ETV Bharat / sports

ICC Official Anthem for CWC: প্রীতমের সুরে কোমর দোলালেন রণবীর, মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থম ‘দিল জশন বোলে’ - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

ICC Official Anthem Screenplay by Ranveer Singh: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম রিলিজ করল ৷ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সুরে তৈরি এই অ্যান্থম আজ রিলিজ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 1:33 PM IST

Updated : Sep 20, 2023, 4:35 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর: ‘দিল জশন বোলে’, রিলিজ করল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম ৷ ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ সওয়ার হয়ে আইসিসি অ্যান্থম ছন্দে পা মেলালেন রণবীর সিং ৷ বলিউড তরকায় ক্রিকেটের সেরা টুর্নামেন্টের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সুরে আইসিসি অ্যান্থমে গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধি, আকাসা এবং চরণ ৷ 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের অ্যান্থম ‘দে ঘুমাকে’র সুরকার ছিলেন শঙ্কর-এহসান-লয় ৷

বাকি আর মাত্র দু'সপ্তাহ ৷ তার পরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেই মহাযজ্ঞের মহামন্ত্র আজ সমর্থকদের সামনে আনল আইসিসি ৷ ‘দিল জশন বোলে’ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম রিলিজ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ যে অ্যান্থম দৃশ্যায়ন হয়েছে একটি গ্রাফিক্যাল এক্সপ্রেস ট্রেনে ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ ৷ মিউজিক ভিডিয়োটিতে কোমর দুলিয়েছেন বলি তারকা রণবীর সিং ৷ সঙ্গে দেখা গিয়েছে ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী তথা নৃত্যশিল্পী ধনশ্রী বর্মাকে ৷

  • DIL JASHN BOLE! #CWC23

    Official Anthem arriving now on platform 2023 📢📢

    Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳

    Credits:
    Music - Pritam
    Lyrics - Shloke Lal, Saaveri Verma
    Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita… pic.twitter.com/09AK5B8STG

    — ICC (@ICC) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুর দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের অ্যান্থমটি গেয়েছেন প্রীতম নিজে ৷ এছাড়া গলা দিয়েছেন নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধি, আকাসা এবং চরণ ৷ গানে ব্যহৃত ব়্যাপ লিখেছেন এবং পারফর্ম করেছেন চরণ ৷ আর মূল অ্যান্থমটি লিখেছেন শ্লোক লাল এবং সাভেরি বর্মা ৷ যেখানে রণবীর সিং এবং অন্যান্যদের নাচের তালে গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সব সোশাল মিডিয়া সাইটে ৷

আরও পড়ুন: 'পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া কঠিন', বিশ্বকাপ জ্বরে আক্রান্ত লিয়েন্ডার

আগামী 5 অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি হবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স-আপ নিউজিল্যান্ড ৷ ভারতের প্রথম ম্যাচ 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ রাউন্ড রবিন ফরম্যাটে দশটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ অর্থাৎ, প্রত্যেকটি দল 9টি করে ম্যাচ খেলবে ৷ লিগের খেলা শেষে প্রথম চারে থাকা দলগুলি সেমিফাইনালে প্রবেশ করবে ৷

দুবাই, 20 সেপ্টেম্বর: ‘দিল জশন বোলে’, রিলিজ করল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম ৷ ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ সওয়ার হয়ে আইসিসি অ্যান্থম ছন্দে পা মেলালেন রণবীর সিং ৷ বলিউড তরকায় ক্রিকেটের সেরা টুর্নামেন্টের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সুরে আইসিসি অ্যান্থমে গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধি, আকাসা এবং চরণ ৷ 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের অ্যান্থম ‘দে ঘুমাকে’র সুরকার ছিলেন শঙ্কর-এহসান-লয় ৷

বাকি আর মাত্র দু'সপ্তাহ ৷ তার পরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেই মহাযজ্ঞের মহামন্ত্র আজ সমর্থকদের সামনে আনল আইসিসি ৷ ‘দিল জশন বোলে’ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থম রিলিজ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ যে অ্যান্থম দৃশ্যায়ন হয়েছে একটি গ্রাফিক্যাল এক্সপ্রেস ট্রেনে ৷ যার নাম দেওয়া হয়েছে, ‘ওয়ান-ডে এক্সপ্রেসে’ ৷ মিউজিক ভিডিয়োটিতে কোমর দুলিয়েছেন বলি তারকা রণবীর সিং ৷ সঙ্গে দেখা গিয়েছে ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চহালের স্ত্রী তথা নৃত্যশিল্পী ধনশ্রী বর্মাকে ৷

  • DIL JASHN BOLE! #CWC23

    Official Anthem arriving now on platform 2023 📢📢

    Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳

    Credits:
    Music - Pritam
    Lyrics - Shloke Lal, Saaveri Verma
    Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita… pic.twitter.com/09AK5B8STG

    — ICC (@ICC) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুর দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের অ্যান্থমটি গেয়েছেন প্রীতম নিজে ৷ এছাড়া গলা দিয়েছেন নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জনিতা গান্ধি, আকাসা এবং চরণ ৷ গানে ব্যহৃত ব়্যাপ লিখেছেন এবং পারফর্ম করেছেন চরণ ৷ আর মূল অ্যান্থমটি লিখেছেন শ্লোক লাল এবং সাভেরি বর্মা ৷ যেখানে রণবীর সিং এবং অন্যান্যদের নাচের তালে গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সব সোশাল মিডিয়া সাইটে ৷

আরও পড়ুন: 'পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া কঠিন', বিশ্বকাপ জ্বরে আক্রান্ত লিয়েন্ডার

আগামী 5 অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি হবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স-আপ নিউজিল্যান্ড ৷ ভারতের প্রথম ম্যাচ 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ রাউন্ড রবিন ফরম্যাটে দশটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে ৷ অর্থাৎ, প্রত্যেকটি দল 9টি করে ম্যাচ খেলবে ৷ লিগের খেলা শেষে প্রথম চারে থাকা দলগুলি সেমিফাইনালে প্রবেশ করবে ৷

Last Updated : Sep 20, 2023, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.