ETV Bharat / sports

3 বছরের জন্য বাইজু-র সঙ্গে গাঁটছড়া আইসিসি-র - বাইজুস

তিন বছরের জন্য বাইজুসের সঙ্গে চুক্তিবদ্ধ হল আইসিসি। আইসিসি-র তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। এই গাঁটছড়া বাঁধায় খুশি উভয় পক্ষই।

icc-announces-byjus-as-global-partner-until-2023
3 বছরের জন্য বাইজুসের সঙ্গে গাঁটছড়া আইসিসি-র
author img

By

Published : Feb 8, 2021, 5:45 PM IST

Updated : Feb 8, 2021, 6:01 PM IST

দুবাই, 8 ফেব্রুয়ারি: 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের বৃহত্তম শিক্ষা-প্রযুক্তি কোম্পানি BYJU'S-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি ঘোষণা করেছে, ওই সময়কালে তাদের বিশ্বব্যাপী পার্টনার হচ্ছে বাইজুস।

তিন বছরের এই চুক্তির ফলে আইসিসি-র সব ইভেন্টে তাদের পার্টনার থাকছে এই কোম্পানি। ইভেন্টগুলির মধ্যে থাকছে ভারতে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ও নিউ জিল্যান্ডে আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। পার্টনার হিসেবে সব আইসিসি ইভেন্টের ভেন্যু, সম্প্রচার ও ডিজিটার রাইটস উপভোগ করবে বাইজুস।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ মনু সাওহনে জানিয়েছেন, ''আমাদের বিশ্বব্যাপী পার্টনার হিসেবে বাইজুসকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। খুব ভালোভাবে এগিয়ে চলার ব্যাপারে আমরা আশাবাদী। বাইজুস ভারতীয় ক্রিকেটের বিশেষ ভক্ত এবং তাদের মতো দৃঢ়, তরুণ ও ডায়নামিক ভারতীয় ব্র্যান্ডের পার্টনার হতে পারায় আমরা খুশি।''

আরও পড়ুন: অশ্বিনের 6 উইকেট, জয়ের জন্য ভারতের প্রয়োজন 420 রান

বাইজুসের সিইও বাইজু রবীন্দ্রণও এই গাঁটছড়ায় উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ''বিশ্বের দরবারে ভারতীয় কোম্পানিকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে আমরা গর্বিত।''

দুবাই, 8 ফেব্রুয়ারি: 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের বৃহত্তম শিক্ষা-প্রযুক্তি কোম্পানি BYJU'S-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি ঘোষণা করেছে, ওই সময়কালে তাদের বিশ্বব্যাপী পার্টনার হচ্ছে বাইজুস।

তিন বছরের এই চুক্তির ফলে আইসিসি-র সব ইভেন্টে তাদের পার্টনার থাকছে এই কোম্পানি। ইভেন্টগুলির মধ্যে থাকছে ভারতে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ও নিউ জিল্যান্ডে আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। পার্টনার হিসেবে সব আইসিসি ইভেন্টের ভেন্যু, সম্প্রচার ও ডিজিটার রাইটস উপভোগ করবে বাইজুস।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ মনু সাওহনে জানিয়েছেন, ''আমাদের বিশ্বব্যাপী পার্টনার হিসেবে বাইজুসকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। খুব ভালোভাবে এগিয়ে চলার ব্যাপারে আমরা আশাবাদী। বাইজুস ভারতীয় ক্রিকেটের বিশেষ ভক্ত এবং তাদের মতো দৃঢ়, তরুণ ও ডায়নামিক ভারতীয় ব্র্যান্ডের পার্টনার হতে পারায় আমরা খুশি।''

আরও পড়ুন: অশ্বিনের 6 উইকেট, জয়ের জন্য ভারতের প্রয়োজন 420 রান

বাইজুসের সিইও বাইজু রবীন্দ্রণও এই গাঁটছড়ায় উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ''বিশ্বের দরবারে ভারতীয় কোম্পানিকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে আমরা গর্বিত।''

Last Updated : Feb 8, 2021, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.