ETV Bharat / sports

আম্পায়রস কল বিভ্রান্তিকর, মত বিরাটের

বল উইকেটে স্পর্শ করলেই তা আউট হিসেবে বিবেচিত হওয়া উচিত ৷ লেগ বিফোর উইকেটে আম্পায়ারস কল নিয়ে এমনটাই মত পোষণ করলেন বিরাট কোহলি ৷ সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ৷

virat-kohli-gives-his-verdict-on-umpires-call as confusing
‘‘আম্পায়রস কল বিভ্রান্তিকর’’! মত বিরাট কোহলির
author img

By

Published : Mar 23, 2021, 7:00 PM IST

পুণে, 23 মার্চ : আম্পায়ারস কল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর মতে, ‘আম্পায়ারস কল’ শব্দটা অনেক বিভ্রান্তি তৈরি করে ৷ বল যখন উইকেটে হিট করছে তখন ব্যাটসম্যান আউট হবে (লেগ বিফোর আউটের ক্ষেত্রে) ৷ এখানে বলের কত শতাংশ উইকেটে স্পর্শ করছে বা করছে না, তার কোনও হিসাব থাকা উচিত নয় ৷ কারণ, ব্যাটসম্যান বোল্ড হওয়ার সময় বল কতটা উইকেটকে স্পর্শ করল তা দেখা হয় না ৷ তাই লেগ বিফোর উইকেটের ক্ষেত্রেও, নিয়মটা সহজ-সরল হওয়া উচিত বলে মনে করেন বিরাট কোহলি ৷

আজ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে ম্যাচ খেলতে নামছে ভারত ৷ তার আগে সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তাঁকে আম্পায়ারস কল নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন ভারত অধিনায়ক ৷ যেখানে বিষয়টি নিয়ে দীর্ঘ ব্যাখ্যাও দিয়েছেন কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমি এমন সময়ে ক্রিকেট খেলেছি, যেখানে ডিআরএস বলে কিছু ছিল না ৷ সেখানে আম্পায়ার নিজেই সিদ্ধান্ত নিত, সেটা ব্যাটসম্যানের ভাল লাগুক কি না লাগুক ৷ বিষয়টা এমনই ছিল ৷ উল্টো দিকে যদি আম্পায়ার ব্যাটসম্যানকে নট আউট ঘোষণা করতেন এবং পরে দেখা যেত সেটা আউট ছিল ৷ কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হত ৷’’

আরও পড়ুন : আন্তর্জাতিক সূচি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা জরুরি, মত বিরাটের

প্রসঙ্গত, বলের কত শতাংশ উইকেটে লাগলে ব্যাটসম্যানকে আউট হবেন বা নট আউট থাকবেন, সেই নিয়ে আম্পায়ারস কল অনেক বিভ্রান্তি তৈরি করে বলে মনে করেন বিরাট ৷ পাশাপাশি আম্পায়ারের ‘সফট সিগন্যাল’ প্রসঙ্গেও সোমবার ভার্চয়াল সাংবাদিক বৈঠকে সরব হন বিরাট ৷ তাঁর মতে, আম্পায়ারের সফট সিগন্যাল বিষয়টিও একই ক্যাটাগরিতে পড়ে ৷ খেলার স্পিরিট কী বলছে সেটা নিয়ে প্রশ্ন তোলা দরকার ৷ আর সেখানে কী নিয়মাবলী রয়েছে সেটাও জানা দরকার ৷ কারণ এমন ধরণের ঘটনা যদি ভারতের সঙ্গে বাইরে হয়, তখন লোকজন অন্য ধরণের কথা বলবে (প্রসঙ্গত, চতুর্থ টি-20 ম্যাচে আম্পায়ারের সফট সিগন্যালের কারণেই আউট হন সূর্যকমার যাদব এবং কে এল রাহুল ৷ যে সিদ্ধান্ত নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে ) ৷ তাই বিরাট কোহলি মনে করেন, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন ৷ কারণ বড় বড় টুর্নামেন্টে এই জিনিসগুলো অনেক বড় ভূমিকা পালন করে ৷

পুণে, 23 মার্চ : আম্পায়ারস কল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর মতে, ‘আম্পায়ারস কল’ শব্দটা অনেক বিভ্রান্তি তৈরি করে ৷ বল যখন উইকেটে হিট করছে তখন ব্যাটসম্যান আউট হবে (লেগ বিফোর আউটের ক্ষেত্রে) ৷ এখানে বলের কত শতাংশ উইকেটে স্পর্শ করছে বা করছে না, তার কোনও হিসাব থাকা উচিত নয় ৷ কারণ, ব্যাটসম্যান বোল্ড হওয়ার সময় বল কতটা উইকেটকে স্পর্শ করল তা দেখা হয় না ৷ তাই লেগ বিফোর উইকেটের ক্ষেত্রেও, নিয়মটা সহজ-সরল হওয়া উচিত বলে মনে করেন বিরাট কোহলি ৷

আজ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে ম্যাচ খেলতে নামছে ভারত ৷ তার আগে সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তাঁকে আম্পায়ারস কল নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন ভারত অধিনায়ক ৷ যেখানে বিষয়টি নিয়ে দীর্ঘ ব্যাখ্যাও দিয়েছেন কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমি এমন সময়ে ক্রিকেট খেলেছি, যেখানে ডিআরএস বলে কিছু ছিল না ৷ সেখানে আম্পায়ার নিজেই সিদ্ধান্ত নিত, সেটা ব্যাটসম্যানের ভাল লাগুক কি না লাগুক ৷ বিষয়টা এমনই ছিল ৷ উল্টো দিকে যদি আম্পায়ার ব্যাটসম্যানকে নট আউট ঘোষণা করতেন এবং পরে দেখা যেত সেটা আউট ছিল ৷ কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হত ৷’’

আরও পড়ুন : আন্তর্জাতিক সূচি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা জরুরি, মত বিরাটের

প্রসঙ্গত, বলের কত শতাংশ উইকেটে লাগলে ব্যাটসম্যানকে আউট হবেন বা নট আউট থাকবেন, সেই নিয়ে আম্পায়ারস কল অনেক বিভ্রান্তি তৈরি করে বলে মনে করেন বিরাট ৷ পাশাপাশি আম্পায়ারের ‘সফট সিগন্যাল’ প্রসঙ্গেও সোমবার ভার্চয়াল সাংবাদিক বৈঠকে সরব হন বিরাট ৷ তাঁর মতে, আম্পায়ারের সফট সিগন্যাল বিষয়টিও একই ক্যাটাগরিতে পড়ে ৷ খেলার স্পিরিট কী বলছে সেটা নিয়ে প্রশ্ন তোলা দরকার ৷ আর সেখানে কী নিয়মাবলী রয়েছে সেটাও জানা দরকার ৷ কারণ এমন ধরণের ঘটনা যদি ভারতের সঙ্গে বাইরে হয়, তখন লোকজন অন্য ধরণের কথা বলবে (প্রসঙ্গত, চতুর্থ টি-20 ম্যাচে আম্পায়ারের সফট সিগন্যালের কারণেই আউট হন সূর্যকমার যাদব এবং কে এল রাহুল ৷ যে সিদ্ধান্ত নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে ) ৷ তাই বিরাট কোহলি মনে করেন, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন ৷ কারণ বড় বড় টুর্নামেন্টে এই জিনিসগুলো অনেক বড় ভূমিকা পালন করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.