মুম্বই, 26 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তেও ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে নেওয়া হতে পারে বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে । BCCI-র একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্র । 2 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক BCCI-র এক কর্তা বলেন, "নির্বাচকরা ঋষভ পন্থকে আরও একটা সুযোগ দিতে চান । কিন্তু রবি শাস্ত্রী ও বিরাট কোহলি দু'জনেই সাহার হয়ে সওয়াল করেছেন । ঋষভ ব্যাটে রান পাচ্ছে না । DRS নেওয়ার ক্ষেত্রেও খুব একটা ভরসা দিতে পারছে না । আর ভারতের ঘূর্ণি পিচে কিপিং করতেও সমস্যাতে দেখা গেছে । অন্যদিকে, ঋদ্ধিমান পন্থের থেকে অনেক বেশি ভাল কিপার । আর লোয়ার অর্ডারে নেমে রানও করতে পারেন ।"
ধোনির অনুপস্থিতিতে ঋষভকেই যে ভারতীয় দলের প্রধান কিপার হিসেবে দেখা হচ্ছে । সেই মতো ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্টেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখা হয় । তবে ব্যাট হাতে সে রকম প্রভাব ফেলতে পারেননি পন্থ । এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তে উইকেট ছুঁড়ে দিয়ে আসার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ঋষভ পন্থ । প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি T-20 ম্যাচে যথাক্রমে 4 ও 19 রান করেন তিনি ।
এ দিকে এক বছর পর চোট সারিয়ে 22 গজে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে প্রচুর রান করেন ঋদ্ধিমান সাহা । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ় A দলের বিরুদ্ধে 62 ও দক্ষিণ আফ্রিকা A দলের বিরুদ্ধে 60 রানের ইনিংস খেলে ছন্দেও আছেন ঋদ্ধিমান সাহা । টেস্টের পরিসংখ্যানের দিক থেকেও এই মুহূর্তে ঋষভের থেকে ঋদ্ধিমান বেশ এগিয়ে । এখনও পর্যন্ত দেশের হয়ে 32টি টেস্ট খেলেছেন বঙ্গ কিপার । গড় 30.63 । রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি ।