ETV Bharat / sports

হ্যাটট্রিক ম্যান শামি সেমিফাইনালে বাদ, ক্ষুব্ধ অনুরাগীরা

বিশ্বকাপের এই পর্যায়ে এসে শামির মতো একজন পারফরমারকে বাদ দেওয়া হল কেন প্রথম একাদশ থেকে, তার কোনও যুক্তিও খুঁজে পাচ্ছেন না শামিভক্তসহ আপামর ক্রিকেট অনুরাগীরা।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 9, 2019, 5:05 PM IST

ম্যানচেস্টার, 9 জুলাই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ধুন্ধুমার সেমিফাইনালে মহম্মদ শামিকে ছাড়াই নামল বিরাট কোহলির দল । এই সিদ্ধান্ত ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে । সোশাল মিডিয়ায় শামিকে সমর্থন করে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অনেকে পোস্টও করেছেন।

বিশ্বকাপের এই পর্যায়ে এসে শামির মতো একজন পারফরমারকে বাদ দেওয়া হল কেন প্রথম একাদশ থেকে, তার কোনও যুক্তিও খুঁজে পাচ্ছেন না শামিভক্তসহ আপামর ক্রিকেট অনুরাগীরা।

নিউজ়িল্যান্ডের সঙ্গে ম্যাচে এই পিচে সবচেয়ে বেশি সুবিধা হত শামি খেললে । কারণ বোলাররা সুবিধায় থাকতেন এই পিচে, তাই শামিকে প্রথম এগারোয় না রাখার যুক্তি নেই, বলছেন কোচ বদরুদ্দিনও ।

প্রথম দিকে সুযোগ পাননি শামি। পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তাতেই এসেছিলেন দলে। আর প্রথম ম্যাচেই ম্যাজিক দেখান। আফগানদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হ্যাটট্রিক-সহ 4 উইকেট নেন শামি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরের ম্যাচেও শামির আগুনে বোলিং অব্যাহত ছিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও শামির ঝুলিতে ছিল চার-চারটি উইকেট।

2টি ম্যাচে বল হাতে দুরন্ত বোলিং করলেও, একটাতেও ম্যাচের সেরা করা হয়নি তাঁকে। তা নিয়েও কম কালি খরচ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে গেলেও, পাঁচ-পাঁচটি উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় উপরের দিকে উঠে আসেন শামি। 4 ম্যাচে 14 উইকেট নিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিলেন। এরকম পরিস্থিতিতে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হয় তাঁকে। আজও সেমিফাইনালে শামিকে না খেলানোয় ফের বিতর্কের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ।

ম্যানচেস্টার, 9 জুলাই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ধুন্ধুমার সেমিফাইনালে মহম্মদ শামিকে ছাড়াই নামল বিরাট কোহলির দল । এই সিদ্ধান্ত ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে । সোশাল মিডিয়ায় শামিকে সমর্থন করে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অনেকে পোস্টও করেছেন।

বিশ্বকাপের এই পর্যায়ে এসে শামির মতো একজন পারফরমারকে বাদ দেওয়া হল কেন প্রথম একাদশ থেকে, তার কোনও যুক্তিও খুঁজে পাচ্ছেন না শামিভক্তসহ আপামর ক্রিকেট অনুরাগীরা।

নিউজ়িল্যান্ডের সঙ্গে ম্যাচে এই পিচে সবচেয়ে বেশি সুবিধা হত শামি খেললে । কারণ বোলাররা সুবিধায় থাকতেন এই পিচে, তাই শামিকে প্রথম এগারোয় না রাখার যুক্তি নেই, বলছেন কোচ বদরুদ্দিনও ।

প্রথম দিকে সুযোগ পাননি শামি। পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তাতেই এসেছিলেন দলে। আর প্রথম ম্যাচেই ম্যাজিক দেখান। আফগানদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হ্যাটট্রিক-সহ 4 উইকেট নেন শামি। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরের ম্যাচেও শামির আগুনে বোলিং অব্যাহত ছিল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও শামির ঝুলিতে ছিল চার-চারটি উইকেট।

2টি ম্যাচে বল হাতে দুরন্ত বোলিং করলেও, একটাতেও ম্যাচের সেরা করা হয়নি তাঁকে। তা নিয়েও কম কালি খরচ হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে গেলেও, পাঁচ-পাঁচটি উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় উপরের দিকে উঠে আসেন শামি। 4 ম্যাচে 14 উইকেট নিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিলেন। এরকম পরিস্থিতিতে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হয় তাঁকে। আজও সেমিফাইনালে শামিকে না খেলানোয় ফের বিতর্কের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ।

Bengaluru (Karnataka), Jul 09 (ANI): Senior Congress leader, Siddaramaiah accused BJP for the political crisis in Karnataka. While addressing the press conference, he said, "This time not only state BJP wing but also national level leaders like Amit Shah and PM Modi are involved. On their direction, efforts have been put to destabilize the government. It's against democracy and people's mandate. They're offering money, position and ministership." "Karnataka Congress is seeking disqualification of members for their anti-party activity. They colluded with BJP. I request them to come back and withdraw their resignations".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.