ETV Bharat / sports

দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবেও খেলতে রাজি পাণ্ডিয়া : কোহলি

ব্যাটিয়ে ম্যাচ ফিনিশারের পাশাপাশি এবার অলরাউন্ডার হিসেবেও দলের প্রয়োজনে খেলতে রাজি হার্দিক পাণ্ডিয়া। বললেন কোহলি। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের অনবদ্য ইনিংসের প্রশংসা করলেন।

Indian cricketer
Virat Kohli
author img

By

Published : Mar 16, 2021, 10:26 AM IST

আমেদাবাদ, 16 মার্চ : 22 গজে ফেরার পর এবার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, পাণ্ডিয়া নিজেই জানিয়েছেন যে দলের প্রয়োজনে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে রাজি।

এতদিন পাণ্ডিয়া ম্যাচ ফিনিশার হিসেবে ব্যাটে তাঁর সেরাটা দিয়েছেন। এবার বোলার হিসেবেও ম্যাচ ফিনিশার হতে চান তিনি। 27 বছর বয়সি পাণ্ডিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'ওভার বল করেছিলেন। তবে দ্বিতীয় টি 20 ম্যাচে তিনি সম্পূর্ণ ওভার বল করেন। কোহলি পাণ্ডিয়ার প্রশংসায় জানিয়েছেন, প্রতি ম্যাচে অন্তত তিন ওভার বল করতে চান পাণ্ডিয়া। সেইসঙ্গে দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবেও খেলতে চান। এই ধরনের খেলোয়াড়রা যে কোনও দলের জন্যই অমূল্য সম্পদ।

আরও পড়ুন:প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান বিরাটের

প্রথম টি 20 শুরু হওয়ার আগে সঞ্চালককে পাণ্ডিয়া জানান, অলরাউন্ডার হিসেবে খেলার জন্য আমাকে একমাসেরও বেশি সময় আগে থেকে প্রস্তুতি নিতে হয়েছে। দ্বিতীয় টি 20 ম্যাচ জয়ের পর কোহলির টিম ইন্ডিয়া কিছুটা হলেও মনোবল শক্তিশালী রয়েছে। এই প্রসঙ্গে কোহলি বলেন, প্রথম ম্যাচে ব্রিটিশবাহিনী ভালো খেললেও, দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণ-আমার অর্ধশতরানে ম্যাচ পকেটে পুরতে সুবিধা হয়। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের অনবদ্য ইনিংসের প্রশংসাও করেন তিনি।

আমেদাবাদ, 16 মার্চ : 22 গজে ফেরার পর এবার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, পাণ্ডিয়া নিজেই জানিয়েছেন যে দলের প্রয়োজনে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে রাজি।

এতদিন পাণ্ডিয়া ম্যাচ ফিনিশার হিসেবে ব্যাটে তাঁর সেরাটা দিয়েছেন। এবার বোলার হিসেবেও ম্যাচ ফিনিশার হতে চান তিনি। 27 বছর বয়সি পাণ্ডিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'ওভার বল করেছিলেন। তবে দ্বিতীয় টি 20 ম্যাচে তিনি সম্পূর্ণ ওভার বল করেন। কোহলি পাণ্ডিয়ার প্রশংসায় জানিয়েছেন, প্রতি ম্যাচে অন্তত তিন ওভার বল করতে চান পাণ্ডিয়া। সেইসঙ্গে দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবেও খেলতে চান। এই ধরনের খেলোয়াড়রা যে কোনও দলের জন্যই অমূল্য সম্পদ।

আরও পড়ুন:প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান বিরাটের

প্রথম টি 20 শুরু হওয়ার আগে সঞ্চালককে পাণ্ডিয়া জানান, অলরাউন্ডার হিসেবে খেলার জন্য আমাকে একমাসেরও বেশি সময় আগে থেকে প্রস্তুতি নিতে হয়েছে। দ্বিতীয় টি 20 ম্যাচ জয়ের পর কোহলির টিম ইন্ডিয়া কিছুটা হলেও মনোবল শক্তিশালী রয়েছে। এই প্রসঙ্গে কোহলি বলেন, প্রথম ম্যাচে ব্রিটিশবাহিনী ভালো খেললেও, দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণ-আমার অর্ধশতরানে ম্যাচ পকেটে পুরতে সুবিধা হয়। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের অনবদ্য ইনিংসের প্রশংসাও করেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.