চেন্নাই, 9 ফেব্রুয়ারি: ঘরের মাঠে চেন্নাইয়ে ইংল্যান্ডের কাছে সবচেয়ে বড় হার ভারতের ৷ 227 রানের এই হারের পর দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তিনি মনে করেন, প্রতিপক্ষ ইংল্যান্ড শিবিরের খেলোয়াড়দের চাপে ফেলার মত শারীরিক ভাষা এবং ক্ষিপ্রতা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ছিল না ৷ বিশেষ করে চেন্নাই টেস্টের প্রথম দু’দিন কোনওরকম চেষ্টাই খেলোয়াড়দের শরীরী ভাষায় ছিল না বলে জানান তিনি ৷
বিশেষত, দলের দুই অনভিজ্ঞ স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিম প্রত্যাশা মতো পারফর্মেন্স করতে পারেননি বলে এদিন জানিয়েছে কোহলি ৷ তাঁরা দু’জনেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সহজে খুচরো রান নিতে দিয়েছেন ৷ এ প্রসঙ্গে বিরাট বলেন, ‘‘আমি মনে করি না, আমরা ম্যাচের প্রথম দিকে ইংল্যান্ড ব্যাটসম্যানদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পেরেছি ৷ সম্মিলিতভাবে বোলিং বিভাগ হিসেবে পেস বোলার এবং অ্যাশ প্রথম ইনিংসে ভালো বল করেছে ৷ কিন্তু, তা সত্ত্বেও আমরা আরও কিছু রান চেপে দিয়ে ওদের উপর চাপ তৈরি করতে পারতাম ৷’’
সুন্দর এবং নাদিমের পারফর্মেন্সে বিরাট কোহলি এবং টিম ম্যানেজমেন্ট যে একদমই খুশি নন ৷ বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়, যখন বিরাট বলেন, ‘‘এটা ন্যায্য় মূল্যায়ন ৷ আপনার বোলিং বিভাগকে এগিয়ে এসে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হবে ৷ কিন্তু, আমরা তা করতে পারিনি ৷ সেটা ঠিক আছে, পরিকল্পনা কার্ষযকর নাও হতে পারে ৷ কিন্তু, এটা বুঝতে হবে যে, আমাদের মানসিকতা সঠিক থাকতে হবে ৷’’
আরও পড়ুন : চেন্নাইয়ে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ কঠিন হল বিরাটদের
কোহলির এই মন্তব্যের পর, চেন্নাই 13 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিমের খেলা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে গেল ৷ মনে করা হচ্ছে এই বিপর্যয়ের পর কুলদীপ যাদব পরের টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন ৷