ETV Bharat / sports

Salim Durani Dies: প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'সুদর্শন পুরুষ' সেলিম দুরানি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ভারতীয় ক্রিকেটের সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত ছিলেন সেলিম দুরানি ৷ আজ তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেলিম দুরানির পরিবারের নিটক একটি সূত্র ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷

Salim Durani Dies ETV BHARAT
Salim Durani Dies
author img

By

Published : Apr 2, 2023, 10:34 AM IST

Updated : Apr 2, 2023, 1:26 PM IST

জামনগর (গুজরাত), 2 এপ্রিল: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি ৷ রবিবার তাঁর পরিবারের নিকট একটি সূত্রের তরফে একথা জানানো হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ বলা হত, সেলিম দুরানি এতটাই সুদর্শন ছিলেন যে, ছয়ের দশকে এই ক্রিকেটার বলিউড হিরোদেরও হার মানাতেন ৷ এমনকী বুদ্ধিমত্তা ও হাস্যরসেও তিনি যে কাউকে হার মানিয়ে দিতেন তিনি ৷ সেলিম দুরানির পরিবারের নিকট ওই সূত্র জানিয়েছেন, গুজরাতের জামনগরে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের ৷

জামনগরে ছোট ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গে থাকতেন সেলিম দুরানি ৷ সম্প্রতি তাঁর একটি প্রক্সিমাল ফেমোরাল নখের অস্ত্রোপচার করা হয়েছিল ৷ জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে সেলিম দুরানির থাইয়ের হাড় ভেঙে গিয়েছিল ৷ সেই কারণেই এই অস্ত্রোপচার করা হয় ৷ তখন থেকেই প্রায় শয্যাশায়ী ছিলেন প্রাক্তন এই ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার ৷ সেলিম দুরানি কেবল ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ৷ 1973 সালে ‘চরিত্র’ সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন ৷ তাঁর বিপরীতে ছিলেন বিখ্যাত অভিনেত্রী পারভিন ববি ৷

সেলিম দুরানির জন্ম কাবুলে ৷ বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি অর্থডক্স স্পিন বোলিং করতেন তিনি ৷ মূলত তাঁর ছয় মারার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন সেলিম দুরানি ৷ ভারতের হয়ে 29টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি ৷ এমনকি 1961-62 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে 2-0 হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ কলকাতা এবং তৎকালীন মাদ্রাজ টেস্টে ভারতের জয়ে তাঁর বল হাতে বড় অবদান ছিল ৷ কলকাতা টেস্টে 8 উইকেট এবং মাদ্রাজ টেস্টে 10 উইকেটের জন্য আজীবন অনুরাগীদের হৃদয়ে থেকে যাবেন দুরানি ৷

ভারতের হয়ে 29 টেস্টে 1টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ করেছেন 7টি হাফ সেঞ্চুরি ৷ টেস্ট ক্রিকেটে তাঁর রানসংখ্যা 1,202 ৷ তবে, শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় নয় ৷ তাঁর বোলিংয়ে প্রায় এক দশক পর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল ভারত ৷ পোর্ট অফ স্পেনে ক্লাইভ লয়েড এবং গ্যারফিল্ড সোবার্সের উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন দুরানি ৷

  • Salim Durani Ji was a cricketing legend, an institution in himself. He made a key contribution to India’s rise in the world of cricket. On and off the field, he was known for his style. Pained by his demise. Condolences to his family and friends. May his soul rest in peace.

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মায়ার্স-উড যুগলবন্দিতে 'দিল্লি বধ' করে আইপিএল শুরু লখনউয়ের

এ দিন সেলিম দুরানির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সেলিম দুরানি জি একজন ক্রিকেটিয় কিংবদন্তী এবং নিজের মধ্যে একটি সংস্থা ছিলেন ৷ বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ মাঠে এবং মাঠের বাইরে তিনি নিজের স্টাইলের জন্য পরিচিত ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকাহত হলাম ৷ তাঁর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷’’

এখানেই শেষ নয় ৷ সেলিম দুরানির সঙ্গে নিজের ব্যক্তিগত যোগাযোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সেলিম দুরানি জী-র সঙ্গে গুজরাতের এক অটুট এবং পুরনো সম্পর্ক রয়েছে ৷ তিনি সৌরাষ্ট্র এবং গুজরাতের হয়ে বেশ কয়েকবছর ক্রিকেট খেলেছিলেন ৷ এমনকী উনি গুজরাতকে নিজের ঘর হিসেবে বেছে নিয়েছিলেন ৷ আমার ওনার সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছিল ৷ তাঁর বহুমুখী ব্যক্তিত্ব আমাকে ব্যাপক প্রভাবিত করেছিল ৷ তাঁকে অবশ্যই মিস করব ৷

জামনগর (গুজরাত), 2 এপ্রিল: প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি ৷ রবিবার তাঁর পরিবারের নিকট একটি সূত্রের তরফে একথা জানানো হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ বলা হত, সেলিম দুরানি এতটাই সুদর্শন ছিলেন যে, ছয়ের দশকে এই ক্রিকেটার বলিউড হিরোদেরও হার মানাতেন ৷ এমনকী বুদ্ধিমত্তা ও হাস্যরসেও তিনি যে কাউকে হার মানিয়ে দিতেন তিনি ৷ সেলিম দুরানির পরিবারের নিকট ওই সূত্র জানিয়েছেন, গুজরাতের জামনগরে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের ৷

জামনগরে ছোট ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গে থাকতেন সেলিম দুরানি ৷ সম্প্রতি তাঁর একটি প্রক্সিমাল ফেমোরাল নখের অস্ত্রোপচার করা হয়েছিল ৷ জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে সেলিম দুরানির থাইয়ের হাড় ভেঙে গিয়েছিল ৷ সেই কারণেই এই অস্ত্রোপচার করা হয় ৷ তখন থেকেই প্রায় শয্যাশায়ী ছিলেন প্রাক্তন এই ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার ৷ সেলিম দুরানি কেবল ক্রিকেটেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ৷ 1973 সালে ‘চরিত্র’ সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন ৷ তাঁর বিপরীতে ছিলেন বিখ্যাত অভিনেত্রী পারভিন ববি ৷

সেলিম দুরানির জন্ম কাবুলে ৷ বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতি অর্থডক্স স্পিন বোলিং করতেন তিনি ৷ মূলত তাঁর ছয় মারার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন সেলিম দুরানি ৷ ভারতের হয়ে 29টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি ৷ এমনকি 1961-62 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে 2-0 হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ৷ কলকাতা এবং তৎকালীন মাদ্রাজ টেস্টে ভারতের জয়ে তাঁর বল হাতে বড় অবদান ছিল ৷ কলকাতা টেস্টে 8 উইকেট এবং মাদ্রাজ টেস্টে 10 উইকেটের জন্য আজীবন অনুরাগীদের হৃদয়ে থেকে যাবেন দুরানি ৷

ভারতের হয়ে 29 টেস্টে 1টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ করেছেন 7টি হাফ সেঞ্চুরি ৷ টেস্ট ক্রিকেটে তাঁর রানসংখ্যা 1,202 ৷ তবে, শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় নয় ৷ তাঁর বোলিংয়ে প্রায় এক দশক পর ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল ভারত ৷ পোর্ট অফ স্পেনে ক্লাইভ লয়েড এবং গ্যারফিল্ড সোবার্সের উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন দুরানি ৷

  • Salim Durani Ji was a cricketing legend, an institution in himself. He made a key contribution to India’s rise in the world of cricket. On and off the field, he was known for his style. Pained by his demise. Condolences to his family and friends. May his soul rest in peace.

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মায়ার্স-উড যুগলবন্দিতে 'দিল্লি বধ' করে আইপিএল শুরু লখনউয়ের

এ দিন সেলিম দুরানির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘সেলিম দুরানি জি একজন ক্রিকেটিয় কিংবদন্তী এবং নিজের মধ্যে একটি সংস্থা ছিলেন ৷ বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ মাঠে এবং মাঠের বাইরে তিনি নিজের স্টাইলের জন্য পরিচিত ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকাহত হলাম ৷ তাঁর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানা ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷’’

এখানেই শেষ নয় ৷ সেলিম দুরানির সঙ্গে নিজের ব্যক্তিগত যোগাযোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সেলিম দুরানি জী-র সঙ্গে গুজরাতের এক অটুট এবং পুরনো সম্পর্ক রয়েছে ৷ তিনি সৌরাষ্ট্র এবং গুজরাতের হয়ে বেশ কয়েকবছর ক্রিকেট খেলেছিলেন ৷ এমনকী উনি গুজরাতকে নিজের ঘর হিসেবে বেছে নিয়েছিলেন ৷ আমার ওনার সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়েছিল ৷ তাঁর বহুমুখী ব্যক্তিত্ব আমাকে ব্যাপক প্রভাবিত করেছিল ৷ তাঁকে অবশ্যই মিস করব ৷

Last Updated : Apr 2, 2023, 1:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.