মুম্বই, 17 মে : পঞ্জাব কিংসকে 17 রানে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জোরাল করল দিল্লি ক্যাপিটালস ৷ লিগ পর্বের 13তম ম্যাচ জিতে প্রথম চারে ঢুকে পড়ল ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি (DC beat PBKS to storm into top four) ৷ এদিন ব্যাট হাতে দিল্লির জয়ের নায়ক মিচেল মার্শ এবং বল হাতে অবশ্যই শার্দূল ঠাকুর ৷
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সোমবার প্রথমে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক হয়ে ফেরেন দিল্লির অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ তবে হাল ধরেন আরেক অজি মার্শ ৷ মূলত তাঁর 48 বলে 63 রানের ইনিংসেই দেড়শো পেরোতে সক্ষম হয় দিল্লি (Mitchell Marsh hits 63 runs) ৷ 4টি চার 3টি ছয়ে সাজানো ছিল অজি অলরাউন্ডারের কার্যকরী ইনিংস ৷ 16 বলে 32 রানের ধামাকা ইনিংস আসে সরফরাজের ব্যাটে ৷ 21 বলে 24 রান করেন ললিত যাদব ৷ লিভিংস্টোন, অর্শদীপ সিং'য়ের তিন উইকেটে ভর করে দিল্লিকে 20 ওভারে 159 রানে বেঁধে রাখে পঞ্জাব ৷
কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বিপক্ষকে স্বল্প রানে বেঁধে রাখার ফায়দা তুলতে পারেনি প্রীতি জিন্টা মালিকানাধীন দল ৷ ওপেনিংয়ে জনি বেয়ারস্টোর 15 বলে 28, মিডল-অর্ডারে জীতেশ শর্মার 34 বলে 44 রান হার এড়াতে পারেনি দলের ৷ নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে প্রথম দশ ওভারেই ম্যাচ থেকে হারিয়ে যায় তারা ৷ শেষ পর্যন্ত 9 উইকেটে 142-এ থেমে যায় পঞ্জাবের ইনিংস ৷
আরও পড়ুন : ব্যাটে-বলে দুরন্ত বোল্ট, নবাবের শহরকে হারিয়ে দ্বিতীয়স্থানে রয়্যালস
4 উইকেট নিয়ে দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শার্দূল (Shardul Thakur takes 4 wickets) ৷ 2টি করে উইকেট অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব ৷ 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দিল্লির চারে উঠে আসার দিনে পঞ্জাবের প্লে-অফ সম্ভাবনা ফিকে হল অনেকটাই ৷ যদিও এখনও আশা হারাতে নারাজ অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ৷ হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দুষলেন তিনি ৷