ETV Bharat / sports

আগেও মানুষের জন্য কাজ করেছি, নতুন 'খেলা'র চ্যালেঞ্জ নিয়ে বললেন দিন্দা - একুশের বিধানসভা নির্বাচনে ময়না থেকে লড়বেন অশোক দিন্দা

একসময়ের সতীর্থ ও বর্তমানে তৃণমূলের প্রার্থী মনোজ তিওয়ারিকে শুভেচ্ছা জানিয়েছেন অশোক দিন্দা ৷

dinda
dinda
author img

By

Published : Mar 6, 2021, 10:56 PM IST

কলকাতা, 6 মার্চ : 22 গজের খেলায় অভ্যস্ত দিন্দা এবার রাজনীতির ময়দানে অন্য 'খেলা'য় ৷ বিধানসভা নির্বাচনে ময়নায় বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ৷ নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হতেই অভিনন্দনের বন্যায় ভাসছেন । বলছেন, মানুষের হয়ে কাজ করে যেতে চান ৷

অবসর নেওয়ার দিন দশেক আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন । এরপর নির্বাচনে প্রার্থী হওয়ার দায়িত্ব । মেদিনীপুরের ময়না থেকে দাঁড়িয়েছেন । নিজে নৈছনপুরের ছেলে । ফলে ভূমিপুত্র বলাই যায় । দল তাকে প্রার্থী করার পরেই দিন্দার ফোন থামছেই না । তারই মধ্যে বললেন, "মানুষের জন্য কাজ আগেও করেছি । এবার রাজনীতিক তকমা নিয়েই তা করব । মানুষের জন্য কাজ করব ৷ একথা আমাকে নতুনভাবে বলতে হবে না ।"

আরও পড়ুন : তিনটি আসনে কেন প্রার্থী ঘোষণা করল না বিজেপি ?

চিরকাল সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন । এদিনও বললেন, "দেশের কাজ বা রাজ্যের উন্নয়নের ভাবনা কোনও দল বা ব্যক্তি বিশেষের নয় । সবাইকে এগিয়ে আসতে হবে । আমি সেই কারণেই এগিয়ে এসেছি । শুভেন্দুদার মত মানুষ আমাকে অভয় দিয়েছেন । আর চেনা মানুষের মধ্যে কাজ করব । তাদের উন্নতির জন্য লড়ব । এটা ভেবেই আমি অনুপ্রাণিত ।" আসন্ন নির্বাচনে তাঁর সময়ের আরও এক সতীর্থ মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন । হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে লড়বেন । সতীর্থর জন্য শুভেচ্ছা জানালেন দিন্দা ৷ বললেন, "আইপিএল এবং ক্লাব ক্রিকেট ছাড়া আমরা দুটো আলাদা দলে খেলিনি । এবার রাজনৈতিক মঞ্চে আমরা দুই দিকে । এখানে ব্যক্তিগত মত ভিন্ন শিবিরে ঠেলেছে । তবে দু'জন দুই শিবিরে থাকলেও বন্ধুত্ব নষ্ট হবে না । আমাদের দুজনের লক্ষ্য মানুষের উপকার । সেই লক্ষ্য রেখেই দুজন দুজনের মত করে কাজ করব ৷"

প্রার্থী পদ পেয়েই রান আপের দিকে এগোতে শুরু করেছেন নৈছনপুর এক্সপ্রেস ।

কলকাতা, 6 মার্চ : 22 গজের খেলায় অভ্যস্ত দিন্দা এবার রাজনীতির ময়দানে অন্য 'খেলা'য় ৷ বিধানসভা নির্বাচনে ময়নায় বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ৷ নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হতেই অভিনন্দনের বন্যায় ভাসছেন । বলছেন, মানুষের হয়ে কাজ করে যেতে চান ৷

অবসর নেওয়ার দিন দশেক আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন । এরপর নির্বাচনে প্রার্থী হওয়ার দায়িত্ব । মেদিনীপুরের ময়না থেকে দাঁড়িয়েছেন । নিজে নৈছনপুরের ছেলে । ফলে ভূমিপুত্র বলাই যায় । দল তাকে প্রার্থী করার পরেই দিন্দার ফোন থামছেই না । তারই মধ্যে বললেন, "মানুষের জন্য কাজ আগেও করেছি । এবার রাজনীতিক তকমা নিয়েই তা করব । মানুষের জন্য কাজ করব ৷ একথা আমাকে নতুনভাবে বলতে হবে না ।"

আরও পড়ুন : তিনটি আসনে কেন প্রার্থী ঘোষণা করল না বিজেপি ?

চিরকাল সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন । এদিনও বললেন, "দেশের কাজ বা রাজ্যের উন্নয়নের ভাবনা কোনও দল বা ব্যক্তি বিশেষের নয় । সবাইকে এগিয়ে আসতে হবে । আমি সেই কারণেই এগিয়ে এসেছি । শুভেন্দুদার মত মানুষ আমাকে অভয় দিয়েছেন । আর চেনা মানুষের মধ্যে কাজ করব । তাদের উন্নতির জন্য লড়ব । এটা ভেবেই আমি অনুপ্রাণিত ।" আসন্ন নির্বাচনে তাঁর সময়ের আরও এক সতীর্থ মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন । হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে লড়বেন । সতীর্থর জন্য শুভেচ্ছা জানালেন দিন্দা ৷ বললেন, "আইপিএল এবং ক্লাব ক্রিকেট ছাড়া আমরা দুটো আলাদা দলে খেলিনি । এবার রাজনৈতিক মঞ্চে আমরা দুই দিকে । এখানে ব্যক্তিগত মত ভিন্ন শিবিরে ঠেলেছে । তবে দু'জন দুই শিবিরে থাকলেও বন্ধুত্ব নষ্ট হবে না । আমাদের দুজনের লক্ষ্য মানুষের উপকার । সেই লক্ষ্য রেখেই দুজন দুজনের মত করে কাজ করব ৷"

প্রার্থী পদ পেয়েই রান আপের দিকে এগোতে শুরু করেছেন নৈছনপুর এক্সপ্রেস ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.