ETV Bharat / sports

দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জেমস অ্যান্ডরসনকে - ভারত

জেমস অ্যান্ডারসনকে পরের ম্যাচে বিশ্রাম দিতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷ সাংবাদিক বৈঠকে এসে এমনটাই ইঙ্গিত দিলেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ৷

James Anderson-could-be-rested-for-2nd-test-hints-coach-Chris Silverwood
দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জেমস অ্যান্ডরসন
author img

By

Published : Feb 11, 2021, 1:20 PM IST

চেন্নাই, 11 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার জেমস অ্যান্ডারসন ৷ ইংল্যান্ড দলের রোটেশন পদ্ধতির কারণেই এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ৷

‘‘খেলোয়াড় এবং দলের ভালোর জন্য আমি জয়ী দলে পরিবর্তনের পক্ষপাতি নই ৷ হ্যাঁ অবশ্যই অ্যান্ডারসন খুব ভালো খেলেছেন ৷ কিন্তু পরের ম্যাচে তিনি খেলেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে,’’ জানান ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ৷ অন্যদিকে, অ্যান্ডারসনের বদলে স্টুয়ার্ট ব্রডকে খেলানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন ইংল্যান্ডের কোচ ৷ তিনি জানিয়েছেন, ‘‘অবশ্যই অ্যান্ডারসন এবং ব্রড ক্লাস খেলোয়াড় ৷ কিন্তু, যেটা এই মুহূর্তে হচ্ছে তা হল, আমাদের খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে ৷ আমাদের কাছে অনেক বোলার আছে ৷ আমরা যে কোনও পরিস্থিতিতে খেলতে পারি ৷ আমি মনে করি আমরা খুব ভাগ্যবান ৷ আমাদের কাছে এত গুচ্ছের প্রতিভা একসঙ্গে রয়েছে ৷’’

আরও পড়ুন : ভারত প্রত্যাঘাত করবে, ইংল্যান্ডকে সতর্ক করলেন প্রাক্তন অধিনায়ক

অন্যদিকে, প্রথম টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট নিলেও, দ্বিতীয় ইংনিসে তেমন ভালো বোলিং করতে পারেননি স্পিনার ডম বেস ৷ এনিয়েও চিন্তিত নয় ইংল্যান্ড শিবির ৷ তিনি বলেন, ‘‘আমি ও নিয়ে চিন্তিত নই ৷ আমি ওর সঙ্গে কথা বলেছি ৷ ও এখনও অনেক আত্মবিশ্বাসী রয়েছে ৷ ওর একটা খারাপ দিন ছিল এবং পরেও আসতে পারে ৷’’

চেন্নাই, 11 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার জেমস অ্যান্ডারসন ৷ ইংল্যান্ড দলের রোটেশন পদ্ধতির কারণেই এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ৷

‘‘খেলোয়াড় এবং দলের ভালোর জন্য আমি জয়ী দলে পরিবর্তনের পক্ষপাতি নই ৷ হ্যাঁ অবশ্যই অ্যান্ডারসন খুব ভালো খেলেছেন ৷ কিন্তু পরের ম্যাচে তিনি খেলেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে,’’ জানান ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড ৷ অন্যদিকে, অ্যান্ডারসনের বদলে স্টুয়ার্ট ব্রডকে খেলানো হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন ইংল্যান্ডের কোচ ৷ তিনি জানিয়েছেন, ‘‘অবশ্যই অ্যান্ডারসন এবং ব্রড ক্লাস খেলোয়াড় ৷ কিন্তু, যেটা এই মুহূর্তে হচ্ছে তা হল, আমাদের খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে ৷ আমাদের কাছে অনেক বোলার আছে ৷ আমরা যে কোনও পরিস্থিতিতে খেলতে পারি ৷ আমি মনে করি আমরা খুব ভাগ্যবান ৷ আমাদের কাছে এত গুচ্ছের প্রতিভা একসঙ্গে রয়েছে ৷’’

আরও পড়ুন : ভারত প্রত্যাঘাত করবে, ইংল্যান্ডকে সতর্ক করলেন প্রাক্তন অধিনায়ক

অন্যদিকে, প্রথম টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট নিলেও, দ্বিতীয় ইংনিসে তেমন ভালো বোলিং করতে পারেননি স্পিনার ডম বেস ৷ এনিয়েও চিন্তিত নয় ইংল্যান্ড শিবির ৷ তিনি বলেন, ‘‘আমি ও নিয়ে চিন্তিত নই ৷ আমি ওর সঙ্গে কথা বলেছি ৷ ও এখনও অনেক আত্মবিশ্বাসী রয়েছে ৷ ওর একটা খারাপ দিন ছিল এবং পরেও আসতে পারে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.