ETV Bharat / sports

Ashes: অ্যাসেজের ভাগ্য ইংল্যান্ডের হাতে, জানাল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক

অজিভূমে কঠোর নিভৃতবাসের কারণে সম্প্রতি অ্যাসেজ খেলতে অস্ট্রেলিয়া যেতে বেঁকে বসেছেন ইংরেজ অধিনায়ক জো রুট সহ অন্যান্যরা ৷ কিন্তু অ্যাসেজ অনুষ্ঠিত না হলে প্রায় 200 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ধাক্কা খাবে অজি ক্রিকেট বোর্ড ৷

Ashes
অ্যাশেজের ভাগ্য ইংল্যান্ডের হাতে, জানাল অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রক
author img

By

Published : Oct 5, 2021, 1:16 PM IST

সিডনি, 5 অক্টোবর: অ্যাসেজ মঞ্চস্থ করতে ইংল্যান্ড ক্রিকেটারদের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া অত্যন্ত নমনীয় মনোভাব দেখাচ্ছে ৷ এরপর ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলতে আসবে কীনা সে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে সফরকারী দলের উপর ৷ এমনটাই মত অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্টের ৷ অর্থাৎ, অ্যাসেজ বাস্তবায়িত হওয়ার প্রশ্নে বল ইংল্যান্ডের কোর্টেই ঠেলে দিল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷

সোমবার অজিভূমে অ্যাসেজ খেলতে যাওয়ার বিষয়ে একটি টুইট করে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তারা জানায়, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত ব্যবস্থাপনায় আমরা অ্যাসেজ খেলতে যাব কিনা, তা নিয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷ অনিশ্চয়তার বাতাবরণের মধ্যে এরপর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷ লক্ষ্য যে কোনও উপায়ে অ্যাসেজ মঞ্চস্থ করা ৷

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ‘‘গোটা বিষয়টা আসলে সফরকারী দলের হাতে ৷ তবুও আমরা যতদূর সম্ভব নমনীয় এবং প্র্যাকটিকাল হওয়ার চেষ্টা করছি ৷ একদিকে আমাদের অস্ট্রেলিয়ার কথা ভাবতে হবে অন্যদিকে সফরকারী দলের প্রতিও নরম হতে হবে ৷’’

আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে, জানালেন ঝুলন

উল্লেখ্য, অজিভূমে কঠোর নিভৃতবাসের কারণে সম্প্রতি অ্যাসেজ খেলতে অস্ট্রেলিয়া যেতে বেঁকে বসেছেন ইংরেজ অধিনায়ক জো রুট-সহ অন্যান্যরা ৷ কিন্তু অ্যাসেজ অনুষ্ঠিত না হলে প্রায় 200 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ধাক্কা খাবে অজি ক্রিকেট বোর্ড ৷ তাই যে কোনও উপায়ে অ্যাসেজ আয়োজনে মরিয়া তারা ৷ অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে, "ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে গত ছ'মাস ধরে আমাদের সদর্থক আলোচনা চলছে ৷ দু'দলের ক্রিকেটাররা যাতে সেরাটা তুলে ধরতে পারে তাই অনুকূল পরিস্থিতি প্রদান করতে আমরা বদ্ধপরিকর ৷’’

সিডনি, 5 অক্টোবর: অ্যাসেজ মঞ্চস্থ করতে ইংল্যান্ড ক্রিকেটারদের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া অত্যন্ত নমনীয় মনোভাব দেখাচ্ছে ৷ এরপর ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলতে আসবে কীনা সে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে সফরকারী দলের উপর ৷ এমনটাই মত অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্টের ৷ অর্থাৎ, অ্যাসেজ বাস্তবায়িত হওয়ার প্রশ্নে বল ইংল্যান্ডের কোর্টেই ঠেলে দিল অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷

সোমবার অজিভূমে অ্যাসেজ খেলতে যাওয়ার বিষয়ে একটি টুইট করে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তারা জানায়, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত ব্যবস্থাপনায় আমরা অ্যাসেজ খেলতে যাব কিনা, তা নিয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে ৷ অনিশ্চয়তার বাতাবরণের মধ্যে এরপর ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক ৷ লক্ষ্য যে কোনও উপায়ে অ্যাসেজ মঞ্চস্থ করা ৷

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, ‘‘গোটা বিষয়টা আসলে সফরকারী দলের হাতে ৷ তবুও আমরা যতদূর সম্ভব নমনীয় এবং প্র্যাকটিকাল হওয়ার চেষ্টা করছি ৷ একদিকে আমাদের অস্ট্রেলিয়ার কথা ভাবতে হবে অন্যদিকে সফরকারী দলের প্রতিও নরম হতে হবে ৷’’

আরও পড়ুন: পিঙ্ক বল টেস্টের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে, জানালেন ঝুলন

উল্লেখ্য, অজিভূমে কঠোর নিভৃতবাসের কারণে সম্প্রতি অ্যাসেজ খেলতে অস্ট্রেলিয়া যেতে বেঁকে বসেছেন ইংরেজ অধিনায়ক জো রুট-সহ অন্যান্যরা ৷ কিন্তু অ্যাসেজ অনুষ্ঠিত না হলে প্রায় 200 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের ধাক্কা খাবে অজি ক্রিকেট বোর্ড ৷ তাই যে কোনও উপায়ে অ্যাসেজ আয়োজনে মরিয়া তারা ৷ অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে, "ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে গত ছ'মাস ধরে আমাদের সদর্থক আলোচনা চলছে ৷ দু'দলের ক্রিকেটাররা যাতে সেরাটা তুলে ধরতে পারে তাই অনুকূল পরিস্থিতি প্রদান করতে আমরা বদ্ধপরিকর ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.