ETV Bharat / sports

"এই হার আমাদের দমাতে পারবে না", বললেন শ্রেয়াস - srh beat delhi capitals

মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি পাননি বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ।

"এই হার আমাদের দমাতে পারবে না", হায়দরাবাদের বিরুদ্ধে হেরে বললেন শ্রেয়াস
"এই হার আমাদের দমাতে পারবে না", হায়দরাবাদের বিরুদ্ধে হেরে বললেন শ্রেয়াস
author img

By

Published : Oct 28, 2020, 7:48 AM IST

Updated : Oct 28, 2020, 8:00 AM IST

দুবাই, 28 অক্টোবর : প্লে অফে পা দেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে পরপর তিন ম্যাচে হার । মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 88 রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস । হারের পর দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, পাওয়ার প্লে-তে ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের কারণেই ম্যাচ হাতছাড়া করতে হয়েছে তাঁদের । একই সঙ্গে দিল্লির তরুণ অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, এই হার তাঁদের দমাতে পারবে না ।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন হায়দরাবাদের ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা । এই দুইয়ের দাপটে পাওয়ার প্লে-তে ওঠে 70 রান । দিল্লির তারকাখচিত বোলিং বিভাগকে মোটেও রেয়াত করেননি তাঁরা । ম্যাচের পর এই নিয়ে শ্রেয়াস আইয়ার বলেছেন, "আমরা পাওয়ার প্লে-তে ম্যাচ হারলাম । প্রথম ছয় ওভারে 70 রান সত্যিই প্রশংসনীয় । ওরা যেভাবে আমাদের বোলারদের বিরুদ্ধে খেলেছে তা এককথায় দারুণ ।"

দিল্লির বিরুদ্ধে ঝলসে ওঠে ঋদ্ধির ব্যাট । মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি পাননি বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান । হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে 107 রান তোলার পাশাপাশি 45 বলে 87 রানের ঝোড়ো ইনিংস উপহার দেন । প্রথম 10 ওভারে ওঠে 107 রান । দুই উইকেট হারিয়ে দিল্লিকে 219 রানের বড় টার্গেট দেয় দক্ষিণের দলটি । এই বড়সড় লক্ষ্য তাড়া করতে নামা দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটসম্যানকেই থিতু হতে দেয়নি রশিদ খান, টি নটরাজনরা । ফলে 88 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে দিল্লিকে ।

শ্রেয়াস বলেছেন, "অবশ্যই এটা খুব বড় হার । তবে এইসময়ে ভেঙে পড়লে চলবে না । এখনও হাতে দু'টি ম্যাচ রয়েছে । তার মধ্যে একটিতে জেতা খুব প্রয়োজন । গত তিনটি ম্যাচে এই জয়টার জন্যই অপেক্ষা করছি । পরপর হার হলেও দলের ছেলেরা মানসিকভাবে শক্ত । এই হার আমাদের আরও মোটিভেট করবে ।" শ্রেয়াস আরও বলেছেন, "আমাদের কঠিন ও ইতিবাচক মানসিকতা রাখতে হবে । এই হার আমাদের দমাতে পারবে না । দল হিসেবে আমরা এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছি । এই কয়েকটা ম্যাচ আমাদের মাথা হেঁট করতে পারবে না ।"

দুবাই, 28 অক্টোবর : প্লে অফে পা দেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে পরপর তিন ম্যাচে হার । মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 88 রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস । হারের পর দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, পাওয়ার প্লে-তে ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের কারণেই ম্যাচ হাতছাড়া করতে হয়েছে তাঁদের । একই সঙ্গে দিল্লির তরুণ অধিনায়ক স্পষ্ট করে দিয়েছেন, এই হার তাঁদের দমাতে পারবে না ।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন হায়দরাবাদের ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা । এই দুইয়ের দাপটে পাওয়ার প্লে-তে ওঠে 70 রান । দিল্লির তারকাখচিত বোলিং বিভাগকে মোটেও রেয়াত করেননি তাঁরা । ম্যাচের পর এই নিয়ে শ্রেয়াস আইয়ার বলেছেন, "আমরা পাওয়ার প্লে-তে ম্যাচ হারলাম । প্রথম ছয় ওভারে 70 রান সত্যিই প্রশংসনীয় । ওরা যেভাবে আমাদের বোলারদের বিরুদ্ধে খেলেছে তা এককথায় দারুণ ।"

দিল্লির বিরুদ্ধে ঝলসে ওঠে ঋদ্ধির ব্যাট । মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি পাননি বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান । হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে 107 রান তোলার পাশাপাশি 45 বলে 87 রানের ঝোড়ো ইনিংস উপহার দেন । প্রথম 10 ওভারে ওঠে 107 রান । দুই উইকেট হারিয়ে দিল্লিকে 219 রানের বড় টার্গেট দেয় দক্ষিণের দলটি । এই বড়সড় লক্ষ্য তাড়া করতে নামা দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটসম্যানকেই থিতু হতে দেয়নি রশিদ খান, টি নটরাজনরা । ফলে 88 রানের বড় ব্যবধানে হারতে হয়েছে দিল্লিকে ।

শ্রেয়াস বলেছেন, "অবশ্যই এটা খুব বড় হার । তবে এইসময়ে ভেঙে পড়লে চলবে না । এখনও হাতে দু'টি ম্যাচ রয়েছে । তার মধ্যে একটিতে জেতা খুব প্রয়োজন । গত তিনটি ম্যাচে এই জয়টার জন্যই অপেক্ষা করছি । পরপর হার হলেও দলের ছেলেরা মানসিকভাবে শক্ত । এই হার আমাদের আরও মোটিভেট করবে ।" শ্রেয়াস আরও বলেছেন, "আমাদের কঠিন ও ইতিবাচক মানসিকতা রাখতে হবে । এই হার আমাদের দমাতে পারবে না । দল হিসেবে আমরা এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছি । এই কয়েকটা ম্যাচ আমাদের মাথা হেঁট করতে পারবে না ।"

Last Updated : Oct 28, 2020, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.