ETV Bharat / sports

TATA IPL 2022 : 4 উইকেটে উপেক্ষার জবাব কুলদীপের, দিল্লির কাছে অন্ধকারে ডুবল নাইটরা - Kuldeep Yadav takes 4 wickets against his former franchise team

পুরনো দলকে সামনে পেতেই উগড়ে দিলেন উপেক্ষার সব জবাব ৷ ব্যাট হাতে পৃথ্বী-ওয়ার্নারদের দাপটের পর 4 উইকেট নিয়ে নাইট রাইডার্সকে গুঁড়িয়ে দিলেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav takes 4 wickets against his former franchise team) ৷

TATA IPL 2022
4 উইকেটে উপেক্ষার জবাব কুলদীপের, দিল্লির কাছে গো-হারা হার নাইটদের
author img

By

Published : Apr 10, 2022, 7:55 PM IST

Updated : Apr 10, 2022, 8:26 PM IST

মুম্বই, 10 এপ্রিল : মনে মনে বোধহয় এই ম্যাচটার জন্যই অপেক্ষায় ছিলেন তিনি ৷ পুরনো দলকে সামনে পেতেই উগড়ে দিলেন উপেক্ষার সব জবাব ৷ ব্যাট হাতে পৃথ্বী-ওয়ার্নারদের দাপটের পর 4 উইকেট নিয়ে নাইট রাইডার্সকে গুঁড়িয়ে দিলেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav takes 4 wickets against his former franchise team) ৷ 216 রান তাড়া করতে নেমে দিল্লির বিরুদ্ধে 171 রানেই গুটিয়ে গেল পার্পল ব্রিগেড ৷ 44 রানে মরশুমের দ্বিতীয় হার হজম করল কেকেআর (Delhi Capitals beat Knight Riders by 44 runs) ৷

দিল্লির চাপিয়ে দেওয়া পাহাড়প্রমাণ রান তাড়া করতে শুরু থেকে পালটা আক্রমণে যাওয়া ছাড়া কোনও উপায় ছিল না নাইট ব্যাটারদের ৷ আর সেই ফায়দাই তুললেন দিল্লির বোলাররা ৷ দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানেকে ফেরান খলিল আহমেদ ৷ তৃতীয় উইকেটে ভালই জমেছিল অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানার জুটি ৷ তখনই আসরে নামেন কুলদীপ ৷ প্রথমে ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা শ্রেয়সকে ৷ এরপর একে একে চায়নাম্যানের ঝুলিতে গত ম্যাচের নায়ক প্যাট কামিন্স, সুনীল নারিন এবং উমেশ যাদব ৷

তবে রানাকে আউট করে এদিন নাইটদের সবচেয়ে সফল জুটিতে ভাঙন ধরান ললিত যাদব ৷ রানা আউট হন 20 বলে 30 রানে ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 69 রান ৷ 5টি চার, 2টি ছয়ে 33 বলে 54 করেন অধিনায়ক ৷ রাসেলের 21 বলে 24 কাজে আসেনি ৷ দিল্লি বোলারদের দাপটে বেগুনি শিবিরের অল-আউট হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ শেষমেশ 19.4 ওভারে 171 রানে গুটিয়ে যায় নাইটদের ইনিংস (KKR bundled out at 171 runs) ৷ দিনের দ্বিতীয় ম্যাচের (লখনউ-রাজস্থান) উপর নির্ভর করছে নাইটদের শীর্ষে থাকার বিষয়টি ৷

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন দিল্লি ব্যাটাররা ৷ কামিন্স-উমেশদের বেধড়ক ঠেঙিয়ে নাইটদের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি ৷ প্রথম ম্যাচে রান না-পেলেও নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচেই উজ্জ্বল অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বজয়ের নায়ক ৷ 45 বলে 61 রান আসে ওয়ার্নারের ব্যাটে ৷ আরও বিধ্বংসী পৃথ্বী করেন মাত্র 29 বলে 51 ৷ ভারতীয় ওপেনারের ইনিংসে ছিল 7টি চার, 2টি ছক্কা ৷

আরও পড়ুন : কামিন্স-উমেশদের বেধড়ক ঠেঙিয়ে নাইটদের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি

অধিনায়ক ঋষভ পন্থ করেন 14 বলে 27 রান ৷ ক্রিজে ঝড় তোলেন অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর ৷ 14 বলে অপরাজিত 22 করেন অক্ষর ৷ শার্দূল খেলেন 11 বলে 29 রানের দুরন্ত ক্যামিও ইনিংস ৷ ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 215 রান তোলে 2020 ফাইনালিস্টরা ৷

মুম্বই, 10 এপ্রিল : মনে মনে বোধহয় এই ম্যাচটার জন্যই অপেক্ষায় ছিলেন তিনি ৷ পুরনো দলকে সামনে পেতেই উগড়ে দিলেন উপেক্ষার সব জবাব ৷ ব্যাট হাতে পৃথ্বী-ওয়ার্নারদের দাপটের পর 4 উইকেট নিয়ে নাইট রাইডার্সকে গুঁড়িয়ে দিলেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav takes 4 wickets against his former franchise team) ৷ 216 রান তাড়া করতে নেমে দিল্লির বিরুদ্ধে 171 রানেই গুটিয়ে গেল পার্পল ব্রিগেড ৷ 44 রানে মরশুমের দ্বিতীয় হার হজম করল কেকেআর (Delhi Capitals beat Knight Riders by 44 runs) ৷

দিল্লির চাপিয়ে দেওয়া পাহাড়প্রমাণ রান তাড়া করতে শুরু থেকে পালটা আক্রমণে যাওয়া ছাড়া কোনও উপায় ছিল না নাইট ব্যাটারদের ৷ আর সেই ফায়দাই তুললেন দিল্লির বোলাররা ৷ দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানেকে ফেরান খলিল আহমেদ ৷ তৃতীয় উইকেটে ভালই জমেছিল অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানার জুটি ৷ তখনই আসরে নামেন কুলদীপ ৷ প্রথমে ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা শ্রেয়সকে ৷ এরপর একে একে চায়নাম্যানের ঝুলিতে গত ম্যাচের নায়ক প্যাট কামিন্স, সুনীল নারিন এবং উমেশ যাদব ৷

তবে রানাকে আউট করে এদিন নাইটদের সবচেয়ে সফল জুটিতে ভাঙন ধরান ললিত যাদব ৷ রানা আউট হন 20 বলে 30 রানে ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 69 রান ৷ 5টি চার, 2টি ছয়ে 33 বলে 54 করেন অধিনায়ক ৷ রাসেলের 21 বলে 24 কাজে আসেনি ৷ দিল্লি বোলারদের দাপটে বেগুনি শিবিরের অল-আউট হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ শেষমেশ 19.4 ওভারে 171 রানে গুটিয়ে যায় নাইটদের ইনিংস (KKR bundled out at 171 runs) ৷ দিনের দ্বিতীয় ম্যাচের (লখনউ-রাজস্থান) উপর নির্ভর করছে নাইটদের শীর্ষে থাকার বিষয়টি ৷

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন দিল্লি ব্যাটাররা ৷ কামিন্স-উমেশদের বেধড়ক ঠেঙিয়ে নাইটদের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি ৷ প্রথম ম্যাচে রান না-পেলেও নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচেই উজ্জ্বল অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বজয়ের নায়ক ৷ 45 বলে 61 রান আসে ওয়ার্নারের ব্যাটে ৷ আরও বিধ্বংসী পৃথ্বী করেন মাত্র 29 বলে 51 ৷ ভারতীয় ওপেনারের ইনিংসে ছিল 7টি চার, 2টি ছক্কা ৷

আরও পড়ুন : কামিন্স-উমেশদের বেধড়ক ঠেঙিয়ে নাইটদের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি

অধিনায়ক ঋষভ পন্থ করেন 14 বলে 27 রান ৷ ক্রিজে ঝড় তোলেন অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর ৷ 14 বলে অপরাজিত 22 করেন অক্ষর ৷ শার্দূল খেলেন 11 বলে 29 রানের দুরন্ত ক্যামিও ইনিংস ৷ ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 215 রান তোলে 2020 ফাইনালিস্টরা ৷

Last Updated : Apr 10, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.