ETV Bharat / sports

কম্পিউটারের থেকেও দ্রুত ধোনি : শোয়েব আখতার

ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা করেন শোয়েব আখতার । তাঁর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পারদর্শিতাকে তারিফ করেন ।

ধোনি
author img

By

Published : Jun 7, 2019, 4:34 AM IST

লন্ডন, 7 জুন : কম্পিউটারের থেকেও দ্রুত মহেন্দ্র সিং ধোনি । প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রশংসা করে একথা বলেন শোয়েব আখতার । পাশাপাশি, কে এল রাহুলকেও প্রশংসায় ভরিয়ে দেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "কম্পিউটারের চেয়েও দ্রুত ধোনি । কোনও নির্দিষ্ট উইকেটে খেলার বিষয়ে একটি কম্পিউটার যা বলতে পারে, তা ধোনি আরও দ্রুত বলতে পারে বলে আমার বিশ্বাস । " এর আগেও, একাধিকবার ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা করেছেন শোয়েব ।

ধোনির পাশাপাশি কে এল রাহুলের প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার । বলেন, "ক্রিকেটার হিসেবে রাহুলকে আমি বেশ পছন্দ করি । আমার মনে হয়, রাহুল ভবিষ্যতে বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করতে পারে । রাহুল দুর্দান্ত ব্যাটসম্যান হতে পারে । " রাহুলের সঙ্গে দেখা করে তাঁকে বেশ কিছু টিপসও দেন শোয়েব । বলেন, "আমি বলেছিলাম, যখন তুমি খেলবে না, তখনই ট্রেনিংয়ে নিজের রাগ উগড়ে দাও । ফোকাস হারাবে না । আমার বিশ্বাস, তুমি ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে । "

K L Rahul
কে এল রাহুল

লন্ডন, 7 জুন : কম্পিউটারের থেকেও দ্রুত মহেন্দ্র সিং ধোনি । প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রশংসা করে একথা বলেন শোয়েব আখতার । পাশাপাশি, কে এল রাহুলকেও প্রশংসায় ভরিয়ে দেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "কম্পিউটারের চেয়েও দ্রুত ধোনি । কোনও নির্দিষ্ট উইকেটে খেলার বিষয়ে একটি কম্পিউটার যা বলতে পারে, তা ধোনি আরও দ্রুত বলতে পারে বলে আমার বিশ্বাস । " এর আগেও, একাধিকবার ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা করেছেন শোয়েব ।

ধোনির পাশাপাশি কে এল রাহুলের প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার । বলেন, "ক্রিকেটার হিসেবে রাহুলকে আমি বেশ পছন্দ করি । আমার মনে হয়, রাহুল ভবিষ্যতে বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করতে পারে । রাহুল দুর্দান্ত ব্যাটসম্যান হতে পারে । " রাহুলের সঙ্গে দেখা করে তাঁকে বেশ কিছু টিপসও দেন শোয়েব । বলেন, "আমি বলেছিলাম, যখন তুমি খেলবে না, তখনই ট্রেনিংয়ে নিজের রাগ উগড়ে দাও । ফোকাস হারাবে না । আমার বিশ্বাস, তুমি ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে । "

K L Rahul
কে এল রাহুল

New Delhi, June 06 (ANI): Tesla quietly introduced a new and expensive wireless phone charger for its Model 3. The Model 3 Wireless Phone Charger features a non-slip, silicon surface allowing you to charge your precious Smartphone inside the premium car on-the-go. The charger allows two Qi-enabled phones to be charged at once. The charger costs USD 125 and Tesla is promising to ship the same in 2-3 weeks from the date of order.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.