ETV Bharat / sports

Indian team Schedule 2022 : বিশ্বকাপ, এশিয়া কাপ মিলিয়ে কেমন হতে চলেছে বিরাট-রোহিতদের 2022 সালের ক্রীড়াসূচি - বিশ্বকাপ, এশিয়া কাপ সব মিলিয়ে কেমন হতে চলেছে বিরাট রোহিতদের 2022 সালের ক্রীড়াসূচী

এশিয়া কাপ থেকে ইংল্যান্ড সফর, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ৷ কেমন হতে চলেছে বিরাট রোহিতদের 2022 সালের ক্রীড়াসূচি (Game schedule of India in 2022)?

Indian team Schedule 2022
বিশ্বকাপ, এশিয়া কাপ সব মিলিয়ে কেমন হতে চলেছে বিরাট রোহিতদের 2022 সালের ক্রীড়াসূচী
author img

By

Published : Jan 2, 2022, 10:58 AM IST

Updated : Jan 2, 2022, 11:28 AM IST

মুম্বই, 2 জানুয়ারি : এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে তাঁদের ঘরের মাঠে পর্যুদস্ত করে সিরিজ জিতে আসাই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের ৷ বিশেষত প্রথম টেস্টে 113 রানে প্রোটিয়াদের হারানোর পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে মেন ইন ব্লুর ৷ তবে 2022 সালে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আরও অনেকগুলি শক্ত প্রতিপক্ষের সঙ্গেই মোকাবিলা করতে হবে বিরাট, রোহিতদের ৷ দেখে নেওয়া যাক এই বছরে ভারতীয় দলের সম্পুর্ণ ক্রীড়াসূচি (Game schedule of India in 2022) ৷

দক্ষিণ আফ্রিকা সফর:

দ্বিতীয় টেস্ট - 3-7 জানুয়ারি, জোহানেসবার্গ

তৃতীয় টেস্ট - 11-15 জানুয়ারি, কেপ টাউন

প্রথম ওডিআই - 19 জানুয়ারি, পারল

দ্বিতীয় ওডিআই - 21 জানুয়ারি, পারল

তৃতীয় ওডিআই - 23 জানুয়ারি, কেপটাউন

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ :

প্রথম ওডিআই - 6 ফেব্রুয়ারি, আহমেদাবাদ

দ্বিতীয় ওডিআই - 9 ফেব্রুয়ারি, জয়পুর

তৃতীয় ওডিআই - 12 ফেব্রুয়ারি, কলকাতা

প্রথম টি-টোয়েন্টি - 15 ফেব্রুয়ারি, কটক

দ্বিতীয় টি-টোয়েন্টি - 18 ফেব্রুয়ারি, ভাইজ্যাক

তৃতীয় টি-টোয়েন্টি- 20 ফেব্রুয়ারি, তিরুবন্তপুরম

ভারত সফরে শ্রীলঙ্কা :

প্রথম টেস্ট - 25 ফেব্রুয়ারি-1 মার্চ, বেঙ্গালুরু

দ্বিতীয় টেস্ট - 5-9 মার্চ, মোহালি

প্রথম টি-টোয়েন্টি - 13 মার্চ, মোহালি

দ্বিতীয় টি-টোয়েন্টি - 15 মার্চ, ধর্মশালা

তৃতীয় টি-টোয়েন্টি- 18 মার্চ, লখনউ

আইপিএল শুরু হওয়ার এপ্রিল-মে মাসে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না ভারত ৷

ভারত সফরে দক্ষিণ আফ্রিকা :

প্রথম টি-টোয়েন্টি - 9 জুন, চেন্নাই

দ্বিতীয় টি-টোয়েন্টি - 12 জুন, বেঙ্গালুরু

তৃতীয় টি-টোয়েন্টি- 14 জুন, নাগপুর

চতুর্থ টি-টোয়েন্টি - 17 জুন, রাজকোট

পঞ্চম টি-টোয়েন্টি - 19 জুন, দিল্লি

ইংল্যান্ড সফর :

প্রথম টি-টোয়েন্টি - 7 জুলাই, সাউদাম্পটন

দ্বিতীয় টি-টোয়েন্টি - 9 জুলাই, বার্নিংহ্যাম

তৃতীয় টি-টোয়েন্টি- 10 জুলাই, নটিংহ্যাম

প্রথম ওডিআই - 12 জুলাই, লন্ডন

দ্বিতীয় ওডিআই - 14 জুলাই, লন্ডন

তৃতীয় ওডিআই - 17 জুলাই, লন্ডন

এছাড়া গতবার কোভিডের কারণে বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্টের পরিবর্তে এই সফরে 1-5 জুলাই একটি টেস্ট ম্যাচও খেলবে ভারতীয় দল ৷

আরও পড়ুন : সিরিজ জয়ের লক্ষ্যে বছরের প্রথমদিন ওয়ান্ডারার্সে গা-ঘামালেন কোহলিরা

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর , এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ সফর রয়েছে বিরাট বাহিনির ৷ তবে সেইসব সফরের সময়সূচি এখনও ঘোষণা হয়নি ৷

মুম্বই, 2 জানুয়ারি : এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে তাঁদের ঘরের মাঠে পর্যুদস্ত করে সিরিজ জিতে আসাই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের ৷ বিশেষত প্রথম টেস্টে 113 রানে প্রোটিয়াদের হারানোর পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে মেন ইন ব্লুর ৷ তবে 2022 সালে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আরও অনেকগুলি শক্ত প্রতিপক্ষের সঙ্গেই মোকাবিলা করতে হবে বিরাট, রোহিতদের ৷ দেখে নেওয়া যাক এই বছরে ভারতীয় দলের সম্পুর্ণ ক্রীড়াসূচি (Game schedule of India in 2022) ৷

দক্ষিণ আফ্রিকা সফর:

দ্বিতীয় টেস্ট - 3-7 জানুয়ারি, জোহানেসবার্গ

তৃতীয় টেস্ট - 11-15 জানুয়ারি, কেপ টাউন

প্রথম ওডিআই - 19 জানুয়ারি, পারল

দ্বিতীয় ওডিআই - 21 জানুয়ারি, পারল

তৃতীয় ওডিআই - 23 জানুয়ারি, কেপটাউন

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ :

প্রথম ওডিআই - 6 ফেব্রুয়ারি, আহমেদাবাদ

দ্বিতীয় ওডিআই - 9 ফেব্রুয়ারি, জয়পুর

তৃতীয় ওডিআই - 12 ফেব্রুয়ারি, কলকাতা

প্রথম টি-টোয়েন্টি - 15 ফেব্রুয়ারি, কটক

দ্বিতীয় টি-টোয়েন্টি - 18 ফেব্রুয়ারি, ভাইজ্যাক

তৃতীয় টি-টোয়েন্টি- 20 ফেব্রুয়ারি, তিরুবন্তপুরম

ভারত সফরে শ্রীলঙ্কা :

প্রথম টেস্ট - 25 ফেব্রুয়ারি-1 মার্চ, বেঙ্গালুরু

দ্বিতীয় টেস্ট - 5-9 মার্চ, মোহালি

প্রথম টি-টোয়েন্টি - 13 মার্চ, মোহালি

দ্বিতীয় টি-টোয়েন্টি - 15 মার্চ, ধর্মশালা

তৃতীয় টি-টোয়েন্টি- 18 মার্চ, লখনউ

আইপিএল শুরু হওয়ার এপ্রিল-মে মাসে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবে না ভারত ৷

ভারত সফরে দক্ষিণ আফ্রিকা :

প্রথম টি-টোয়েন্টি - 9 জুন, চেন্নাই

দ্বিতীয় টি-টোয়েন্টি - 12 জুন, বেঙ্গালুরু

তৃতীয় টি-টোয়েন্টি- 14 জুন, নাগপুর

চতুর্থ টি-টোয়েন্টি - 17 জুন, রাজকোট

পঞ্চম টি-টোয়েন্টি - 19 জুন, দিল্লি

ইংল্যান্ড সফর :

প্রথম টি-টোয়েন্টি - 7 জুলাই, সাউদাম্পটন

দ্বিতীয় টি-টোয়েন্টি - 9 জুলাই, বার্নিংহ্যাম

তৃতীয় টি-টোয়েন্টি- 10 জুলাই, নটিংহ্যাম

প্রথম ওডিআই - 12 জুলাই, লন্ডন

দ্বিতীয় ওডিআই - 14 জুলাই, লন্ডন

তৃতীয় ওডিআই - 17 জুলাই, লন্ডন

এছাড়া গতবার কোভিডের কারণে বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্টের পরিবর্তে এই সফরে 1-5 জুলাই একটি টেস্ট ম্যাচও খেলবে ভারতীয় দল ৷

আরও পড়ুন : সিরিজ জয়ের লক্ষ্যে বছরের প্রথমদিন ওয়ান্ডারার্সে গা-ঘামালেন কোহলিরা

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর , এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ সফর রয়েছে বিরাট বাহিনির ৷ তবে সেইসব সফরের সময়সূচি এখনও ঘোষণা হয়নি ৷

Last Updated : Jan 2, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.