ETV Bharat / sports

জোড়া উইকেট বুমরার, আফগানদের চাপে ফেলল কোহলি ব্রিগেড

রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে এক ওভারে ফিরিয়ে দিলেন বুমরা । সহজ রান তাড়া করতে নেমে চাপে আফগানরা ।

224 - এ আটকে গেল ভারত, রান তাড়া করতে নামল আফগানরা
author img

By

Published : Jun 22, 2019, 7:19 PM IST

Updated : Jun 22, 2019, 9:27 PM IST

সাউদহ্যাম্পটন, 22 জুন : 225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে চাপে পরলেন গুলবদিনরা । 17তম ওভারে আফগানদের স্কোর 64 রানে দুই উইকেট । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । হারিয়েছে ওপেনার জ়াজ়াইয়ের উইকেট । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

আফগান স্পিনারদের দুরন্ত বোলিংয়ে 224 রানেই আটকে গেল ভারত । হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে ভারতের তাবড় ব্যাটসম্যানদের 224 রানে আটকে রাখলেন আফগান স্পিনার । অর্থাৎ চলতি বিশ্বকাপে প্রথম জয় পেতে আফগানিস্তানের দরকার 225 রান । ভারতের হয়ে সর্বোচ্চ 67 রান করেন অধিনায়ক বিরাট কোহলি । হাফ সেঞ্চুরি করেন কেদার যাদবও ।

দু'টি করে উইকেট নেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব ও মহম্মদ নবি । 10 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে রোহিতের উইকেট তুলে নেন মুজিব । পাশাপাশি একটি করে উইকেট নেন রাশিদ খান, রহমত শাহ ও আফতাব আহমেদ ।

আফগানদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক । আফগানদের বিরুদ্ধে বিরাট রানের প্রত্যাশা ছিল কোহলিদের উপর । কিন্তু শুরুতেই ফর্মে থাকা রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু ।

প্রথম পাওয়ার প্লে অর্থাৎ প্রথম 10 ওভারে মাত্র 41 রান তোলে ভারত । বিশেষজ্ঞরা ব্যাটিং পিচ বললেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে স্লো হতে থাকে হ্যাম্পশায়ার বোলের বাইশ গজ । পরের পাওয়ার প্লে অর্থাৎ 11 থেকে 40 ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র 134 রান তোলে ভারত । ড্রেসিংরুমে ফিরে যান রাহুল, বিজয় শংকর ও বিরাট কোহলি । রাহুল 53 বলে 30 এবং বিজয় 41 বলে 29 রান করে আউট হন ।

স্লো পিচে বড় রান করতে পারেননি ধোনিও । 52 বল খেলে মাত্র 28 রান করেন মাহি । মাত্র তিনটি বাউন্ডারি মারেন ধোনি । কেদার যাদবের হাফ-সেঞ্চুরিতে মানরক্ষা হয় ভারতের । তাঁর লড়াকু ইনিংসে দু’শো রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া । বড় রান করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া । মাত্র 7 রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পান্ডিয়া ।

সাউদহ্যাম্পটন, 22 জুন : 225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে চাপে পরলেন গুলবদিনরা । 17তম ওভারে আফগানদের স্কোর 64 রানে দুই উইকেট । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । হারিয়েছে ওপেনার জ়াজ়াইয়ের উইকেট । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

আফগান স্পিনারদের দুরন্ত বোলিংয়ে 224 রানেই আটকে গেল ভারত । হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে ভারতের তাবড় ব্যাটসম্যানদের 224 রানে আটকে রাখলেন আফগান স্পিনার । অর্থাৎ চলতি বিশ্বকাপে প্রথম জয় পেতে আফগানিস্তানের দরকার 225 রান । ভারতের হয়ে সর্বোচ্চ 67 রান করেন অধিনায়ক বিরাট কোহলি । হাফ সেঞ্চুরি করেন কেদার যাদবও ।

দু'টি করে উইকেট নেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব ও মহম্মদ নবি । 10 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে রোহিতের উইকেট তুলে নেন মুজিব । পাশাপাশি একটি করে উইকেট নেন রাশিদ খান, রহমত শাহ ও আফতাব আহমেদ ।

আফগানদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক । আফগানদের বিরুদ্ধে বিরাট রানের প্রত্যাশা ছিল কোহলিদের উপর । কিন্তু শুরুতেই ফর্মে থাকা রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু ।

প্রথম পাওয়ার প্লে অর্থাৎ প্রথম 10 ওভারে মাত্র 41 রান তোলে ভারত । বিশেষজ্ঞরা ব্যাটিং পিচ বললেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে স্লো হতে থাকে হ্যাম্পশায়ার বোলের বাইশ গজ । পরের পাওয়ার প্লে অর্থাৎ 11 থেকে 40 ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র 134 রান তোলে ভারত । ড্রেসিংরুমে ফিরে যান রাহুল, বিজয় শংকর ও বিরাট কোহলি । রাহুল 53 বলে 30 এবং বিজয় 41 বলে 29 রান করে আউট হন ।

স্লো পিচে বড় রান করতে পারেননি ধোনিও । 52 বল খেলে মাত্র 28 রান করেন মাহি । মাত্র তিনটি বাউন্ডারি মারেন ধোনি । কেদার যাদবের হাফ-সেঞ্চুরিতে মানরক্ষা হয় ভারতের । তাঁর লড়াকু ইনিংসে দু’শো রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া । বড় রান করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া । মাত্র 7 রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পান্ডিয়া ।

New Delhi, June 20 (ANI): While addressing a press conference in the national capital today, Official Spokesperson of the Ministry of External Affairs (MEA) Raveesh Kumar spoke on extradition request for Mehul Choksi. He said, "We have told them (Antigua) about the urgency. There is a certain process that has to be followed. What we were told is that the extradition request still remains under the consideration of Antigua and Barbuda authorities."
Last Updated : Jun 22, 2019, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.