ETV Bharat / sports

ঋষভের বদলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারেন ঋদ্ধি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে নেওয়া হতে পারে বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে । BCCI-র একটি উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্র ।

ঋষভের বদলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পাড়েন ঋদ্ধি
author img

By

Published : Sep 26, 2019, 5:54 PM IST

Updated : Sep 26, 2019, 7:46 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তেও ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে নেওয়া হতে পারে বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে । BCCI-র একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্র । 2 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক BCCI-র এক কর্তা বলেন, "নির্বাচকরা ঋষভ পন্থকে আরও একটা সুযোগ দিতে চান । কিন্তু রবি শাস্ত্রী ও বিরাট কোহলি দু'জনেই সাহার হয়ে সওয়াল করেছেন । ঋষভ ব্যাটে রান পাচ্ছে না । DRS নেওয়ার ক্ষেত্রেও খুব একটা ভরসা দিতে পারছে না । আর ভারতের ঘূর্ণি পিচে কিপিং করতেও সমস্যাতে দেখা গেছে । অন্যদিকে, ঋদ্ধিমান পন্থের থেকে অনেক বেশি ভাল কিপার । আর লোয়ার অর্ডারে নেমে রানও করতে পারেন ।"

ধোনির অনুপস্থিতিতে ঋষভকেই যে ভারতীয় দলের প্রধান কিপার হিসেবে দেখা হচ্ছে । সেই মতো ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্টেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখা হয় । তবে ব্যাট হাতে সে রকম প্রভাব ফেলতে পারেননি পন্থ । এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তে উইকেট ছুঁড়ে দিয়ে আসার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ঋষভ পন্থ । প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি T-20 ম্যাচে যথাক্রমে 4 ও 19 রান করেন তিনি ।

এ দিকে এক বছর পর চোট সারিয়ে 22 গজে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে প্রচুর রান করেন ঋদ্ধিমান সাহা । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ় A দলের বিরুদ্ধে 62 ও দক্ষিণ আফ্রিকা A দলের বিরুদ্ধে 60 রানের ইনিংস খেলে ছন্দেও আছেন ঋদ্ধিমান সাহা । টেস্টের পরিসংখ্যানের দিক থেকেও এই মুহূর্তে ঋষভের থেকে ঋদ্ধিমান বেশ এগিয়ে । এখনও পর্যন্ত দেশের হয়ে 32টি টেস্ট খেলেছেন বঙ্গ কিপার । গড় 30.63 । রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি ।

মুম্বই, 26 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তেও ঋষভ পন্থের ব্যাটে রানের খরা চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টকে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে নেওয়া হতে পারে বাংলার অভিজ্ঞ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে । BCCI-র একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্র । 2 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক BCCI-র এক কর্তা বলেন, "নির্বাচকরা ঋষভ পন্থকে আরও একটা সুযোগ দিতে চান । কিন্তু রবি শাস্ত্রী ও বিরাট কোহলি দু'জনেই সাহার হয়ে সওয়াল করেছেন । ঋষভ ব্যাটে রান পাচ্ছে না । DRS নেওয়ার ক্ষেত্রেও খুব একটা ভরসা দিতে পারছে না । আর ভারতের ঘূর্ণি পিচে কিপিং করতেও সমস্যাতে দেখা গেছে । অন্যদিকে, ঋদ্ধিমান পন্থের থেকে অনেক বেশি ভাল কিপার । আর লোয়ার অর্ডারে নেমে রানও করতে পারেন ।"

ধোনির অনুপস্থিতিতে ঋষভকেই যে ভারতীয় দলের প্রধান কিপার হিসেবে দেখা হচ্ছে । সেই মতো ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্টেই অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে ঋষভ পন্থকেই প্রথম একাদশে রাখা হয় । তবে ব্যাট হাতে সে রকম প্রভাব ফেলতে পারেননি পন্থ । এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20-তে উইকেট ছুঁড়ে দিয়ে আসার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েন ঋষভ পন্থ । প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি T-20 ম্যাচে যথাক্রমে 4 ও 19 রান করেন তিনি ।

এ দিকে এক বছর পর চোট সারিয়ে 22 গজে ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে প্রচুর রান করেন ঋদ্ধিমান সাহা । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ় A দলের বিরুদ্ধে 62 ও দক্ষিণ আফ্রিকা A দলের বিরুদ্ধে 60 রানের ইনিংস খেলে ছন্দেও আছেন ঋদ্ধিমান সাহা । টেস্টের পরিসংখ্যানের দিক থেকেও এই মুহূর্তে ঋষভের থেকে ঋদ্ধিমান বেশ এগিয়ে । এখনও পর্যন্ত দেশের হয়ে 32টি টেস্ট খেলেছেন বঙ্গ কিপার । গড় 30.63 । রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি ।

New York (US), Sep 26 (ANI): External Affairs Minister, S Jaishankar at Council on Foreign Relations (CFR) programme in New York outlined that before abrogation of Article 370, Jammu and Kashmir was in a mess. EAM Jaishankar said, "Level of intimidation had reached a height where senior police officers were lynched on streets of Srinagar, journalists who wrote against separatism were assassinated, military personnel returning home for Eid were kidnapped and killed." He added, "Pre-August 5 (Abrogation of Article 370) Kashmir was in a mess, difficulties in Kashmir did not start on August 5, it is supposed to be a way of dealing with those difficulties."
Last Updated : Sep 26, 2019, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.