লন্ডন, 7 জুন : কম্পিউটারের থেকেও দ্রুত মহেন্দ্র সিং ধোনি । প্রাক্তন ভারতীয় অধিনায়কের প্রশংসা করে একথা বলেন শোয়েব আখতার । পাশাপাশি, কে এল রাহুলকেও প্রশংসায় ভরিয়ে দেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, "কম্পিউটারের চেয়েও দ্রুত ধোনি । কোনও নির্দিষ্ট উইকেটে খেলার বিষয়ে একটি কম্পিউটার যা বলতে পারে, তা ধোনি আরও দ্রুত বলতে পারে বলে আমার বিশ্বাস । " এর আগেও, একাধিকবার ধোনির ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা করেছেন শোয়েব ।
ধোনির পাশাপাশি কে এল রাহুলের প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার । বলেন, "ক্রিকেটার হিসেবে রাহুলকে আমি বেশ পছন্দ করি । আমার মনে হয়, রাহুল ভবিষ্যতে বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করতে পারে । রাহুল দুর্দান্ত ব্যাটসম্যান হতে পারে । " রাহুলের সঙ্গে দেখা করে তাঁকে বেশ কিছু টিপসও দেন শোয়েব । বলেন, "আমি বলেছিলাম, যখন তুমি খেলবে না, তখনই ট্রেনিংয়ে নিজের রাগ উগড়ে দাও । ফোকাস হারাবে না । আমার বিশ্বাস, তুমি ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে । "