কলকাতা, 30 ডিসেম্বর : মুস্তাক আলি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রাথমিক পর্ব প্রায় কড়া নাড়ছে দরজায় । ইতিমধ্যে 22 জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে । নতুন মরশুমেও বাংলার নেতৃত্ব অভিমন্যু ঈশ্বরনের কাঁধে । গতবছর নেতৃত্বের চাপে ব্যাটিং ছন্দ খুইয়েছিলেন তিনি । এবছর দুটো দিক সামলে অভিমন্যুর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা দেখে খুশি ভিভিএস লক্ষ্মণ । বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে লক্ষ্মণ অনুশীলনে যোগ দিয়েছেন । তাঁর মতে, তরুণ ক্রিকেটার সাম্প্রতিক অতীতে শুধু বাংলা নয়, ভারতীয় এ দলের হয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ইনিংস খেলেছেন । তাই নেতৃত্বের চাপ ঈশ্বরনের জন্য বাড়তি বোঝা হবে না ।
তিন ফর্ম্যাটের ক্রিকেটের জন্য একাধিক নেতার তত্ত্ব সমর্থন করেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার । বলেন, তিন ফর্ম্যাটের জন্য আলাদা নেতৃত্ব ভিন্ন মতের জন্ম দেয় । যা কখনও দলের জন্য ভালো নয় । বাংলা দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লক্ষ্মণ । তাঁর কথায়, টি-20 টুর্নামেন্ট মানেই শক্ত ম্যাচের জন্য তৈরি থাকতে হবে । মুস্তাক আলিতেও ব্যতিক্রম হবে না । ক্রিকেটারা যেকোনও মোকাবিলার জন্য তৈরি ।
আরও পড়ুন : বক্সিং ডে টেস্ট জয়ে সিরিজ জেতার গন্ধ পাচ্ছেন বাংলার প্রাক্তনরা
ইতিমধ্যেই বাংলার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন লক্ষ্মণ । বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং পারফরমেন্স ম্যাচের ভাগ্য গড়তে সাহায্য করে । তাই দলের সামগ্রিক ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি । লক্ষ্মণের আশা, মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে প্রত্যাশিত ফর্মে থাকবে বাংলা ।