ETV Bharat / sports

কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি - Newlands Pitch

ICC Rates as Unsatisfactory to Newlands Pitch: কেপটাউনে আয়োজিত দ্বিতীয় টেস্টের আয়ু ছিল মাত্র দেড়দিন ৷ এমন মাঠ নিয়ে আইসিসি শুধুমাত্র অসন্তোষ প্রকাশ করেই দায় সারল ৷ আজ আইসিসি-র তরফে আজ প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 7:31 PM IST

দুবাই, 9 জানুয়ারি: মাত্র 642 বল অর্থাৎ, 107 ওভার ৷ কোনও ঘরোয়া টুর্নামেন্ট নয় ৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে মোট 107 ওভার খেলা হয়েছে ৷ যে ম্যাচে মোট 33 উইকেট পড়েছে এবং ভারত সেই টেস্ট জিতেছে মাত্র দেড়দিনে ৷ যা আইসিসি'র ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম টেস্ট ম্যাচ ৷ আর কেপটাউনের নিউল্যান্ডস মাঠের এই পিচ নিয়ে কেবলই 'অসন্তোষ' প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ আর শাস্তি স্বরূপ এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ৷ এতে কোনও ক্ষতি নিউল্যান্ডস কর্তৃপক্ষের হবে না ৷

দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচ মাত্র দেড়দিনে শেষ হয়েছে ৷ দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের পর 1 ঘণ্টার মতো খেলা গড়িয়েছে ৷ তাতেই একটা টেস্ট ম্যাচে চার ইনিংসের খেলা হয়ে জয়ী দলও ঘোষণা হয়ে গিয়েছে ৷ সৌজন্য, কেপটাউনের নিউল্যান্ডস মাঠের পিচ ৷ যে পিচে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে 26 ওভারে মাত্র 55 রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ৷ মহম্মদ সিরাজ কেরিয়ারের সেরা টেস্ট বোলিং 15 রান দিয়ে 6 উইকেট নেন ৷ জবাবে, প্রথমদিনেই মাত্র 153 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ৷ তাও শেষ 6 উইকেট পড়েছিল স্কোরবোর্ডে কোনও রান যোগ না-করে ৷

দ্বিতীয় টেস্টের প্রথমদিনেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ৷ সেখানেই 3 উইকেট হারায় তারা ৷ আর দ্বিতীয়দিনে মাত্র 180 রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড ৷ 79 রান তাড়া করতে নেমে ভারতও 3 উইকেট হারায় ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের এই পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠে যায় ৷ যেখানে টেস্ট ক্রিকেট থেকে মানুষ দূরে সরে যাচ্ছে ৷ সেখানে এমন পিচ তৈরি করলে, ক্রিকেটের কুলিন ফরম্যাট নিয়ে যে বিরূপ বার্তা যাবে ক্রিকেট অনুরাগীদের কাছে, তা বলাই যায় ৷

আইসিসি যদিও নিউল্যান্ডসের পিচ নিয়ে শুধুই 'অসন্তোষ' প্রকাশ করেছে ৷ এক্ষেত্রে প্রশ্ন উঠছে উপমহাদেশীয় বা বিশেষ করে ভারতের কোনও মাঠে স্পিন সহায়ক পিচে দেড় দিনে টেস্ট শেষ হলে তা শুধুই 'অসন্তোষ' পর্যায়ে থাকত কি না ৷ যেমনটা হয়েছিল, নাগপুরের ক্ষেত্রে ৷

উল্লেখ্য, ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান-ডে সিরিজেও একই ঘটনা ঘটেছিল ৷ দিল্লির তৎকালীন ফিরোজ শাহ কোটলার পিচে অতিরিক্ত বাউন্স থাকায় শ্রীলঙ্কা দল তুলে নেয় ৷ ফল ফিরোজ শাহ কোটলায় কোনওরকম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে 2 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এক্ষেত্রে ফিরোজ শাহ কোটলার পিচকে 'নিম্নমানে'র ঘোষণা করে 12 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় ৷ আর 'সেনা' কান্ট্রির পিচে অসমতল বাউন্স ও সবচেয়ে অল্পসময়ের টেস্ট ম্যাচের ক্ষেত্রে আইসিসি 'অসন্তোষ' প্রকাশ করেই ক্ষান্ত থাকল ৷

আরও পড়ুন:

  1. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
  2. বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ
  3. ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শুরুতে নেই শামি

দুবাই, 9 জানুয়ারি: মাত্র 642 বল অর্থাৎ, 107 ওভার ৷ কোনও ঘরোয়া টুর্নামেন্ট নয় ৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে মোট 107 ওভার খেলা হয়েছে ৷ যে ম্যাচে মোট 33 উইকেট পড়েছে এবং ভারত সেই টেস্ট জিতেছে মাত্র দেড়দিনে ৷ যা আইসিসি'র ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম টেস্ট ম্যাচ ৷ আর কেপটাউনের নিউল্যান্ডস মাঠের এই পিচ নিয়ে কেবলই 'অসন্তোষ' প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ আর শাস্তি স্বরূপ এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ৷ এতে কোনও ক্ষতি নিউল্যান্ডস কর্তৃপক্ষের হবে না ৷

দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচ মাত্র দেড়দিনে শেষ হয়েছে ৷ দ্বিতীয়দিন মধ্যাহ্নভোজের পর 1 ঘণ্টার মতো খেলা গড়িয়েছে ৷ তাতেই একটা টেস্ট ম্যাচে চার ইনিংসের খেলা হয়ে জয়ী দলও ঘোষণা হয়ে গিয়েছে ৷ সৌজন্য, কেপটাউনের নিউল্যান্ডস মাঠের পিচ ৷ যে পিচে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে 26 ওভারে মাত্র 55 রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ৷ মহম্মদ সিরাজ কেরিয়ারের সেরা টেস্ট বোলিং 15 রান দিয়ে 6 উইকেট নেন ৷ জবাবে, প্রথমদিনেই মাত্র 153 রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত ৷ তাও শেষ 6 উইকেট পড়েছিল স্কোরবোর্ডে কোনও রান যোগ না-করে ৷

দ্বিতীয় টেস্টের প্রথমদিনেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ৷ সেখানেই 3 উইকেট হারায় তারা ৷ আর দ্বিতীয়দিনে মাত্র 180 রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড ৷ 79 রান তাড়া করতে নেমে ভারতও 3 উইকেট হারায় ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের এই পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠে যায় ৷ যেখানে টেস্ট ক্রিকেট থেকে মানুষ দূরে সরে যাচ্ছে ৷ সেখানে এমন পিচ তৈরি করলে, ক্রিকেটের কুলিন ফরম্যাট নিয়ে যে বিরূপ বার্তা যাবে ক্রিকেট অনুরাগীদের কাছে, তা বলাই যায় ৷

আইসিসি যদিও নিউল্যান্ডসের পিচ নিয়ে শুধুই 'অসন্তোষ' প্রকাশ করেছে ৷ এক্ষেত্রে প্রশ্ন উঠছে উপমহাদেশীয় বা বিশেষ করে ভারতের কোনও মাঠে স্পিন সহায়ক পিচে দেড় দিনে টেস্ট শেষ হলে তা শুধুই 'অসন্তোষ' পর্যায়ে থাকত কি না ৷ যেমনটা হয়েছিল, নাগপুরের ক্ষেত্রে ৷

উল্লেখ্য, ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান-ডে সিরিজেও একই ঘটনা ঘটেছিল ৷ দিল্লির তৎকালীন ফিরোজ শাহ কোটলার পিচে অতিরিক্ত বাউন্স থাকায় শ্রীলঙ্কা দল তুলে নেয় ৷ ফল ফিরোজ শাহ কোটলায় কোনওরকম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে 2 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এক্ষেত্রে ফিরোজ শাহ কোটলার পিচকে 'নিম্নমানে'র ঘোষণা করে 12 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় ৷ আর 'সেনা' কান্ট্রির পিচে অসমতল বাউন্স ও সবচেয়ে অল্পসময়ের টেস্ট ম্যাচের ক্ষেত্রে আইসিসি 'অসন্তোষ' প্রকাশ করেই ক্ষান্ত থাকল ৷

আরও পড়ুন:

  1. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
  2. বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ
  3. ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শুরুতে নেই শামি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.