হায়দরাবাদ, 15 নভেম্বর: 'টাইগার 3' ছবির হাত বলিউডে কামব্য়াক করবেন সলমন খান ৷ ছবির রিভিউ দিতে গিয়ে ঠিক এভাবেই স্পাই ইউনির্ভাসের এই ছবিটিকে এভাবেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই দেশ বিদেশ মিলিয় ঘরে তুলেছিল 94 কোটি টাকা ৷ তৃতীয় দিনেও বক্স অফিসে টাইগার অবিচল ৷ রাজার মতোই দেশ বিদেশের প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি ৷
প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দাবি অনুযায়ী দেশ ও বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 240 কোটি টাকা ৷ বিশ্বকাপের আবহের মাঝেই যেভাবে মানুষের মন জয় করে চলেছে এই স্পাই থ্রিলার তা সত্যিই অনবদ্য ৷ এর আগে শাহরুখ খানের কাঁধে চড়ে কামব্যাক করেছিল বলিউড ৷ দক্ষিণি ছবির পাশাপাশি টেক্কা দিয়েছিল 'পাঠান' ৷
সমালোচকদের অনেকেই দাবি করেছেন, সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এর থেকেও কয়েক ধাপ এগিয়ে রাখতে হবে 'টাইগার 3'-কে ৷ তৃতীয় দিনে শুধুমাত্র ভারতে তৃতীয় দিনে এই ছবির আয় 42.50 কোটি টাকা ৷ প্রথম দিনে ভারতে প্রায় 45 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল এই ছবি ৷ দ্বিতীয় দিনে ছবির আয় ছিল প্রায় 58 কোটি ৷
এর আগে সলমনের 'এক থা টাইগার' ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল 330 কোটি টাকা ৷ সেই ছবিটি মুক্তি পায় প্রায় এক দশক আগে ৷ এরপর 2017 সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়' ৷ বক্স অফিসে এই ছবির আয় ছিল 567 কোটি টাকা ৷ এবার 'টাইগার 3' ছবি সেই রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই দেখার ৷ ছবির পরিচালনা করেছেন মনীশ শর্মা ৷ ছবিতে জোয়ার চরিত্রে অভিনয় করেছেন ক্য়াটরিনা কাইফ ৷ তাঁর গল্পেও বেশ টুইস্ট এনেছেন নির্মাতারা ৷ প্রথম দিকে জোয়াকে দেখে অনেকেরই ডাবল এজেন্ট বলে ধারনা হয় ৷ অন্য়দিকে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি ৷
আরও পড়ুন: