ETV Bharat / sports

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টিকে থাকার লড়াই । কিন্তু ওয়াহাব রিয়াজ় ও শাদাব খানের বোলিংয়ের দাপটে বিশ্বকাপে টিকে থাকতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ।

2
author img

By

Published : Jun 24, 2019, 9:06 AM IST

লন্ডন, 24 জুন : পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা । অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল পাকিস্তান ।

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টিকে থাকার লড়াই । উইন্ডিজ়, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান । সমর্থকদের তোপের মুখে ছিলেন কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ় আহমেদ । সেই ধাক্কা কাটিয়ে গতকালের ম্যাচে ভালো শুরু করে পাকিস্তান । দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জ়ামান করেন 44 রান করে । প্রথম উইকেটে ওঠে 81 রান । তিন নম্বরে ব্যাট করতে নেমে বাবর আজ়ম করেন 69 রান । ভারত ম্যাচে ব্যর্থ শোয়েব মালিকের জায়গায় দলে জায়গা পান হ্যারিস সোহেল । সুযোগ পেয়েই কাজে লাগান তিনি । করেন 89 রান । ম্যাচের সেরাও হন । নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান করে 308 রান ।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিডি । দুটি উইকেট নেন ইমরান তাহির । একটি করে উইকেট নেন ফেলুকুয়াও ও মারক্রাম ।

1
দুটি উইকেট নেন ইমরান তাহির

পাকিস্তানের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে একটিমাত্র ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তাও তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে । ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত ও নিউজ়িল্যান্ডের কাছে হারে প্রোটিয়ারা । ফলে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে পরপর হারের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিততেই হত । কিন্তু ওয়াহাব রিয়াজ় ও শাহাদাব খানের বোলিংয়ের সামনে তা আর সম্ভব হল না প্রোটিয়াদের ।

1
হাসিম আমলাকে ফিরিয়ে মহম্মদ আমির

পাকিস্তানের 308 রান তাড়া করতে নেমে ব্যর্থ হয় ওপেনিং জুটি । মাত্র 4 রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । ঝটকা দেন মহম্মদ আমির । তাঁর বলে প্যাভেলিয়নে ফেরেন হাসিম আমলা । কুইন্টন ডি কক করেন 47 রান । অধিনায়ক ডু প্লেসি করেন 63 রান । এরপর ফেলুকুয়াওর 46 বাদে কারও রান পাকিস্তানকে জবাব দেওয়ার মত ছিল না । তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ় ও শাদাব খান । একটি উইকেট নেন শাহিন আফ্রিদি, দুটি উইকেট নেন মহম্মদ আমির ।

এই মুহূর্তে 6টি ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে । 7টি ম্যাচে 3 পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে নবম স্থানে । পাকিস্তানের সঙ্গে হারার পরই এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ডু প্লেসিদের ।

  • 🇵🇰 keep their #CWC19 semi-final hopes alive!

    They beat 🇿🇦 by 49 runs, with Amir and Riaz among the wickets after half-centuries from Sohail and Azam took them to 308/7. #WeHaveWeWill pic.twitter.com/vjJgNm11Cb

    — Cricket World Cup (@cricketworldcup) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ আফ্রিকার আর দুটি ম্যাচ বাকি রয়েছে । 28 তারিখ তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে । আর 6 জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে প্রোটিয়ারা । ওই দুটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7 । কিন্তু, ইতিমধ্যে চার নম্বরে থাকা দলের পয়েন্ট রয়েছে 8 ।

লন্ডন, 24 জুন : পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা । অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল পাকিস্তান ।

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টিকে থাকার লড়াই । উইন্ডিজ়, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান । সমর্থকদের তোপের মুখে ছিলেন কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ় আহমেদ । সেই ধাক্কা কাটিয়ে গতকালের ম্যাচে ভালো শুরু করে পাকিস্তান । দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জ়ামান করেন 44 রান করে । প্রথম উইকেটে ওঠে 81 রান । তিন নম্বরে ব্যাট করতে নেমে বাবর আজ়ম করেন 69 রান । ভারত ম্যাচে ব্যর্থ শোয়েব মালিকের জায়গায় দলে জায়গা পান হ্যারিস সোহেল । সুযোগ পেয়েই কাজে লাগান তিনি । করেন 89 রান । ম্যাচের সেরাও হন । নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান করে 308 রান ।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিডি । দুটি উইকেট নেন ইমরান তাহির । একটি করে উইকেট নেন ফেলুকুয়াও ও মারক্রাম ।

1
দুটি উইকেট নেন ইমরান তাহির

পাকিস্তানের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে একটিমাত্র ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তাও তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে । ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত ও নিউজ়িল্যান্ডের কাছে হারে প্রোটিয়ারা । ফলে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে পরপর হারের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিততেই হত । কিন্তু ওয়াহাব রিয়াজ় ও শাহাদাব খানের বোলিংয়ের সামনে তা আর সম্ভব হল না প্রোটিয়াদের ।

1
হাসিম আমলাকে ফিরিয়ে মহম্মদ আমির

পাকিস্তানের 308 রান তাড়া করতে নেমে ব্যর্থ হয় ওপেনিং জুটি । মাত্র 4 রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । ঝটকা দেন মহম্মদ আমির । তাঁর বলে প্যাভেলিয়নে ফেরেন হাসিম আমলা । কুইন্টন ডি কক করেন 47 রান । অধিনায়ক ডু প্লেসি করেন 63 রান । এরপর ফেলুকুয়াওর 46 বাদে কারও রান পাকিস্তানকে জবাব দেওয়ার মত ছিল না । তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ় ও শাদাব খান । একটি উইকেট নেন শাহিন আফ্রিদি, দুটি উইকেট নেন মহম্মদ আমির ।

এই মুহূর্তে 6টি ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে । 7টি ম্যাচে 3 পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে নবম স্থানে । পাকিস্তানের সঙ্গে হারার পরই এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ডু প্লেসিদের ।

  • 🇵🇰 keep their #CWC19 semi-final hopes alive!

    They beat 🇿🇦 by 49 runs, with Amir and Riaz among the wickets after half-centuries from Sohail and Azam took them to 308/7. #WeHaveWeWill pic.twitter.com/vjJgNm11Cb

    — Cricket World Cup (@cricketworldcup) June 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দক্ষিণ আফ্রিকার আর দুটি ম্যাচ বাকি রয়েছে । 28 তারিখ তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে । আর 6 জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে প্রোটিয়ারা । ওই দুটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7 । কিন্তু, ইতিমধ্যে চার নম্বরে থাকা দলের পয়েন্ট রয়েছে 8 ।

Tamulpur (Assam), Jun 24 (ANI): Heavy rains in Bhutan have pounded several parts of Baksa's Tamulpur in Assam, where rise in water levels of Pagladia and Borolia rivers led to the washing away of a bridge which connected Tamulpur to Baksa District Headquarters. The situation has prompted the local villagers to either take up swimming or use bamboo or banana rafts to cross the water. Several villages on the banks of Pagladia and Borolia rivers are reeling under water. Heavy torrential rains in Bhutan have led to flooding in Pagladia and Borolia rivers.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.