চেন্নাই, 5 ফেব্রুয়ারি : টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সফল অস্ট্রেলিয়া সফরের পর এই টেস্টে ভারতের অধিনায়কত্বের ব্যাটন ফের বিরাট কোহলির হাতে।
কোরোনাকালে এটাই দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ । বৃহস্পতিবার দলের প্রশিক্ষণের সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন অক্ষর প্যাটেল। দলে জায়গা করে নেন শাহবাজ নাদিম । বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন অক্ষর। বাঁ হাটুতে ব্যথা রয়েছে তাঁর। বিসিসিআই-এর মেডিকেল টিম এই অল-রাউন্ডারকে পর্যবেক্ষণে রেখেছে। শুরুর ম্যাচে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়নি।''
বিসিসিআই বিবৃতিতে আরও জানায়, ''অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি স্পিনার শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে ভারতীয় টেস্ট স্কোয়াডে রেখেছে। স্ট্যান্ড বাই ভারতীয় দলে এঁরা দু'জনেই প্রশিক্ষণ নিয়েছেন।''
-
Toss News:
— BCCI (@BCCI) February 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
England have elected to bat against #TeamIndia in the first Paytm Test at Chepauk. #INDvENG pic.twitter.com/9NvyYM5auv
">Toss News:
— BCCI (@BCCI) February 5, 2021
England have elected to bat against #TeamIndia in the first Paytm Test at Chepauk. #INDvENG pic.twitter.com/9NvyYM5auvToss News:
— BCCI (@BCCI) February 5, 2021
England have elected to bat against #TeamIndia in the first Paytm Test at Chepauk. #INDvENG pic.twitter.com/9NvyYM5auv
আরও পড়ুন: থ্রি লায়নসদের বিরুদ্ধে কোহলির বিরাট ব্যাট ভরসা ভারতের
এদিন টসে জেতার পর জো রুট বলেন, ''আমরা প্রথমে ব্যাট করছি। এই উইকেটে প্রথমে ব্য়াট করে ভালো একটা স্কোর করার চেষ্টা করব এবং দলকে এগিয়ে নিয়ে যাব। ভারতে খেলা সবসময়ই উপভোগ করি। দারুণ সিরিজ হবে আশা করছি। আমাদের খেলা নিয়ে খুবই আত্মবিশ্বাসী।''
এই ম্যাচে ভারতীয় দলে বিরাট ছাড়াও রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান্ত শর্মা, যশপ্রীত বুমরা ও শাহবাজ নাদিম।