ETV Bharat / sports

বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি, মাথায় চোট পেয়ে টুইট ডুপ্লেসির - ডুপ্লেসির মাথায় চোট

পিএসএলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দলের সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে ডুপ্লেসির ধাক্কা লাগে । তখনই মাথায় চোট পান তিনি ৷

Faf du Plessis
Faf du Plessis
author img

By

Published : Jun 14, 2021, 6:06 PM IST

Updated : Jun 14, 2021, 7:27 PM IST

আবু ধাবি, 14 জুন : পাকিস্তান সুপার লিগের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ৷ সেই চোট যে কতটা গুরুতর ছিল তা বোঝা গেল একটি টুইটে ৷ মাথায় চোটের কারণে আংশিক স্মৃতি হারিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৷ নিজেই টুইট করে একথা জানিয়েছেন ৷ লিখেছেন, "কনকাশনের সঙ্গে বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি ৷"

শনিবার দিনটা ক্রীড়াজগতের কাছে একটা ভয়ঙ্কর দিন ৷ ইউরোর ম্যাচ চলাকালীন মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ পরে ডাক্তাররা জানান, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন এরিকসন ৷ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ একইদিনে পাকিস্তান সুপার লিগের ম্যাচেও ঘটে অঘটন ৷ মাথায় বল লেগে চোট পান ক্য়ারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৷ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি ৷

সেই পিএসএলের মঞ্চে ঘটে আরও একটি দুর্ঘটনা ৷ পেশোয়ার জালমির বিরুদ্ধে একটি একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দলের সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লাগে ফাফ ডুপ্লেসির । মাথায় চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন ফাফ ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ৷ পরে তাঁকে আবুধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চোট এতটাই গুরুতর যে আংশিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ৷

  • Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love. ❤️

    — Faf Du Plessis (@faf1307) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পাকিস্তান লিগে ঘাড়ে চোট ডুপ্লেসির, ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর

সেকথা আজ নিজেই টুইট করে জানিয়েছেন তিনি ৷ লিখেছেন, "আমার সুস্থতার প্রার্থনা করায় সকলকে ধন্যবাদ ৷ হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছি ৷ কনকাশন হয়েছে এবং তারই সঙ্গে বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি ৷ তবে আমি ঠিক আছি ৷ আশা করছি খুব শীঘ্রই মাঠে ফিরব ৷ সকলকে ভালোবাসা ৷" টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ৷ 36 বছরের প্রোটিয়া ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছেন তাঁর অনুরাগীরা ৷

আবু ধাবি, 14 জুন : পাকিস্তান সুপার লিগের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন ৷ সেই চোট যে কতটা গুরুতর ছিল তা বোঝা গেল একটি টুইটে ৷ মাথায় চোটের কারণে আংশিক স্মৃতি হারিয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৷ নিজেই টুইট করে একথা জানিয়েছেন ৷ লিখেছেন, "কনকাশনের সঙ্গে বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি ৷"

শনিবার দিনটা ক্রীড়াজগতের কাছে একটা ভয়ঙ্কর দিন ৷ ইউরোর ম্যাচ চলাকালীন মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ পরে ডাক্তাররা জানান, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন এরিকসন ৷ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ একইদিনে পাকিস্তান সুপার লিগের ম্যাচেও ঘটে অঘটন ৷ মাথায় বল লেগে চোট পান ক্য়ারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৷ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি ৷

সেই পিএসএলের মঞ্চে ঘটে আরও একটি দুর্ঘটনা ৷ পেশোয়ার জালমির বিরুদ্ধে একটি একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দলের সতীর্থ মহম্মদ হাসনাইনের সঙ্গে ধাক্কা লাগে ফাফ ডুপ্লেসির । মাথায় চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন ফাফ ৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন ৷ পরে তাঁকে আবুধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চোট এতটাই গুরুতর যে আংশিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ৷

  • Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love. ❤️

    — Faf Du Plessis (@faf1307) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পাকিস্তান লিগে ঘাড়ে চোট ডুপ্লেসির, ইনস্টাগ্রামে শঙ্কা প্রকাশ স্ত্রীর

সেকথা আজ নিজেই টুইট করে জানিয়েছেন তিনি ৷ লিখেছেন, "আমার সুস্থতার প্রার্থনা করায় সকলকে ধন্যবাদ ৷ হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছি ৷ কনকাশন হয়েছে এবং তারই সঙ্গে বেশ কিছু স্মৃতি হারিয়ে ফেলেছি ৷ তবে আমি ঠিক আছি ৷ আশা করছি খুব শীঘ্রই মাঠে ফিরব ৷ সকলকে ভালোবাসা ৷" টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ৷ 36 বছরের প্রোটিয়া ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছেন তাঁর অনুরাগীরা ৷

Last Updated : Jun 14, 2021, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.