ETV Bharat / sports

শূন্য থেকে সিরিজ় সেরা, কোহলির বিরাট-গাথা - বিরাট কোহলি

প্রথম টি 20 তে হার । সঙ্গে বিরাটের শূন্য আউটের হতাশা । কবে ফর্মে ফিরবেন কিং কোহলি ? কবে পুরানো ছন্দে দেখা যাবে তাঁকে? একাধিক প্রশ্ন ছিল সমর্থকদের মধ্যে । ফর্মে ফিরলেন । একেবারে সিরিজ় জিতিয়েই ফিরলেন ।

kohli
kohli
author img

By

Published : Mar 21, 2021, 4:48 PM IST

আমেদাবাদ, 21 মার্চ : লাল বলে ফর্মে ছিলেন না । আশা ছিল ফর্মে ফিরবেন সাদা বলে । প্রথম টি 20 তে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামল ভারত । প্রথম ম্যাচে ফিরলেন খাতা না খুলেই । তাহলে কি আর চেনা ছন্দে দেখা যাবে না বিরাটকে । এই প্রশ্নের জবাব এল পঞ্চম ম্যাচের পর । জয়ের ট্রফি তুলে নিয়েছেন নিজের হাতে । সঙ্গে তাঁর হাতে সিরিজ়ের সেরা খেলোয়ারের খেতাব । আবারও কোহলি প্রমাণ করলেন কেন ঘুরে দাঁড়াতে বিরাট পারে । কেন ফর্মে না থাকলেও 130 কোটি মানুষ তাঁর ব্যাটিংয়ের আশায় বুক বাঁধে ।

প্রথম টি 20 তে হার । সঙ্গে বিরাটের শূন্য আউটের হতাশা । কবে ফর্মে ফিরবেন কিং কোহলি ? কবে পুরানো ছন্দে দেখা যাবে তাঁকে? একাধিক প্রশ্ন সমর্থকদের মধ্যে । তবুও আশা রয়েছে যে ফর্মে ফিরবেন কোহলি । ফিরলেন । প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় ম্যাচে দলের সামনে জয়ের জন্য প্রয়োজন 165 রান । রাহুল ফিরেছেন শূন্য রানে । ক্রিজ়ে এসে কভার ড্রাইভে শুরু করলেন ইনিংস । অভিষেক করা ইশান কিষানকে নিয়ে দুরন্ত পার্টনারশিপ । মাঠ ছাড়লেন একেবারে দলকে জিতিয়ে । 49 বলে 73 রান করে অপরাজিত থাকলেন । সেই চেনা বিরাটকে দেখল ভারত । তৃতীয় ম্যাচে প্রথম ব্যাটিং ভারতের । রাহুল ও রোহিত ফিরেছেন খুব জলদি । পছন্দের তিন নম্বর ছেড়ে চারে নেমেছেন কোহলি । তিন নম্বর ছেড়ে দিয়েছিলেন গত ম্যাচে ভালো খেলা ইশানকে । যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় ম্যাচ, যেন সেখান থেকেই শুরু করলেন তৃতীয় ম্যাচ । আবারও অপরাজিত থাকলেন । 46 বলে 77 রানের ঝকঝকে ইনিংস সাজানো, 8 টি চার এবং 4 টি চার দিয়ে । কিন্তু সেই ম্যাচে জয় এল না ভারতের । চতুর্থ ম্যাচে এল জয় । কিন্তু রান এল না বিরাটের ব্যাটে । শেষ দুই ম্যাচ অপরাজিত অধিনায়ক ফিরলেন মাত্র 1 রানে ।

আরও পড়ুন : বিরাট-রোহিত-ভুবি-শার্দূল, থ্রি লায়ন্স বধের কারণ যাঁরা

দুই দুইয়ের সমতায় ভারত । শেষ ম্যাচে জিতলেই সিরিজ় পকেটে । দলে সমস্যা বলতে শুধুই ওপেনিং জুটির । বারবার ব্যর্থ হওয়ার পরও রাহুলকেই খেলিয়েছেন অধিনায়ক । এবার দলে একটু পরিবর্তন । সবাইকে চমকে দিয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে নামলেন কিং কোহলি । এর আগে নীল জার্সিতে মাত্র 7 বার টি 20 তে ওপেন করেছেন কোহলি । কতটা সফল হবেন তিনি । এই চিন্তাই ছিল সমর্থকদের মধ্যে । চিন্তা কাটিয়ে, 52 বলে 80 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন অধিনায়ক । দলের রান 224, যা ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ । সিরিজ় এল ভারতের পকেটে । অধিনায়কের ঝুলিতে সিরিজ় সেরার খেতাব । 5 ম্যাচে 231 রান । গড় 115.50 । স্ট্রাইকরেট 147.13 । ফর্মে ফেরার যে চিন্তাটা ছিল সমর্থকদের মধ্যে তা কাটল । ফর্মে ফিরলেন । একেবারে সিরিজ় জিতিয়েই ফিরলেন ।

আমেদাবাদ, 21 মার্চ : লাল বলে ফর্মে ছিলেন না । আশা ছিল ফর্মে ফিরবেন সাদা বলে । প্রথম টি 20 তে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামল ভারত । প্রথম ম্যাচে ফিরলেন খাতা না খুলেই । তাহলে কি আর চেনা ছন্দে দেখা যাবে না বিরাটকে । এই প্রশ্নের জবাব এল পঞ্চম ম্যাচের পর । জয়ের ট্রফি তুলে নিয়েছেন নিজের হাতে । সঙ্গে তাঁর হাতে সিরিজ়ের সেরা খেলোয়ারের খেতাব । আবারও কোহলি প্রমাণ করলেন কেন ঘুরে দাঁড়াতে বিরাট পারে । কেন ফর্মে না থাকলেও 130 কোটি মানুষ তাঁর ব্যাটিংয়ের আশায় বুক বাঁধে ।

প্রথম টি 20 তে হার । সঙ্গে বিরাটের শূন্য আউটের হতাশা । কবে ফর্মে ফিরবেন কিং কোহলি ? কবে পুরানো ছন্দে দেখা যাবে তাঁকে? একাধিক প্রশ্ন সমর্থকদের মধ্যে । তবুও আশা রয়েছে যে ফর্মে ফিরবেন কোহলি । ফিরলেন । প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় ম্যাচে দলের সামনে জয়ের জন্য প্রয়োজন 165 রান । রাহুল ফিরেছেন শূন্য রানে । ক্রিজ়ে এসে কভার ড্রাইভে শুরু করলেন ইনিংস । অভিষেক করা ইশান কিষানকে নিয়ে দুরন্ত পার্টনারশিপ । মাঠ ছাড়লেন একেবারে দলকে জিতিয়ে । 49 বলে 73 রান করে অপরাজিত থাকলেন । সেই চেনা বিরাটকে দেখল ভারত । তৃতীয় ম্যাচে প্রথম ব্যাটিং ভারতের । রাহুল ও রোহিত ফিরেছেন খুব জলদি । পছন্দের তিন নম্বর ছেড়ে চারে নেমেছেন কোহলি । তিন নম্বর ছেড়ে দিয়েছিলেন গত ম্যাচে ভালো খেলা ইশানকে । যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় ম্যাচ, যেন সেখান থেকেই শুরু করলেন তৃতীয় ম্যাচ । আবারও অপরাজিত থাকলেন । 46 বলে 77 রানের ঝকঝকে ইনিংস সাজানো, 8 টি চার এবং 4 টি চার দিয়ে । কিন্তু সেই ম্যাচে জয় এল না ভারতের । চতুর্থ ম্যাচে এল জয় । কিন্তু রান এল না বিরাটের ব্যাটে । শেষ দুই ম্যাচ অপরাজিত অধিনায়ক ফিরলেন মাত্র 1 রানে ।

আরও পড়ুন : বিরাট-রোহিত-ভুবি-শার্দূল, থ্রি লায়ন্স বধের কারণ যাঁরা

দুই দুইয়ের সমতায় ভারত । শেষ ম্যাচে জিতলেই সিরিজ় পকেটে । দলে সমস্যা বলতে শুধুই ওপেনিং জুটির । বারবার ব্যর্থ হওয়ার পরও রাহুলকেই খেলিয়েছেন অধিনায়ক । এবার দলে একটু পরিবর্তন । সবাইকে চমকে দিয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে নামলেন কিং কোহলি । এর আগে নীল জার্সিতে মাত্র 7 বার টি 20 তে ওপেন করেছেন কোহলি । কতটা সফল হবেন তিনি । এই চিন্তাই ছিল সমর্থকদের মধ্যে । চিন্তা কাটিয়ে, 52 বলে 80 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন অধিনায়ক । দলের রান 224, যা ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ । সিরিজ় এল ভারতের পকেটে । অধিনায়কের ঝুলিতে সিরিজ় সেরার খেতাব । 5 ম্যাচে 231 রান । গড় 115.50 । স্ট্রাইকরেট 147.13 । ফর্মে ফেরার যে চিন্তাটা ছিল সমর্থকদের মধ্যে তা কাটল । ফর্মে ফিরলেন । একেবারে সিরিজ় জিতিয়েই ফিরলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.