ETV Bharat / sports

Haris Rauf on Virat Kohli's Six: দ্বিতীয়বার ওই শট খেলতে পারবেন না বিরাট, টি-20 বিশ্বকাপের ছয় নিয়ে মত রউফের

মেলবোর্নের মাঠে টি-20 বিশ্বকাপে তাঁকে মারা শট বিরাট কোহলি দ্বিতীয়বার খেলতে পারবেন না (Haris Rauf Opens Up on Virat Kohli's T20 World Cup Six) ৷ এমনটাই মনে করেন পাকিস্তানের পেসার হারিস রউফ ৷

Haris Rauf on Virat Kohli's Six ETV BHARAT
Haris Rauf on Virat Kohli's Six
author img

By

Published : Jan 9, 2023, 12:32 PM IST

ইসলামাবাদ, 9 জানুয়ারি: অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ইনিংসে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত হেরে যাওয়া ম্যাচ জিতেছিল ভারত ৷ যেখানে 19তম ওভারে হারিস রউফকে মারা পরপর দু’টো ছয়ে ম্যাচের মোড় ঘুরে যায় ৷ বিশেষ করে চর্চায় আসে বিরাট সোজা ব্যাটে খেলা প্রথম শটটি ৷ সেই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের পেস-স্টার (Haris Rauf Opens Up on Virat Kohli's T20 World Cup Six) ৷ তাঁর মতে, বিরাট কোহলি ওই শট দ্বিতীয়বার খেলতে পারবেন না ৷ কার্যত বিষয়টিকে ‘ফ্লুক’ বলে দাবি করলেন রাউফ ৷

পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি শো-তে এক অনুরাগী তাঁকে বিরাটের সেই ছয় নিয়ে প্রশ্ন করেন ৷ যার জবাবে রউফ বলেন, ‘‘ওই বল যখন ছয় হয়ে যায়, তখন কষ্ট হয় ৷ আমি এনিয়ে কিছু বলিনি ৷ তবে, সেটা ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট দিয়েছে ৷ আমার মনে হয় সেদিন কিছু ভুল হয়ে গিয়েছিল ৷ যাঁরা ক্রিকেট সম্পর্কে জানেন, তাঁরা এটাও জানেন ও কোন মাপের খেলোয়াড় ৷ ও সেই শট এখন খেলতে পারবে ! আমার মনে হয় না ও এটা আবার করতে পারবে ৷ ওই ধরনের শট খুবই কম হয় ৷ আপনি ওইভাবে বারবার হিট করতে পারবেন না ৷ ওর টাইমিং একদম সঠিক ছিল এবং তাই সেটি ছয় হয়ে গিয়েছিল ৷’’

আরও পড়ুন: নিজের উপর চাপ তৈরি করেই মিলেছে সাফল্য, দাবি সূর্যকুমার যাদবের

তবে, অস্ট্রেলিয়ার মাটিতে এই টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি অসাধারণ ফর্ম দেখিয়েছিলেন ৷ যদিও, সেমিফাইনালে ভারতকে ইংল্যান্ডের কাছে কুৎসিত হারের মুখ দেখতে হয়েছিল ৷ একপেশে সেই ম্যাচ ইংল্যান্ড 10 উইকেটে জেতে ৷ এমনকি দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জেতে ভারত ৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাটের সেই ইনিংস ওই বিশ্বকাপে তাঁর সেরা ছিল ৷ 31 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পার্টনারশিপে ভারতকে ম্যাচ জেতান বিরাট ৷ 53 বলে 82 রানে অপরাজিত থাকেন তিনি ৷

ইসলামাবাদ, 9 জানুয়ারি: অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির ইনিংসে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে কার্যত হেরে যাওয়া ম্যাচ জিতেছিল ভারত ৷ যেখানে 19তম ওভারে হারিস রউফকে মারা পরপর দু’টো ছয়ে ম্যাচের মোড় ঘুরে যায় ৷ বিশেষ করে চর্চায় আসে বিরাট সোজা ব্যাটে খেলা প্রথম শটটি ৷ সেই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের পেস-স্টার (Haris Rauf Opens Up on Virat Kohli's T20 World Cup Six) ৷ তাঁর মতে, বিরাট কোহলি ওই শট দ্বিতীয়বার খেলতে পারবেন না ৷ কার্যত বিষয়টিকে ‘ফ্লুক’ বলে দাবি করলেন রাউফ ৷

পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি শো-তে এক অনুরাগী তাঁকে বিরাটের সেই ছয় নিয়ে প্রশ্ন করেন ৷ যার জবাবে রউফ বলেন, ‘‘ওই বল যখন ছয় হয়ে যায়, তখন কষ্ট হয় ৷ আমি এনিয়ে কিছু বলিনি ৷ তবে, সেটা ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট দিয়েছে ৷ আমার মনে হয় সেদিন কিছু ভুল হয়ে গিয়েছিল ৷ যাঁরা ক্রিকেট সম্পর্কে জানেন, তাঁরা এটাও জানেন ও কোন মাপের খেলোয়াড় ৷ ও সেই শট এখন খেলতে পারবে ! আমার মনে হয় না ও এটা আবার করতে পারবে ৷ ওই ধরনের শট খুবই কম হয় ৷ আপনি ওইভাবে বারবার হিট করতে পারবেন না ৷ ওর টাইমিং একদম সঠিক ছিল এবং তাই সেটি ছয় হয়ে গিয়েছিল ৷’’

আরও পড়ুন: নিজের উপর চাপ তৈরি করেই মিলেছে সাফল্য, দাবি সূর্যকুমার যাদবের

তবে, অস্ট্রেলিয়ার মাটিতে এই টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি অসাধারণ ফর্ম দেখিয়েছিলেন ৷ যদিও, সেমিফাইনালে ভারতকে ইংল্যান্ডের কাছে কুৎসিত হারের মুখ দেখতে হয়েছিল ৷ একপেশে সেই ম্যাচ ইংল্যান্ড 10 উইকেটে জেতে ৷ এমনকি দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জেতে ভারত ৷ তবে, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাটের সেই ইনিংস ওই বিশ্বকাপে তাঁর সেরা ছিল ৷ 31 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পার্টনারশিপে ভারতকে ম্যাচ জেতান বিরাট ৷ 53 বলে 82 রানে অপরাজিত থাকেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.