ETV Bharat / sports

ICC World Cup 2023: নিশাঙ্কা-সামারার বিক্রমে ইংল্যান্ড ‘বধ’, আরও কঠিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমির পথ

আরও কঠিন হয়ে গেল ইংরেজবাহিনীর সেমিফাইনালের রাস্তা ৷ চলতি বিশ্বকাপে চতুর্থ হার ইংল্যান্ডের ৷ পাথুম নিশাঙ্কা এবং সান্দিরা সামারাবিক্রমার অর্ধ-শতরানে 25.4 ওভারেই ম্যাচ জয় শ্রীলঙ্কার ৷

ICC World Cup 2023
বেঙ্গালুরুতে ব্রিটিশদের উড়িয়ে দিলেন নিশাঙ্কা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:56 PM IST

Updated : Oct 26, 2023, 8:27 PM IST

বেঙ্গালুরু, 26 অক্টোবর: চলতি বিশ্বকাপে চতুর্থ হার জস বাটলারের ইংরেজবাহিনীর ৷ পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাও আরও কণ্টকাকীর্ণ হয়ে গেল তাদের জন্য ৷ বৃহস্পতিবারও জয়ে ফিরতে পারল না ইংল্যান্ড ৷ দিনের শুরুতেই ইংরেজদের টানা তৃতীয় হারের চিত্রনাট্য লিখে দিয়েছিল শ্রীলঙ্কার আগুনে বোলিং ৷ লাহিড়ু কুমারা এবং অ্যাঙ্গেলো ম্যাথিউজের দুরন্ত বোলিংয়ে এদিন মাত্র 156 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং সান্দিরা সামারাবিক্রমার জোড়া অর্ধ-শতরানের জেরে আট উইকেট বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় লঙ্কাবাহিনী ৷

ডেভিড উইলির হাত ধরে প্রথমেই জোড়া ধাক্কা দেয় ইংল্য়ান্ড ৷ কিন্তু তাদের ম্য়াচে ফেরার আশায় জল ঢেলে দিল নিশাঙ্কা-সামারার 137 রানের পার্টনারশিপ ৷ নিশাঙ্কা এদিন খেলেন 77 রানের ঝকঝকে ইনিংস ৷ ইনিংসে মোট সাতটি বাউন্ডারি এবং দু'টি ওভারবাউন্ডারি মারেন এই লঙ্কান ওপেনার ৷ পাশাপাশি সামারাবিক্রমাও তাঁর সুন্দর ফর্ম বজায় রাখেন এই ম্যাচে ৷ ধ্রুপদী শটে করেন ম্যাচ জেতানো 65 রান ৷ 54 বলে তৈরি এই ইনিংসে সাতটি চার মেরেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটারও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ডেভিড উইলি ছাড়া ইংল্যান্ডের আরও কোনও বোলারই উইকেটের খাতা খুলতে পারেননি ৷ বরং খুব সাধারণ দেখালো তাঁদের বোলিং ইউনিটকে ৷ মার্ক উড, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন রান বাঁচাতে পারেননি কেউই ৷ যার জেরে রান তুলতে সামারা-নিশাঙ্কারা সময় নেন মাত্র 25.4 ওভার ৷ এই জয়ের জেরে পঞ্চম স্থানে উঠে এল শ্রীলঙ্কা ৷ চলতি বিশ্বকাপে টানা হারের হ্য়াটট্রিকের পর জয়ে ফিরল তারা ৷

আরও পড়ুন: পিছু ছাড়ল না ব্যাটিং বিপর্যয়, শ্রীলঙ্কার আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা

অন্য়দিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার সমস্যার মুখে ৷ আপাতত বাটলারের দল রয়েছে নেদারল্যান্ডসের ঠিক আগে ৷ অর্থাৎ শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা ৷ পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন মাত্র 2 ৷ 3টি উইকেট শিকার করে এদিন ম্যাচের সেরা হন লাহিড়ু কুমারা ৷

বেঙ্গালুরু, 26 অক্টোবর: চলতি বিশ্বকাপে চতুর্থ হার জস বাটলারের ইংরেজবাহিনীর ৷ পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাও আরও কণ্টকাকীর্ণ হয়ে গেল তাদের জন্য ৷ বৃহস্পতিবারও জয়ে ফিরতে পারল না ইংল্যান্ড ৷ দিনের শুরুতেই ইংরেজদের টানা তৃতীয় হারের চিত্রনাট্য লিখে দিয়েছিল শ্রীলঙ্কার আগুনে বোলিং ৷ লাহিড়ু কুমারা এবং অ্যাঙ্গেলো ম্যাথিউজের দুরন্ত বোলিংয়ে এদিন মাত্র 156 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং সান্দিরা সামারাবিক্রমার জোড়া অর্ধ-শতরানের জেরে আট উইকেট বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় লঙ্কাবাহিনী ৷

ডেভিড উইলির হাত ধরে প্রথমেই জোড়া ধাক্কা দেয় ইংল্য়ান্ড ৷ কিন্তু তাদের ম্য়াচে ফেরার আশায় জল ঢেলে দিল নিশাঙ্কা-সামারার 137 রানের পার্টনারশিপ ৷ নিশাঙ্কা এদিন খেলেন 77 রানের ঝকঝকে ইনিংস ৷ ইনিংসে মোট সাতটি বাউন্ডারি এবং দু'টি ওভারবাউন্ডারি মারেন এই লঙ্কান ওপেনার ৷ পাশাপাশি সামারাবিক্রমাও তাঁর সুন্দর ফর্ম বজায় রাখেন এই ম্যাচে ৷ ধ্রুপদী শটে করেন ম্যাচ জেতানো 65 রান ৷ 54 বলে তৈরি এই ইনিংসে সাতটি চার মেরেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটারও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ডেভিড উইলি ছাড়া ইংল্যান্ডের আরও কোনও বোলারই উইকেটের খাতা খুলতে পারেননি ৷ বরং খুব সাধারণ দেখালো তাঁদের বোলিং ইউনিটকে ৷ মার্ক উড, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন রান বাঁচাতে পারেননি কেউই ৷ যার জেরে রান তুলতে সামারা-নিশাঙ্কারা সময় নেন মাত্র 25.4 ওভার ৷ এই জয়ের জেরে পঞ্চম স্থানে উঠে এল শ্রীলঙ্কা ৷ চলতি বিশ্বকাপে টানা হারের হ্য়াটট্রিকের পর জয়ে ফিরল তারা ৷

আরও পড়ুন: পিছু ছাড়ল না ব্যাটিং বিপর্যয়, শ্রীলঙ্কার আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা

অন্য়দিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার সমস্যার মুখে ৷ আপাতত বাটলারের দল রয়েছে নেদারল্যান্ডসের ঠিক আগে ৷ অর্থাৎ শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা ৷ পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন মাত্র 2 ৷ 3টি উইকেট শিকার করে এদিন ম্যাচের সেরা হন লাহিড়ু কুমারা ৷

Last Updated : Oct 26, 2023, 8:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.