দুবাই, 9 জানুয়ারি: মাত্র 642 বল অর্থাৎ, 107 ওভার ৷ কোনও ঘরোয়া টুর্নামেন্ট নয় ৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে মোট 107 ওভার খেলা হয়েছে ৷ যে ম্যাচে মোট 33 উইকেট পড়েছে এবং ভারত সেই টেস্ট জিতেছে মাত্র দেড়দিনে ৷ যা আইসিসি'র ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম টেস্ট ম্যাচ ৷ আর কেপটাউনের নিউল্যান্ডস মাঠের এই পিচ নিয়ে কেবলই 'অসন্তোষ' প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ আর শাস্তি স্বরূপ এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ৷ এতে কোনও ক্ষতি নিউল্যান্ডস কর্তৃপক্ষের হবে না ৷
দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচ মাত্র দেড়দিনে শেষ হয়েছে ৷ দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের পর 1 ঘণ্টার মতো খেলা গড়িয়েছে ৷ তাতেই একটা টেস্ট ম্যাচে চার ইনিংসের খেলা হয়ে জয়ী দলও ঘোষণা হয়ে গিয়েছে ৷ সৌজন্য, কেপটাউনের নিউল্যান্ডস মাঠের পিচ ৷ যে পিচে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে 26 ওভারে মাত্র 55 রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ৷ মহম্মদ সিরাজ কেরিয়ারের সেরা টেস্ট বোলিং 15 রান দিয়ে 6 উইকেট নেন ৷ জবাবে, প্রথমদিনেই মাত্র 153 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ৷ তাও শেষ 6 উইকেট পড়েছিল স্কোরবোর্ডে কোনও রান যোগ না-করে ৷
দ্বিতীয় টেস্টের প্রথমদিনেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ৷ সেখানেই 3 উইকেট হারায় তারা ৷ আর দ্বিতীয়দিনে মাত্র 180 রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড ৷ 79 রান তাড়া করতে নেমে ভারতও 3 উইকেট হারায় ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের এই পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠে যায় ৷ যেখানে টেস্ট ক্রিকেট থেকে মানুষ দূরে সরে যাচ্ছে ৷ সেখানে এমন পিচ তৈরি করলে, ক্রিকেটের কুলিন ফরম্যাট নিয়ে যে বিরূপ বার্তা যাবে ক্রিকেট অনুরাগীদের কাছে, তা বলাই যায় ৷
-
The recently concluded shortest-ever Test in Cape Town has received an ICC pitch rating 👀#WTC25 | #SAvINDhttps://t.co/rkK47P8Y58
— ICC (@ICC) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The recently concluded shortest-ever Test in Cape Town has received an ICC pitch rating 👀#WTC25 | #SAvINDhttps://t.co/rkK47P8Y58
— ICC (@ICC) January 9, 2024The recently concluded shortest-ever Test in Cape Town has received an ICC pitch rating 👀#WTC25 | #SAvINDhttps://t.co/rkK47P8Y58
— ICC (@ICC) January 9, 2024
আইসিসি যদিও নিউল্যান্ডসের পিচ নিয়ে শুধুই 'অসন্তোষ' প্রকাশ করেছে ৷ এক্ষেত্রে প্রশ্ন উঠছে উপমহাদেশীয় বা বিশেষ করে ভারতের কোনও মাঠে স্পিন সহায়ক পিচে দেড় দিনে টেস্ট শেষ হলে তা শুধুই 'অসন্তোষ' পর্যায়ে থাকত কি না ৷ যেমনটা হয়েছিল, নাগপুরের ক্ষেত্রে ৷
উল্লেখ্য, ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান-ডে সিরিজেও একই ঘটনা ঘটেছিল ৷ দিল্লির তৎকালীন ফিরোজ শাহ কোটলার পিচে অতিরিক্ত বাউন্স থাকায় শ্রীলঙ্কা দল তুলে নেয় ৷ ফল ফিরোজ শাহ কোটলায় কোনওরকম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে 2 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এক্ষেত্রে ফিরোজ শাহ কোটলার পিচকে 'নিম্নমানে'র ঘোষণা করে 12 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় ৷ আর 'সেনা' কান্ট্রির পিচে অসমতল বাউন্স ও সবচেয়ে অল্পসময়ের টেস্ট ম্যাচের ক্ষেত্রে আইসিসি 'অসন্তোষ' প্রকাশ করেই ক্ষান্ত থাকল ৷
আরও পড়ুন: