ETV Bharat / sports

নেই সচিন, সর্বকালের সেরা 10 ওয়ান ডে রেটিংয়ে ভারত থেকে একমাত্র বিরাট

তালিকাটি তৈরি করা হয়েছে ক্রিকেটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অনুযায়ী ৷ তালিকার সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল 935 ৷ দ্বিতায় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি
author img

By

Published : Aug 26, 2020, 9:12 PM IST

দিল্লি, 26 অগাস্ট : সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ তবে উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় প্রথম দশে নেই ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ ভারত থেকে একমাত্র বিরাট কোহলি প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৷ তিনি আছেন 6 নম্বর স্থানে ৷

তবে তালিকাটি তৈরি করা হয়েছে ক্রিকেটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অনুযায়ী ৷ তালিকার সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল 935 ৷ দ্বিতায় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট 931 ৷ তালিকায় তিন নম্বরে আছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল ৷ অজ়ি ব্যাটসম্যানের সর্বোচ্চ রেচিং পয়েন্ট ছিল 921 ৷ ভারত থেকে একমাত্র বিরাট কোহলি তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট 911 তালিকায় বিরাটই একমাত্র বর্তমান ক্রিকেটার যিনি প্রথম দশে আছেন ৷

তালিকার প্রথম দশে দু’জন করে ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আছেন ৷ ভারত থেকে বিরাট কোহলি ও ইংল্যান্ডের ডেভিড গাওয়ার তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৷ তবে ভারতের ব্যাটিং গ্রেট সচিনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট 887 ৷

দিল্লি, 26 অগাস্ট : সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ তবে উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় প্রথম দশে নেই ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ৷ ভারত থেকে একমাত্র বিরাট কোহলি প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৷ তিনি আছেন 6 নম্বর স্থানে ৷

তবে তালিকাটি তৈরি করা হয়েছে ক্রিকেটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অনুযায়ী ৷ তালিকার সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজ় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল 935 ৷ দ্বিতায় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট 931 ৷ তালিকায় তিন নম্বরে আছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল ৷ অজ়ি ব্যাটসম্যানের সর্বোচ্চ রেচিং পয়েন্ট ছিল 921 ৷ ভারত থেকে একমাত্র বিরাট কোহলি তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট 911 তালিকায় বিরাটই একমাত্র বর্তমান ক্রিকেটার যিনি প্রথম দশে আছেন ৷

তালিকার প্রথম দশে দু’জন করে ওয়েস্ট ইন্ডিজ়, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আছেন ৷ ভারত থেকে বিরাট কোহলি ও ইংল্যান্ডের ডেভিড গাওয়ার তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৷ তবে ভারতের ব্যাটিং গ্রেট সচিনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট 887 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.