করাচি, 20 ডিসেম্বর: পাকিস্তানকে তাদের ঘরের মাঠে 3-0 টেস্ট সিরিজ হারাল ইংল্যান্ড (England Complete Emphatic 3-0 Series Whitewash Over Pakistan) ৷ করাচিতে তৃতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট তৈরি করেও ম্যাচ জিততে ব্যর্থ বাবর আজমরা ৷ 8 উইকেটে তৃতীয় টেস্ট ম্যাচও পকেটে পুরে নিল 'থ্রি লায়ন্স' ব্রিগেড ৷ তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) ৷ কিন্তু, প্রথম ইনিংসে 304 রানে অলআউট হয়ে যান তাঁরা ৷ এরপর ইংল্যান্ডের ব্যাটারদেরও করাচির ঘূর্ণিতে নাজেহাল হতে হয় ৷ তবে, হ্যারি ব্রুকের 111 রানে ইনিংসের দৌলতে 354 রান তোলে ইংল্যান্ড ৷ ম্যাচ এবং সিরিজ সেরা হয়েছেন ইংরেজ ব্যাটারই ৷
করাচি টেস্টের প্রথমদিন থেকেই পিচে বল পড়ে ঘুরছিল ৷ এমনকি প্রথমদিনেই ইংল্যান্ড অলি রবিনসনের সঙ্গে বোলিং ওপেন করান বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচকে ৷ তিনি 4 উইকেট নেন প্রথম ইনিংসে ৷ এমনকি ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্ট খেলা লেগ স্পিনার রেহান আহমেদ 2 উইকেট নেন প্রথম ইনিংসে ৷ পাকিস্তানের হয়ে অধিনায়ক বাবর 78 রান করেন ৷ এরপর লোয়ার অর্ডারে আঘা সলমন 56 রানের ইনিংস খেলেন ৷ এই দু’জনের ইনিংসে ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে 304 রান তোলে ৷
জবাবে ব্যাট করতে নেমে করাচির ঘূর্ণিতে বিপাকে পড়ে ইংল্যান্ডের টপ অর্ডার ৷ ওপেনার জ্যাক ক্রলি শূন্যতে ফিরে যান ৷ জো রুট প্রথম বলেই আউট হন ৷ তবে, মাঝে বেন ডাকেট এবং ওলি পোপ দ্বিতীয় উইকেটে 58 রানের পার্টনারশিপ করেন ৷ তবে, ইংল্যান্ডের মিডল অর্ডার পরিস্থিতি সামাল দেয় ৷ ওলি পোপ 51 রান করেন ৷ হ্যারি ব্রুকের 111 রানের সেঞ্চুরি ইনিংস এবং বেন ফোকস 64 রানের ইনিংস খেলেন ৷ নিচের দিকে মার্ক উড 35 এবং অলি রবিনসন 29 রান করেন ৷ সবার ইনিংস মিলিয়ে ইংল্যান্ড 354 রান তোলে প্রথম ইনিংসে ৷ অন্যদিকে, লেগ স্পিনার আব্রার আহমেদ 4 উইকেট নেন প্রথম ইনিংসে ৷
ইংল্যান্ড 50 রানে এগিয়ে থাকার সুবাদে ঘূর্ণি পিচে তৃতীয় ইনিংসে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান ৷ ওপেনিংয়ে 53 রানের পার্টনারশিপ করলেও 54 রানের 3 উইকেট পড়ে যায় পাকিস্তানের ৷ মাঝে অধিনায়ক বাবর এবং সৌদ শাকিল 110 রানের পার্টনারশিপ করেন ৷ বাবর 54 রানে আউট হতেই পাকিস্তানের ডিফেন্স ভেঙে পড়ে ৷ অভিষেক টেস্টেই 5 উইকেট তুলে নেন লেগ স্পিনার রেহান আহমেদ ৷ 216 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান ৷
আরও পড়ুন: সারেনি আঙুলের চোট, ঢাকায় দ্বিতীয় টেস্টেও নেই রোহিত
ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে মাত্র 167 রানের লক্ষ্য রাখে পাকিস্তান ৷ প্রায় আড়াই দিন হাতে সময় নিয়ে 167 তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণে যান ইংল্যান্ডের ব্যাটাররা ৷ করাচির ঘূর্ণিতে যা ব্রিটিশদের পক্ষে যায় ৷ ওপেনার বেন ডাকেট 78 বলে 82 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ প্রথম ইনিংসে রান না পাওয়া জ্যাক ক্রলি 41 বলে 41 রান করেন ৷ নাইট ওয়াচম্যান রেহান আহমেদ 10 রানে তৃতীয় দিনেই আউট হয়ে যান ৷ চতুর্থদিনে ইংল্যান্ডের জয়ের জন্য 55 রান দরকার ছিল ৷ যা 11 ওভারের ব্যাটিংয়ে তুলে দেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) (35 অপরাজিত) এবং ওপেনার বেন ডাকেট ৷
সেই সঙ্গে 3-0 সিরিজ জিতল ইংল্যান্ড ৷ 17 বছর পর ইংল্যান্ড দল পাকিস্তান সফরে গিয়েছিল ৷ সেখানে প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডির পাটা পিচে প্রথম দুই ইনিংসে রানের বন্যা বয়ে যায় ৷ তা সত্ত্বেও সেই ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে 74 রানে ম্যাচ জেতে ইংল্যান্ড ৷ মুলতানে দ্বিতীয় টেস্টেও স্পিন সহায়ক পিচ তৈরি করে পাকিস্তান ৷ কিন্তু, সেখানেও ইংল্যান্ড বোলারদের সামনে ব্যর্থ হন পাক ব্যাটাররা ৷ মাত্র 26 রানে দ্বিতীয় টেস্ট জেতে ইংল্যান্ড ৷