ETV Bharat / sports

গোলাপি ইডেনে রাজা রানমেশিন বিরাট - pink ball test

দ্বিতীয় দিনের ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলার সূচনা করলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ৷ মাঠে ব্যাট হাতে গোলাপি বলে দাপট দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷

বিরাট কোহলি
author img

By

Published : Nov 23, 2019, 7:50 PM IST

কলকাতা, 23 নভেম্বর : দ্বিতীয় দিনেও ইডেন টেস্টের প্রধান আকর্ষণ সেই বিরাট কোহলি ৷ ব্যাট হাতে এদিন ইডেন শাসন করলেন ভারত অধিনায়ক ৷ করলেন কেরিয়ারের 27 তম টেস্ট সেঞ্চুরি ৷ 27 তম সেঞ্চুরি করার মধ্যে দিয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্সকে পেছনে ফেললেন ভারতের ‘আধুনিক রান মেশিন ’’। কিংবদন্তি স্যার ব্র্যাডম্যান আছেন আর মাত্র দুই সেঞ্চুরি দূরে । অধিনায়ক হিসাবে ধরে ফেললেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংকে ৷

তবে পরিসংখ্যানের অঙ্কে নয়, কোহলির ব্যাটিং চলতি ক্রিকেটের সেরা বিজ্ঞাপন । সচিন পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ম্যানুয়াল অনেক বদল হয়েছে । ভারত অধিনায়ক নিশ্চিত ভাবে সেই ম্যানুয়ালে নতুন পাতা যোগ করছেন ।

image
সুধীর গৌতম

ভারতীয় দলের সঙ্গে নিয়মিত ঘুরে বেড়ান অফিশিয়াল ফ্যান সুধীর গৌতম । অদ্ভুত চুলের ছাঁট হাতে ত্রিরঙ্গা ও শঙ্খধ্বনিতে তিনি টিম ইন্ডিয়ার জয়যাত্রার সংকেত দেন । এদিনের শঙ্খধ্বনিতে ছিল বিরাট রাজের দাপুটে যাত্রার ঘোষণা ।

ইডেনে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন বিরাট । 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি । তবে গোলাপি বল সামলানো নিয়ে চ্যালেঞ্জের নানা তথ্যকে হেলায় বাউন্ডারি পার করলেন বিরাট । বাংলাদেশের বর্তমান দলটি নিতান্তই সাদামাটা । কোহলির সামনে তা আরও বিবর্ণ ।

image
ঘণ্টা বাজিয়ে দিনের শুরু করলেন কার্লসেন ও আনন্দ
শনিবার খেলা শুরুর সাংকেতিক ঘণ্টা বাজালেন দুই কিংবদন্তি দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন ও ভারতের বিশ্বনাথন আনন্দ । দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চেস টুরের খেলার জন্য কলকাতায় । জাতীয় গ্রন্থাগারের ঐতিহ্যবাহী হলঘরে 64 খোপের লড়াইয়ের ব্যস্ততা সরিয়ে ইডেনে ঘুরে গেলেন তারা । সময় না থাকায় কোহলিয়ানার সাক্ষী থাকতে পারলেন না দু'জনে ।
প্রথম দিন হাজার ষাটেক দর্শক উপস্থিত ছিলেন ইডেনে । প্রথম দিনেই বাংলাদেশ ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দ্বিতীয় দিনের আগ্রহ অনেকটা ফিকে হয়েছিল । তা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গেই মাঠে দর্শক বেড়েছে ৷ কারণ কোহলি । গোলাপি নন্দন কাননে কোহলিই যে আসল রাজা।

কলকাতা, 23 নভেম্বর : দ্বিতীয় দিনেও ইডেন টেস্টের প্রধান আকর্ষণ সেই বিরাট কোহলি ৷ ব্যাট হাতে এদিন ইডেন শাসন করলেন ভারত অধিনায়ক ৷ করলেন কেরিয়ারের 27 তম টেস্ট সেঞ্চুরি ৷ 27 তম সেঞ্চুরি করার মধ্যে দিয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্সকে পেছনে ফেললেন ভারতের ‘আধুনিক রান মেশিন ’’। কিংবদন্তি স্যার ব্র্যাডম্যান আছেন আর মাত্র দুই সেঞ্চুরি দূরে । অধিনায়ক হিসাবে ধরে ফেললেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংকে ৷

তবে পরিসংখ্যানের অঙ্কে নয়, কোহলির ব্যাটিং চলতি ক্রিকেটের সেরা বিজ্ঞাপন । সচিন পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ম্যানুয়াল অনেক বদল হয়েছে । ভারত অধিনায়ক নিশ্চিত ভাবে সেই ম্যানুয়ালে নতুন পাতা যোগ করছেন ।

image
সুধীর গৌতম

ভারতীয় দলের সঙ্গে নিয়মিত ঘুরে বেড়ান অফিশিয়াল ফ্যান সুধীর গৌতম । অদ্ভুত চুলের ছাঁট হাতে ত্রিরঙ্গা ও শঙ্খধ্বনিতে তিনি টিম ইন্ডিয়ার জয়যাত্রার সংকেত দেন । এদিনের শঙ্খধ্বনিতে ছিল বিরাট রাজের দাপুটে যাত্রার ঘোষণা ।

ইডেনে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন বিরাট । 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি । তবে গোলাপি বল সামলানো নিয়ে চ্যালেঞ্জের নানা তথ্যকে হেলায় বাউন্ডারি পার করলেন বিরাট । বাংলাদেশের বর্তমান দলটি নিতান্তই সাদামাটা । কোহলির সামনে তা আরও বিবর্ণ ।

image
ঘণ্টা বাজিয়ে দিনের শুরু করলেন কার্লসেন ও আনন্দ
শনিবার খেলা শুরুর সাংকেতিক ঘণ্টা বাজালেন দুই কিংবদন্তি দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন ও ভারতের বিশ্বনাথন আনন্দ । দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চেস টুরের খেলার জন্য কলকাতায় । জাতীয় গ্রন্থাগারের ঐতিহ্যবাহী হলঘরে 64 খোপের লড়াইয়ের ব্যস্ততা সরিয়ে ইডেনে ঘুরে গেলেন তারা । সময় না থাকায় কোহলিয়ানার সাক্ষী থাকতে পারলেন না দু'জনে ।
প্রথম দিন হাজার ষাটেক দর্শক উপস্থিত ছিলেন ইডেনে । প্রথম দিনেই বাংলাদেশ ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দ্বিতীয় দিনের আগ্রহ অনেকটা ফিকে হয়েছিল । তা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গেই মাঠে দর্শক বেড়েছে ৷ কারণ কোহলি । গোলাপি নন্দন কাননে কোহলিই যে আসল রাজা।
Intro: গোলাপি ইডেনে কোহলি বিরাট রাজা। শনিবাসরীয় ইডেনে ভারত বনাম বাংলাদেশের গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিনের চুম্বক অবশ্যই ভারত অধিনায়ক।27নম্বর সেঞ্চুরি করার মধ্যে দিয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্সকে পেছনে ফেললেন। কিংবদন্তি ব্র্যাডম্যান মাত্র দুই সেঞ্চুরি দূরে। পরিসংখ্যানে র কচকচানিতে নয় কোহলির ব্যাটিং চলতি ক্রিকেটের সেরা বিঞ্জাপন। শচিন পরবর্তী সময়ে ব্যাটিং ম্যানুয়াল অনেক বদল হয়েছে। ভারত অধিনায়ক নিশ্চিত ভাবে সেই ম্যানুয়ালে নতুন পাতা যোগ করছেন।ভারতীয় দলের সঙ্গে নিয়মিত ঘুরে বেড়ান অফিসিয়াল ফ্যান সুধীর গৌতম।অদ্ভুত চুলের ছাট হাতে ত্রিরঙ্গা ও শঙ্খধ্বনিতে তিনি টিম ইন্ডিয়ার জয়যাত্রার সংকেত দেন।এদিনের শঙ্খধ্বনিতে ছিল বিরাট রাজের দাপুটে যাত্রার ঘোষণা। ইডেনে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন।2017সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন।তার থেকেও বড় কথা গোলাপি বল সামলানো নিয়ে চ্যালেঞ্জের নানান তথ্য কে হেলায় বাউন্ডারি পার করলেন। আবু জায়েদের একটা ওভারে 19 রান নিলেন তিনি। চার চৌকা দুই ও এক রানের পরিসংখ্যান শুকনো হল না শুধু মাত্র ব্যাটিং সৌন্দর্যের কারনে। বাংলাদেশের বর্তমান দলটি নিতান্তই সাদামাঠা। কোহলির সামনে তা আরও বিবর্ন।শনিবার খেলা শুরুর সাংকেতিক ঘণ্টা বাজালেন দুই কিংবদন্তি দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন ও ভারতের বিশ্বনাথন আনন্দ।দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চেস ট্যুরের খেলা খেলতে কলকাতায়। জাতীয় গ্রন্থাগারের ঐতিহ্যবাহী হলঘরে চৌষট্টি খোপের লড়াইয়ের ব্যস্ততা সরিয়ে ইডেনে ঘুরে গেলেন তারা। সময় না থাকায় কোহলিয়ানার সাক্ষী থাকতে পারলেন না।
প্রথম দিন হাজার ষাট দর্শক উপস্থিত ছিলেন ইডেনে। প্রথম দিন বাংলাদেশ ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দ্বিতীয় দিনের আগ্রহ ফিকে করেছিল। কিন্তু তা সত্ত্বেও মাঠে সময়ের সঙ্গে লোক বেড়েছে কারণ কোহলি। গোলাপি নন্দন কারনে কোহলি বিরাট রাজা।


Body:কোহলি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.