ETV Bharat / sports

ধোনির প্রশংসায় যুবরাজ - cricket

"ধোনির ক্রিকেট মস্তিষ্ক দারুণ।" বললেন যুবরাজ। পাশাপাশি যুবরাজ বলছেন, বিরাট কোহলির অধিনাকত্বের সাথে ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেট দর্শন দলকে জিততে সাহায্য করবে। গতকাল মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে ব্যাটসম্যান ধোনিরও প্রশংসা করেন যুবরাজ।

ধোনি ও যুবরাজ (ফাইল ফোটো)
author img

By

Published : Feb 9, 2019, 10:14 AM IST

মুম্বই, ৯ ফেব্রুয়ারি : ২০১১ ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অধিনায়কের প্রশংসায় সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ধোনির ছক্কাতে সেইবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ের ৮ বছর পর এখন মাঝে মাঝেই দলে ধোনির অপরিহার্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এক সময় ধোনির সতীর্থ যুবরাজ বলছেন, বিরাট কোহলির অধিনাকত্বের সাথে ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেট দর্শন দলকে জিততে সাহায্য করবে।

গতকাল মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে যুবরাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "ধোনির ক্রিকেট মস্তিষ্ক দারুণ। বিশেষ করে উইকেটকিপার হওয়ায় সব কিছু বোঝার জন্য আদর্শ জায়গায় দাঁড়িয়ে থাকে মাহি। নিজে অসাধারণ ক্যাপ্টেন ছিল। এখনও দলের তরুণ ক্রিকেটারদের সব সময় সাহায্য করছে। সারাক্ষণ বিরাটকে পরামর্শ দিয়ে চলেছে।" পাশাপাশি তিনি আরও বলেন, "মাহির উপস্থিতি দলের জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।"

ব্যাটসম্যান ধোনিরও প্রশংসা করেন যুবরাজ। বলেন, "অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে মাহি। আমার আন্তরিক শুভেচ্ছা রইল ওর জন্য।" চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ান ডে খেলতে পারেননি ধোনি। তবে তার আগে অস্ট্রেলিয়াতে ধোনির ফর্ম ভরসা দিয়েছে সবাইকে। তাই এই মূহুর্তে ধোনিকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। তবে দেশের মাটিতে উইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের পর এই পরিস্থিতিটা অন্য রকম ছিল। এমন কী অস্ট্রেলিয়াতে প্রথম ওয়ান ডে হারের দায়ও অনেকে ধোনির ঘাড়ে চাপিয়েছিল।

undefined

ধোনিকে কত নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত, তা নিয়ে তর্ক শুরু হয়েছে। অনেকেরই মতে, চার নম্বরে নামা উচিত তাঁর। সেই প্রসঙ্গে যুবরাজ বলেন, "সেটা আপনারা ধোনিকেই জিজ্ঞেস করুন।"

মুম্বই, ৯ ফেব্রুয়ারি : ২০১১ ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অধিনায়কের প্রশংসায় সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ধোনির ছক্কাতে সেইবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ের ৮ বছর পর এখন মাঝে মাঝেই দলে ধোনির অপরিহার্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এক সময় ধোনির সতীর্থ যুবরাজ বলছেন, বিরাট কোহলির অধিনাকত্বের সাথে ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেট দর্শন দলকে জিততে সাহায্য করবে।

গতকাল মুম্বইয়ে একটি অনুষ্ঠানে এসে যুবরাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "ধোনির ক্রিকেট মস্তিষ্ক দারুণ। বিশেষ করে উইকেটকিপার হওয়ায় সব কিছু বোঝার জন্য আদর্শ জায়গায় দাঁড়িয়ে থাকে মাহি। নিজে অসাধারণ ক্যাপ্টেন ছিল। এখনও দলের তরুণ ক্রিকেটারদের সব সময় সাহায্য করছে। সারাক্ষণ বিরাটকে পরামর্শ দিয়ে চলেছে।" পাশাপাশি তিনি আরও বলেন, "মাহির উপস্থিতি দলের জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।"

ব্যাটসম্যান ধোনিরও প্রশংসা করেন যুবরাজ। বলেন, "অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে মাহি। আমার আন্তরিক শুভেচ্ছা রইল ওর জন্য।" চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ান ডে খেলতে পারেননি ধোনি। তবে তার আগে অস্ট্রেলিয়াতে ধোনির ফর্ম ভরসা দিয়েছে সবাইকে। তাই এই মূহুর্তে ধোনিকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। তবে দেশের মাটিতে উইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ের পর এই পরিস্থিতিটা অন্য রকম ছিল। এমন কী অস্ট্রেলিয়াতে প্রথম ওয়ান ডে হারের দায়ও অনেকে ধোনির ঘাড়ে চাপিয়েছিল।

undefined

ধোনিকে কত নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত, তা নিয়ে তর্ক শুরু হয়েছে। অনেকেরই মতে, চার নম্বরে নামা উচিত তাঁর। সেই প্রসঙ্গে যুবরাজ বলেন, "সেটা আপনারা ধোনিকেই জিজ্ঞেস করুন।"


New Delhi, Feb 09 (ANI): Commenting on invoking of National Security Act (NSA) in Madhya Pradesh on three persons arrested on charges of cow slaughter, former finance minister and Congress leader P Chidambaram said that it was wrong. "It has been pointed out to the government in Madhya Pradesh. So if a mistake has been committed, that mistake has been pointed out by the leadership", said Chidambaram.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.