আমেদাবাদ, 16 মার্চ : ফের হারের সম্মুখীন মেন ইন ব্লুজ । ব্যর্থ হল কোহলির অধিনায়কোচিত 77 রানের ইনিংস । যশ বাটলার এবং বেয়ারস্টোর দুরন্ত ব্যাটিংয়ে 8 উইকেটে জিতে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগিয়ে গেল ইংরেজরা ।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত । সিরিজ়ের তৃতীয় ম্যাচেও ব্যর্থ রাহুল । আবারও শূন্য রানে ফিরতে হয় তাঁকে । মার্ক উডের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি । এরপর ব্যক্তিগত 15 রানের মাথায় আউট হন রোহিত । রোহিতকেও ফেরান মার্ক উড । আর্চারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সিরিজ়ে প্রথম ম্যাচ খেলা হিটম্যান । অভিষেক ম্যাচে ভালো খেলা ইশান কিষানও আজ ব্যর্থ । ক্রিশ জর্ডনের বাউন্সার সামলাতে না পেরে 4 রান করে সাজঘরের পথ দেখেন ইশান । এরপর দলের হাল নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক কোহলি এবং পান্থ । একত্রে দুজনকে চেনা ছন্দে খেলতে থাকেন । 40 রানের পার্টনারশিপ করেন দুজন । 12 নম্বর ওভারে ব্যক্তিগত 25 রানের মাথায় আউট হন পান্থ । এরপর মার্ক উড ফেরান প্রথম ম্যাচে ভালো খেলা শ্রেয়সকেও । 86 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত । সেখান থেকে অধিনায়ক কোহলি এবং হার্দিক পান্ডিয়ার 70 রানের পার্টনারশিপের দৌলতে সম্মানজনক 156 রানে পৌঁছায় ভারত । সিংহভাগ রানই আসে বিরাটের ব্যাট থেকে । ইনিংসের শেষ বলে আউট হন পান্ডিয়া । 15 বলে 17 রানের ইনিংসে মারেন 2 টি ছয় । অধিনায়ক অপরাজিত থাকেন দুরন্ত 77 রানে । মাত্র 46 বলের এই ইনিংস সাজানো 8 টি চার এবং 4 টি ছয় দিয়ে । 20 ওভার শেষে 156 রান করে ভারত । ইংল্যান্ডের হয়ে মার্ক উড 3 টি এবং ক্রিশ জর্ডন 2 টি করে উইকেট নেন ৷
আরও পড়ুন : আর কত সুযোগ...লোকেশ রাহুলের ব্যর্থতায় প্রশ্ন নেটিজেনদের
জবাবে ব্যাটে নেমে মাত্র 9 রান করে আউট হন জেশন রয় । চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি । এরপর ডেভিড মালান এবং বাটলারের 58 রানের পার্টনারশিপ ভাঙেন সুন্দর । ঋষভের স্টাম্পের শিকার হওয়ার আগে মালান করেন 18 রান । এরপর জয়ের জন্য বেয়ারস্টো এবং বাটলারের পার্টনারশিপই যথেষ্ট ছিল । 52 বলে 83 রান করে অপরাজিত থেকে জয়ের নায়ক বাটলার । 5 টি চার এবং 4 টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস । 28 বলে 40 রান করে অপরাজিত থাকেন বেয়ারস্টো ।