চেন্নাই, 15 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে শতরান রবিচন্দ্রন অশ্বিনের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে 134 বলে সেঞ্চুরি করলেন তিনি ৷ ইনিংসে 14 টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি মারেন অশ্বিন ৷ এটি টেস্ট ম্যাচে অশ্বিনের 5 নম্বর সেঞ্চুরি ৷ 148 বলে 106 রান করে আউট হন অশ্বিন ৷ ওলি স্টোনের বলে বোল্ড হন ৷ 286 রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৷ ইংল্যান্ডের জয়ের জন্য 482 রান দরকার ৷
চিপকের ঘূর্ণি পিচে তৃতীয় দিনে যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার হার শিকার করে নিয়েছে ইংল্যান্ডের মইন আলি এবং জ্যাক লিচের কাছে ৷ 106 রানে 6 উইকেট হারিয়ে তখন অল আউট হওয়ার অপেক্ষায় ভারতীয় ড্রেসিংরুম ৷ কিন্তু, চেন্নাইয়ে নিজের পরিচিত পরিবেশে ব্যাট করতে নামা অশ্বিনের মাথায় হয়ত তখন অন্য সমীকরণ চলছিল ৷ শুরু থেকেই ইংল্যান্ডের স্পিনারদের উপর আক্রমণে যান তিনি ৷ অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে 96 রানের পার্টনারশিপও করেন ৷ তবে, কোহলি ব্যক্তিগত 62 রানে আউট হয়ে ফিরে যেতেই ফের অল আউট হওয়ার প্রহর গোনা ৷ কিন্তু, তিনি যে লড়াই না করে ময়দান ছেড়ে যাওয়ার বান্দা নন, তা স্পষ্ট করে দেন রবিচন্দ্রন অশ্বিন ৷ টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ইনিংস গড়তে শুরু করেন ৷ যেখানে ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজের যোগ্য সঙ্গত পান তিনি ৷ মইন আলির বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান তিনি ৷
-
A moment to cherish forever! @ashwinravi99 gets his Test💯 in Chennai and Md. Siraj erupts in joy. The dressing room stands up to applaud.🙌🏾 #TeamIndia #INDvENG @paytm pic.twitter.com/ykrBhsiTbl
— BCCI (@BCCI) February 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A moment to cherish forever! @ashwinravi99 gets his Test💯 in Chennai and Md. Siraj erupts in joy. The dressing room stands up to applaud.🙌🏾 #TeamIndia #INDvENG @paytm pic.twitter.com/ykrBhsiTbl
— BCCI (@BCCI) February 15, 2021A moment to cherish forever! @ashwinravi99 gets his Test💯 in Chennai and Md. Siraj erupts in joy. The dressing room stands up to applaud.🙌🏾 #TeamIndia #INDvENG @paytm pic.twitter.com/ykrBhsiTbl
— BCCI (@BCCI) February 15, 2021
আরও পড়ুন : প্রিয় চিপকে একাধিক রেকর্ড অশ্বিনের
আজকের এই সেঞ্চুরির আরও একটি বিশেষত্ব আছে ভারতীয় এই ক্রিকেটারের কাছে ৷ ঘরের মাঠে পরিবারের সদস্যদের সামনে এই সেঞ্চুরি করলেন তিনি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের এই সেঞ্চুরি দ্বিতীয় কোনও আন্তর্জাতিক দলের বিরুদ্ধে এসেছে ৷ এর আগের 4টি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ অন্যদিকে, ইয়ান বোথামের পর তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি দু’বারের বেশি একই টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন এবং সেঞ্চুরি করেছেন ৷