মুম্বই, 3 এপ্রিল : আরও এক নবাগত লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে শুরুটা স্মরণীয়ই হয়েছিল ৷ শনিবার দ্বিতীয় ম্যাচে সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আবির্ভাবে টানা দ্বিতীয় জয় তুলে নিল গুজরাত টাইটান্স ৷ হার্দিক পান্ডিয়ার দলের হয়ে ব্যাটে-বলে নায়ক শুভমন গিল এবং লকি ফার্গুসন ৷ এমসিএ স্টেডিয়ামে শনিবার ঋষভ পন্থের দল হারল 14 রানে (Gujrat Titans beat Delhi Capitals by 14 runs) ৷
টস জিতে দিল্লি এদিন রান তাড়া করার পথেই হাঁটে ৷ ম্যাথু ওয়েড (1) শুরুতে ফিরলেও আরেক ওপেনার শুভমন গিলের ঝোড়ো 84 রানের ইনিংস দলকে বড় রানের লক্ষ্যে চালিত করে ৷ নাইট থিঙ্ক-ট্যাঙ্ক পঞ্জাব ব্যাটারের প্রতি আগ্রহ হারালেও এদিন টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে যেন নাইটদের উপেক্ষার জবাব দিলেন গিল (Subhman Gill played his best IPL innings) ৷ তাঁর 46 বলের ইনিংসে ছিল 6টি চার এবং 4টি ছয় ৷ পঞ্জাব ব্যাটারের পাশাপাশি অধিনায়ক পান্ডিয়ার 27 বলে 31, মিলারের 15 বলে 20 রান, 6 উইকেট হারিয়ে নবাগতদের 171 রান তুলতে সাহায্য করে ৷ দিল্লির হয়ে অভিষেকে নজর কাড়েন মুস্তাফিজুর রহমান ৷ মাত্র 23 রানে 3 উইকেট নেন ফিজ ৷
জবাবে অধিনায়ক পৃথ্বী শ'য়ের 43, গত ম্যাচের নায়ক ললিত যাদবের 25 রান দিল্লিকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে পারেনি ৷ বলা যায় গুজরাত বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দিল্লিকে ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে দেয়নি ৷ যার মধ্যে উল্লেখযোগ্য নাইটদের প্রাক্তনী লকি ফার্গুসন ৷ 28 রানে এদিন 4 উইকেট নেন কিউয়ি পেসার (Lockie Ferguson takes four wickets) ৷ এর মধ্যে 15তম ওভারে পন্থ-অক্ষরকে ফিরিয়ে বিপক্ষের জয়ের পথে কাঁটা বিছিয়ে দেন তিনি ৷
আরও পড়ুন : বাটলার-চহাল-সাইনির দাপটে দ্বিতীয় ম্যাচেও হারল পল্টনরা
4 ওভারে 22 রানে এক উইকেট পান্ডিয়ার দখলে ৷ দুরন্ত শামি 18তম ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা রোভম্যান পাওয়েলকে আউট করে গুজরাতের জয় নিশ্চিত করেন ৷ ওই ওভারেই খলিল আহমেদকেও ফেরান বঙ্গ পেসার ৷ 9 উইকেট খুইয়ে 20 ওভারে 157 রানে থমকে যায় দিল্লির ইনিংস ৷ দু'ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তিনে হার্দিকরা ৷