ও বিরাটের জুটি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন ৷ দুজনের মধ্যে 99 রানে পার্টনারশিপ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

বর্তমানে 91 রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা ৷ অনেকদিন পর ব্যাটে রান পেলেন পূজারা ৷ অধিনায়ক বিরাট কোহলি 45 রানে ক্রিজে রয়েছেন ৷ তৃতীয় দিনের শেষে 2 উইকেট হারিয়ে ভারতের স্কোর 215 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.