ETV Bharat / sports

ছিটকে গেলেন ধাওয়ান, বিশ্বকাপ দলে ঋষভ - Shikhar Dhawan

বিশ্বকাপ থকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান । দলে ঋষভ পান্থ ।

ঋষভ পান্থ
author img

By

Published : Jun 19, 2019, 5:11 PM IST

দিল্লি, 19 জুন : শিখর ধাওয়ানর জায়গায় দলে আসছেন ঋষভ পান্থ । আঙুলে চোটের জন্য আগেই ছিটকে গেছেন ধাওয়ান । জোর চর্চা চলছিল, তাঁর জায়গায় কে দলে আসবেন ? অবশেষে পান্থের ভাগ্যে শিকে ছিঁড়ল ।

আজ টিম ইন্ডিয়া ম্যানেজার সুনীল সুব্রমনিয়াম বলেন, "আঙুলে চোট লেগেছে ধাওয়ানের । তাঁকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে না । তাই, আমরা পরিবর্ত হিসেবে ঋষভ পান্থকে পাঠাচ্ছি ।"

দিল্লি, 19 জুন : শিখর ধাওয়ানর জায়গায় দলে আসছেন ঋষভ পান্থ । আঙুলে চোটের জন্য আগেই ছিটকে গেছেন ধাওয়ান । জোর চর্চা চলছিল, তাঁর জায়গায় কে দলে আসবেন ? অবশেষে পান্থের ভাগ্যে শিকে ছিঁড়ল ।

আজ টিম ইন্ডিয়া ম্যানেজার সুনীল সুব্রমনিয়াম বলেন, "আঙুলে চোট লেগেছে ধাওয়ানের । তাঁকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে না । তাই, আমরা পরিবর্ত হিসেবে ঋষভ পান্থকে পাঠাচ্ছি ।"

Aligarh (Uttar Pradesh), June 19 (ANI): Ahead of International Yoga Day, a 7-day yoga camp is underway in Aligarh Muslim University. University's Department of Physical Education organised the camp. International Yoga Day is celebrated on June 21, every year.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.