লন্ডন, 6 জুন: পিচ দেখে ভারতীয় পেসাররা যেন বাড়তি উৎসাহ না-দেখায় ৷ এমনই সতর্কবার্তা দিলেন ওয়াসিম আক্রম ৷ মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের উদ্দেশে তাঁর পরামর্শ, পিচে বাড়তি বাউন্স থাকতে পারে ৷ কিন্তু অজি ব্যাটাররা সেটাই চায় ৷ তাই বাউন্সে যেন উল্লসিত না-হয় ভারতের পেসাররা ৷ প্রাক্তন পাকিস্তান অধিনায়কের এই পরামর্শ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ বিশেষত, তিনি নিজে ‘স্যুইং অফ সুলতান’ ৷ তাঁর বিদ্যুৎ গতির পেস বোলিং ব্রিটিশ ব্যাটারদেরও তাদের ঘরের মাঠে নাজেহাল করেছে একসময় ৷
আইসিসি'র এক অনুষ্ঠানে ওয়াসিম বলেন, ‘‘অগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে ওভালে উপমহাদেশের দলগুলি যখন সাধারণত টেস্ট ম্যাচ খেলে ৷ কিন্তু জুনের শুরুতে ওভালের পিচ একেবারে তরতাজা, গতি ও বাউন্সে ভরা থাকবে ৷ তাই পিচে বাড়তি বাউন্স পেলে ভারতীয় বোলাররা যেন উৎসাহী না হন ৷’’ এর কারণও ব্যাখ্যা করেছেন প্রাক্তন এই বাঁ-হাতি পেসার ৷ তাঁর মতে, অস্ট্রেলিয়ানরা সেটাই চাইবে ৷ অর্থাৎ, যত শর্ট বল হবে তত সহজে রান আসবে ৷ কারণ, অজিরা আগাগোড়া পেস ও বাউন্স ভালো সামলায় ৷
আরও পড়ুন: টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া
সেক্ষেত্রে অতীত রেকর্ড বলছে, ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়ায় ড্রাইভিং লেংথে খেলতে স্বচ্ছন্দ নন অজিরা ৷ তাই গতি ও বাউন্সে মন না-দিয়ে বল স্যুইং করানোর পরামর্শ দিচ্ছেন ওয়াসিম ৷ আর ভারতীয় বোলারদের অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা আছে তাঁর ৷ বিশেষত, 2021 সালে ইংল্যান্ডের মাঠে শামি, সিরাজ এবং শার্দূলের অভিজ্ঞতা ভারতকে বাড়তি সুবিধা দেবে ৷ তবে, নতুন বলের সুবিধা তোলার পরামর্শও দিয়েছেন ওয়াসিম ৷ জানিয়েছেন, প্রথম 10-15 ওভারে ডিউক বলের স্যুইং থাকবে ৷ তাই সেই সময়ে বাড়তি রান খরচ না-করে উইকেট তোলার চেষ্টা করতে বলেন তিনি ৷
আরও পড়ুন: রাহানের প্রত্যাবর্তনে 'পারফেক্ট' ভারতীয় ব্যাটিং, পেসারদের উপর আস্থা রাখছেন 'কর্নেল'
উল্লেখ্য, সোমবার থেকেই লন্ডনের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে ৷ সেই মেঘলা পরিবেশে ভারতীয় পেসারদের দেখা গিয়েছে গা-ঘামাতে ৷ বোলিং অনুশীলন করেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটরা ৷ শুভমন গিলরাও মেঘলা আবহাওয়ায় ব্যাটিং অনুশীলন সারেন ৷