আমেদাবাদ, 6 মার্চ : অক্ষরের মুকুটে নতুন পালক । অভিষেক টেস্ট সিরিজ়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁর দখলে । বাঁহাতি স্পিনার ভাঙলেন অজন্তা মেন্ডিস-এর রেকর্ড ।
চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন অক্ষর । ডমিনিক বেস-কে আউট করার সঙ্গে সঙ্গেই চলতি সিরিজ়ে 27 উইকেট নিয়ে ফেললেন অক্ষর । 27 বছরের অক্ষরের এটিই ছিল অভিষেক টেস্ট সিরিজ় । আর সেই টেস্ট সিরিজ়েই 27 উইকেট নিয়ে ভাঙলেন শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড । 2008 সালে ভারতের বিরুদ্ধে অভিষেক হয় মেন্ডিসের । সেই সিরিজ়ে তিনি 26 টি উইকেট নেন । যা ছিল অভিষেক সিরিজ়ে নেওয়া কোনও বোলারের সর্বোচ্চ উইকেট । অক্ষর প্যাটেল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে 3 ম্যাচে 27 উইকেট নেন ।
আরও পড়ুন : অক্ষর-অশ্বিন জাদুতে লর্ডসের উড়ানে বিরাটরা
চতুর্থ টেস্টে অক্ষর প্রথম ইনিংসে 4 টি এবং দ্বিতীয় ইনিংসে 5টি উইকেট নেন । এছাড়া ব্যাট হাতেও চতুর্থ টেস্টে সফল অক্ষর, 43 রান করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান । আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট এক ইনিংস এবং 25 রানে জিতে নেয় ভারত ৷ ঘরের মাঠে 3-1 ব্যবধানে টেস্ট সিরিজ় জিতে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিকিট পাকা করল বিরাট বাহিনী ৷ 18 জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড ৷