ETV Bharat / sports

বিশ্বকাপে ভারতের শক্তি কোথায়? মুখ খুললেন সচিন - icc cricket world cup

ভালো ব্য়াটসম্যান থাকলে আর কোনও সমস্যায় থাকে না দলে।

a
author img

By

Published : May 30, 2019, 11:56 AM IST

মুম্বই, 30 মে : এবার ভারতীয় দলের শক্তি নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর । তিনি জানান, ভারতীয় দলের প্রধান শক্তি হল ব্যাটিং ।

তিনি জানান, টপ অর্ডারে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার যুগলবন্দী দলকে ভালো শুরু দেয় । ফলে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায় । তিনি বলেন, "সাধারণত বাম ও ডান হাতি ব্যাটসম্যান ক্রিজ়ে থাকলে বোলারদের সমস্যা হয় । ফিল্ডিং পরিবর্তন করতে হয় ।"

কিন্তু এবারের বিশ্বকাপে ভারতের প্রধান শক্তি হল ব্যাটিং । সেই প্রসঙ্গে তিনি বলেন, "যদি ভালো ব্যাটসম্যান থাকে তাহলে ডান হাতি-বাম হাতি যুগলবন্দী কোনও বিষয় নয় । আমাদের ভালো ব্যাটসম্যান আছে যারা যেকোনও সময়ে ম্যাচ বের করতে পারে ।"

বিশ্বকাপে ধোনির দলে থাকা নিয়েও মুখ খোলেন মাস্টারব্লাস্টার । তিনি বলেন, "যে দীর্ঘসময় ধরে উইকেটের পিছনে দাঁড়িয়ে আছে তাঁর দলে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ।"

5 জুন সাউদহাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারত ।

মুম্বই, 30 মে : এবার ভারতীয় দলের শক্তি নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর । তিনি জানান, ভারতীয় দলের প্রধান শক্তি হল ব্যাটিং ।

তিনি জানান, টপ অর্ডারে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার যুগলবন্দী দলকে ভালো শুরু দেয় । ফলে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায় । তিনি বলেন, "সাধারণত বাম ও ডান হাতি ব্যাটসম্যান ক্রিজ়ে থাকলে বোলারদের সমস্যা হয় । ফিল্ডিং পরিবর্তন করতে হয় ।"

কিন্তু এবারের বিশ্বকাপে ভারতের প্রধান শক্তি হল ব্যাটিং । সেই প্রসঙ্গে তিনি বলেন, "যদি ভালো ব্যাটসম্যান থাকে তাহলে ডান হাতি-বাম হাতি যুগলবন্দী কোনও বিষয় নয় । আমাদের ভালো ব্যাটসম্যান আছে যারা যেকোনও সময়ে ম্যাচ বের করতে পারে ।"

বিশ্বকাপে ধোনির দলে থাকা নিয়েও মুখ খোলেন মাস্টারব্লাস্টার । তিনি বলেন, "যে দীর্ঘসময় ধরে উইকেটের পিছনে দাঁড়িয়ে আছে তাঁর দলে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ।"

5 জুন সাউদহাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারত ।

Faridabad (Haryana), May 29 (ANI): A newly-wed was beaten up mercilessly by her in-laws in Faridabad allegedly over dowry demands. The video of the brutal incident went viral. Police have taken cognizance of the case and ordered probe. "It's a personal dispute between husband and wife. Orders have been given to register a case and investigate the matter," said DCP Vikram Kapoor.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.