ETV Bharat / sports

IND vs AUS 1st Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের পথে রোহিত, লড়াইয়ে ফেরার চেষ্টা অজিদের - রবীন্দ্র জাদেজা

বর্ডার-গাভাসকার ট্রফির (BGT 2023) প্রথম টেস্ট বৃহস্পতিবার শুরু হয়েছে নাগপুরে ৷ প্রথমদিন মাত্র 177 রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় দিন রোহিত শর্মা বড় রানের পথে ৷ তবে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে অস্ট্রেলিয়াও ৷

Rohit Sharma
Rohit Sharma
author img

By

Published : Feb 10, 2023, 12:15 PM IST

Updated : Feb 10, 2023, 12:53 PM IST

নাগপুর, 10 ফেব্রুয়ারি: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে ভারত (India) ৷ কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খেলায় ফেরার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়া (Australia) ৷ নাগপুরে অভিষেক হওয়া অজি স্পিনার টড মারফির দ্রুত নেওয়া দুই উইকেট অন্তত সেকথাই বলছে ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ভারতের স্কোর 3 উইকেটে 151 ৷ ক্রিজে এখনও রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি সেঞ্চুরির দোড়গোড়ায় ৷

বৃহস্পতিবার শুরু হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) ৷ চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে নাগপুরে (Nagpur) ৷ প্রথমদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স ৷ কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলীয় ব্যাটাররা ৷ মাত্র 177 রানেই শেষ হয় স্মিথদের ইনিংস ৷

তার পর ব্যাট করতে নেমে দিনটা ভালোই শেষ করেছিল ভারত ৷ সহ-অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উইকেট হারিয়ে দিনের শেষে ভারতের স্কোর ছিল 77 ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 100 রান পিছিয়ে ৷ ক্রিজে ছিলেন রোহিত শর্মা (61) ও নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (13) ৷

গতকালের স্কোরের সঙ্গে মাত্র 10 রান যোগ করার পরই আউট হন অশ্বিন ৷ তাঁকে আউট করেন সেই টড মারফি, যিনি প্রথমদিনই রাহুলের উইকেট নিয়েছিলেন ৷ ভারতীয় ব্যাটিংয়ের নির্ভরযোগ্য তারকা চেতেশ্বর পুজারাকেও পরে আউট করেন সেই মারফি ৷

ভারতের বোলিং বিভাগে যেমন দাপট দেখিয়েছেন স্পিনাররা ৷ মূলত দুই রবি, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিনই (Ravichandran Ashwin) অস্ট্রেলিয়ার ইনিংসকে কম রানের বেঁধে ফেলেন ৷ দ্বিতীয় দিনেই সেই স্পিনই ঘাতক হয়ে উঠল ভারতের জন্য ভারতের প্রথম তিনটে উইকেটই নিয়েছেন অভিষেক হওয়া অজি অফ স্পিনার টড মারফি ৷

আরও পড়ুন: দ্বিতীয় দ্রততম বোলার হিসেবে টেস্টে 450টি উইকেটের মালিক হলেন অশ্বিন

নাগপুর, 10 ফেব্রুয়ারি: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে ভারত (India) ৷ কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খেলায় ফেরার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়া (Australia) ৷ নাগপুরে অভিষেক হওয়া অজি স্পিনার টড মারফির দ্রুত নেওয়া দুই উইকেট অন্তত সেকথাই বলছে ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ভারতের স্কোর 3 উইকেটে 151 ৷ ক্রিজে এখনও রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি সেঞ্চুরির দোড়গোড়ায় ৷

বৃহস্পতিবার শুরু হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) ৷ চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে নাগপুরে (Nagpur) ৷ প্রথমদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স ৷ কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলীয় ব্যাটাররা ৷ মাত্র 177 রানেই শেষ হয় স্মিথদের ইনিংস ৷

তার পর ব্যাট করতে নেমে দিনটা ভালোই শেষ করেছিল ভারত ৷ সহ-অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উইকেট হারিয়ে দিনের শেষে ভারতের স্কোর ছিল 77 ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 100 রান পিছিয়ে ৷ ক্রিজে ছিলেন রোহিত শর্মা (61) ও নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (13) ৷

গতকালের স্কোরের সঙ্গে মাত্র 10 রান যোগ করার পরই আউট হন অশ্বিন ৷ তাঁকে আউট করেন সেই টড মারফি, যিনি প্রথমদিনই রাহুলের উইকেট নিয়েছিলেন ৷ ভারতীয় ব্যাটিংয়ের নির্ভরযোগ্য তারকা চেতেশ্বর পুজারাকেও পরে আউট করেন সেই মারফি ৷

ভারতের বোলিং বিভাগে যেমন দাপট দেখিয়েছেন স্পিনাররা ৷ মূলত দুই রবি, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিনই (Ravichandran Ashwin) অস্ট্রেলিয়ার ইনিংসকে কম রানের বেঁধে ফেলেন ৷ দ্বিতীয় দিনেই সেই স্পিনই ঘাতক হয়ে উঠল ভারতের জন্য ভারতের প্রথম তিনটে উইকেটই নিয়েছেন অভিষেক হওয়া অজি অফ স্পিনার টড মারফি ৷

আরও পড়ুন: দ্বিতীয় দ্রততম বোলার হিসেবে টেস্টে 450টি উইকেটের মালিক হলেন অশ্বিন

Last Updated : Feb 10, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.