ETV Bharat / sports

Tiger 3 BO Collection: তিন দিনেই 250 কোটির দোরগোড়ায় 'টাইগার 3' - Tiger 3 BO Collection

তিন দিনেই 200 কোটির গণ্ডি পার করে ফেলল সলমন খানের 'টাইগার 3' ৷ তিন দিন শেষে দেশ ও বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 240 কোটি টাকা ৷

Katrina Kaif starrer registers slight fall on third day at the box office
তিন দিনেই 200 কোটির গণ্ডি পার করে ফেলল সলমন খানের 'টাইগার 3'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:10 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: 'টাইগার 3' ছবির হাত বলিউডে কামব্য়াক করবেন সলমন খান ৷ ছবির রিভিউ দিতে গিয়ে ঠিক এভাবেই স্পাই ইউনির্ভাসের এই ছবিটিকে এভাবেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই দেশ বিদেশ মিলিয় ঘরে তুলেছিল 94 কোটি টাকা ৷ তৃতীয় দিনেও বক্স অফিসে টাইগার অবিচল ৷ রাজার মতোই দেশ বিদেশের প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি ৷

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দাবি অনুযায়ী দেশ ও বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 240 কোটি টাকা ৷ বিশ্বকাপের আবহের মাঝেই যেভাবে মানুষের মন জয় করে চলেছে এই স্পাই থ্রিলার তা সত্যিই অনবদ্য ৷ এর আগে শাহরুখ খানের কাঁধে চড়ে কামব্যাক করেছিল বলিউড ৷ দক্ষিণি ছবির পাশাপাশি টেক্কা দিয়েছিল 'পাঠান' ৷

সমালোচকদের অনেকেই দাবি করেছেন, সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এর থেকেও কয়েক ধাপ এগিয়ে রাখতে হবে 'টাইগার 3'-কে ৷ তৃতীয় দিনে শুধুমাত্র ভারতে তৃতীয় দিনে এই ছবির আয় 42.50 কোটি টাকা ৷ প্রথম দিনে ভারতে প্রায় 45 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল এই ছবি ৷ দ্বিতীয় দিনে ছবির আয় ছিল প্রায় 58 কোটি ৷

এর আগে সলমনের 'এক থা টাইগার' ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল 330 কোটি টাকা ৷ সেই ছবিটি মুক্তি পায় প্রায় এক দশক আগে ৷ এরপর 2017 সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়' ৷ বক্স অফিসে এই ছবির আয় ছিল 567 কোটি টাকা ৷ এবার 'টাইগার 3' ছবি সেই রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই দেখার ৷ ছবির পরিচালনা করেছেন মনীশ শর্মা ৷ ছবিতে জোয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্য়াটরিনা কাইফ ৷ তাঁর গল্পেও বেশ টুইস্ট এনেছেন নির্মাতারা ৷ প্রথম দিকে জোয়াকে দেখে অনেকেরই ডাবল এজেন্ট বলে ধারনা হয় ৷ অন্য়দিকে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি ৷

আরও পড়ুন:

  1. রং তুলি ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার
  2. নানার 'না' থাপ্পড়ে! সেলফি তুলতে গেলে ভক্তকে কষিয়ে চড়; ভাইরাল ভিডিয়ো

হায়দরাবাদ, 15 নভেম্বর: 'টাইগার 3' ছবির হাত বলিউডে কামব্য়াক করবেন সলমন খান ৷ ছবির রিভিউ দিতে গিয়ে ঠিক এভাবেই স্পাই ইউনির্ভাসের এই ছবিটিকে এভাবেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই দেশ বিদেশ মিলিয় ঘরে তুলেছিল 94 কোটি টাকা ৷ তৃতীয় দিনেও বক্স অফিসে টাইগার অবিচল ৷ রাজার মতোই দেশ বিদেশের প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি ৷

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দাবি অনুযায়ী দেশ ও বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 240 কোটি টাকা ৷ বিশ্বকাপের আবহের মাঝেই যেভাবে মানুষের মন জয় করে চলেছে এই স্পাই থ্রিলার তা সত্যিই অনবদ্য ৷ এর আগে শাহরুখ খানের কাঁধে চড়ে কামব্যাক করেছিল বলিউড ৷ দক্ষিণি ছবির পাশাপাশি টেক্কা দিয়েছিল 'পাঠান' ৷

সমালোচকদের অনেকেই দাবি করেছেন, সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এর থেকেও কয়েক ধাপ এগিয়ে রাখতে হবে 'টাইগার 3'-কে ৷ তৃতীয় দিনে শুধুমাত্র ভারতে তৃতীয় দিনে এই ছবির আয় 42.50 কোটি টাকা ৷ প্রথম দিনে ভারতে প্রায় 45 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল এই ছবি ৷ দ্বিতীয় দিনে ছবির আয় ছিল প্রায় 58 কোটি ৷

এর আগে সলমনের 'এক থা টাইগার' ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল 330 কোটি টাকা ৷ সেই ছবিটি মুক্তি পায় প্রায় এক দশক আগে ৷ এরপর 2017 সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়' ৷ বক্স অফিসে এই ছবির আয় ছিল 567 কোটি টাকা ৷ এবার 'টাইগার 3' ছবি সেই রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই দেখার ৷ ছবির পরিচালনা করেছেন মনীশ শর্মা ৷ ছবিতে জোয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্য়াটরিনা কাইফ ৷ তাঁর গল্পেও বেশ টুইস্ট এনেছেন নির্মাতারা ৷ প্রথম দিকে জোয়াকে দেখে অনেকেরই ডাবল এজেন্ট বলে ধারনা হয় ৷ অন্য়দিকে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি ৷

আরও পড়ুন:

  1. রং তুলি ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার
  2. নানার 'না' থাপ্পড়ে! সেলফি তুলতে গেলে ভক্তকে কষিয়ে চড়; ভাইরাল ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.