ETV Bharat / sports

Heath Streak Passes Away: ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে মানলেন হার, প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 12:44 PM IST

Updated : Sep 3, 2023, 1:27 PM IST

Heath Streak Dies at 49: ভারতীয় সময় মধ্যরাতে শেষ নিঃশ্বাসত্যাগ করলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৷ তাঁর স্ত্রী এই খবর নিশ্চিত করেছেন ৷ 49 বছর বয়সেই থমকে গেল জীবন ।

Heath Streak Passes Away ETV BHAREAT
Heath Streak Passes Away

হারারে, 3 সেপ্টেম্বর: প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৷ 49 বছর বয়সে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন এই অলরাউন্ডার ৷ এ দিন তাঁর স্ত্রী নাদিন স্ট্রিক সোশাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের খবর জানান ৷ তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী, মৃত্যুর আগে পর্যন্ত পরিবারের সঙ্গেই জীবনের শেষ মুহূর্তগুলি কাটিয়েছেন হিথ স্ট্রিক ৷

1974 সালের 16 মার্চ জিম্বাবোয়েকর বুলাওয়ায়োতে জন্ম হয় হিথ লিন্টন স্ট্রিকের ৷ তবে, ক্রিকেট মাঠে তিনি পরিচিত ছিলেন স্ট্রেক নামে ৷ এ দিন হিথ স্ট্রিকের স্ত্রী নাদিন ফেসবুকে একটি পোস্টে প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘আজ, 3 সেপ্টেম্বর ভোরবেলা আমার জীবনের ভালোবাসা এবং আমার সুন্দর সন্তানদের পিতাকে তাঁর বাড়ি থেকে পরীরা এসে নিয়ে গিয়েছেন ৷ যেখানে তিনি জীবনের শেষ মুহূর্তগুলি নিজের পরিবার এবং সবচেয়ে কাছের ভালোবাসার মানুষগুলির সঙ্গে কাটাতে চেয়েছিলেন ৷ তাঁকে আমরা ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিলাম ৷ আমাদের আত্মা তোমার সঙ্গে জুড়ে থাকবে স্ট্রিকি ৷ যতদিন না আমি আবার তোমাকে ধরতে পারছি ৷’’

জিম্বাবোয়ে ক্রিকেটের হাতেগোনা মহান ক্রিকেটারদের মধ্যে অন্যমত ছিলেন স্ট্রেক ৷ তাঁর আউট স্যুইংয়ে বিশ্বের তাবড় ব্যাটাররা ধরাশায়ী হয়েছেন ৷ 2000 সালে লর্ডস টেস্টে ব্রিটিশদের বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছিলেন ৷ সেই ম্যাচেই তিনি জিম্বাবোয়েন ক্রিকেটের হয়ে ইতিহাস তৈরি করেন ৷ প্রথম জিম্বাবোয়েন ক্রিকেটার হিসেবে টেস্টে 100 উইকেট নেন হিথ স্ট্রিক ৷ টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও 11টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ সর্বোচ্চ 127 রানের অপরাজিত ইনিংস ৷ টেস্ট ক্রিকেটে 216 উইকেটের মালিক তিনি ৷ সেরা 73 রান দিয়ে 6 উইকেট ৷ সাতবার ইনিংসে 5 উইকেট নিয়েছেন হিথ স্ট্রিক ৷

আরও পড়ুন: জীবিত আছেন হিথ স্ট্রিক, দ্বিতীয় পোস্টে ভুল শোধরালেন হেনরি ওলোংগা

ওয়ান ডে কেরিয়ারেও দারুণ সফল হয়েছিলেন ৷ 189টি ওডিআই খেলে 2 হাজার 943 রান করেন তিনি ৷ 79 অপরাজিত তাঁর কেরিয়ারের সেরা ওডিআই ইনিংস ৷ বল হাতে 239 উইকেট নিয়েছেন ৷ সেরা পারফর্ম্যান্স 32 রান দিয়ে 5 উইকেট ৷ 23টি টি-20 আন্তর্জাতিকে সর্বোচ্চ 59 রানের ইনিংস-সহ মোট 333 রান করেন ৷ টি-20 ক্রিকেটেও 24 উইকেট নিয়েছেন হিথ স্ট্রিক ৷

হারারে, 3 সেপ্টেম্বর: প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক ৷ 49 বছর বয়সে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন এই অলরাউন্ডার ৷ এ দিন তাঁর স্ত্রী নাদিন স্ট্রিক সোশাল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণের খবর জানান ৷ তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী, মৃত্যুর আগে পর্যন্ত পরিবারের সঙ্গেই জীবনের শেষ মুহূর্তগুলি কাটিয়েছেন হিথ স্ট্রিক ৷

1974 সালের 16 মার্চ জিম্বাবোয়েকর বুলাওয়ায়োতে জন্ম হয় হিথ লিন্টন স্ট্রিকের ৷ তবে, ক্রিকেট মাঠে তিনি পরিচিত ছিলেন স্ট্রেক নামে ৷ এ দিন হিথ স্ট্রিকের স্ত্রী নাদিন ফেসবুকে একটি পোস্টে প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘আজ, 3 সেপ্টেম্বর ভোরবেলা আমার জীবনের ভালোবাসা এবং আমার সুন্দর সন্তানদের পিতাকে তাঁর বাড়ি থেকে পরীরা এসে নিয়ে গিয়েছেন ৷ যেখানে তিনি জীবনের শেষ মুহূর্তগুলি নিজের পরিবার এবং সবচেয়ে কাছের ভালোবাসার মানুষগুলির সঙ্গে কাটাতে চেয়েছিলেন ৷ তাঁকে আমরা ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছিলাম ৷ আমাদের আত্মা তোমার সঙ্গে জুড়ে থাকবে স্ট্রিকি ৷ যতদিন না আমি আবার তোমাকে ধরতে পারছি ৷’’

জিম্বাবোয়ে ক্রিকেটের হাতেগোনা মহান ক্রিকেটারদের মধ্যে অন্যমত ছিলেন স্ট্রেক ৷ তাঁর আউট স্যুইংয়ে বিশ্বের তাবড় ব্যাটাররা ধরাশায়ী হয়েছেন ৷ 2000 সালে লর্ডস টেস্টে ব্রিটিশদের বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছিলেন ৷ সেই ম্যাচেই তিনি জিম্বাবোয়েন ক্রিকেটের হয়ে ইতিহাস তৈরি করেন ৷ প্রথম জিম্বাবোয়েন ক্রিকেটার হিসেবে টেস্টে 100 উইকেট নেন হিথ স্ট্রিক ৷ টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও 11টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ সর্বোচ্চ 127 রানের অপরাজিত ইনিংস ৷ টেস্ট ক্রিকেটে 216 উইকেটের মালিক তিনি ৷ সেরা 73 রান দিয়ে 6 উইকেট ৷ সাতবার ইনিংসে 5 উইকেট নিয়েছেন হিথ স্ট্রিক ৷

আরও পড়ুন: জীবিত আছেন হিথ স্ট্রিক, দ্বিতীয় পোস্টে ভুল শোধরালেন হেনরি ওলোংগা

ওয়ান ডে কেরিয়ারেও দারুণ সফল হয়েছিলেন ৷ 189টি ওডিআই খেলে 2 হাজার 943 রান করেন তিনি ৷ 79 অপরাজিত তাঁর কেরিয়ারের সেরা ওডিআই ইনিংস ৷ বল হাতে 239 উইকেট নিয়েছেন ৷ সেরা পারফর্ম্যান্স 32 রান দিয়ে 5 উইকেট ৷ 23টি টি-20 আন্তর্জাতিকে সর্বোচ্চ 59 রানের ইনিংস-সহ মোট 333 রান করেন ৷ টি-20 ক্রিকেটেও 24 উইকেট নিয়েছেন হিথ স্ট্রিক ৷

Last Updated : Sep 3, 2023, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.