ETV Bharat / sports

সচিনকে ছুঁতে পারেন বিরাট, বললেন কালিস

author img

By

Published : Mar 21, 2019, 7:51 AM IST

"আমার মনে হয় না বিশ্বকাপে কোহলি চাপে থাকবে।"

জাক কালিস

কলকাতা, 21 মার্চ : "আমার মনে হয় না বিশ্বকাপে কোহলি চাপে থাকবে। যত সময় গেছে তত ও নিজের উন্নতি করেছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন ও সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করবে।" গতকাল ইডেনে এই মন্তব্য করেন KKR কোচ জাক কালিস।

জাক কালিস

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় ভারত। বিশ্বকাপের আগে যা ভারতের কাছে অশনি সংকেত বলে মন্তব্য করেছিলেন অনেক প্রাক্তন প্লেয়ার। যদিও তা মানতে নারাজ জাক কালিস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডার বলেন, এটা কোনও প্রভাব ফেলবে না। কোহলি যত দিন গেছে তত নিজেকে উন্নতি করেছে।

পাশাপাশি তিনি মনে করেন কোহলি সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করতে পারেন। বলেন, বিরাট যতদূর চাইবেন যেতে পারেন। তিনি ক্ষুধার্ত। কঠোর পরিশ্রমী। তাঁকে ব্যাট করতে দেখে আনন্দ পায় ক্রিকেটপ্রেমীরা। ফিট থাকলে এবং বিরাট চাইলে কোনও কিছুই তাঁর কাছে অসম্ভব নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত 66টি সেঞ্চুরি করেছেন বিরাট। তার মধ্যে একদিনের ক্রিকেটে রয়েছে 41টি সেঞ্চুরি। আর টেস্টে রয়েছে 25টি সেঞ্চুরি। সচিনকে ছুঁতে বিরাটকে আরও 34টি সেঞ্চুরি করতে হবে। ভারতীয় অধিনায়ক ফিট থাকলে তা অসম্ভব নয় বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডার।

কলকাতা, 21 মার্চ : "আমার মনে হয় না বিশ্বকাপে কোহলি চাপে থাকবে। যত সময় গেছে তত ও নিজের উন্নতি করেছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন ও সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করবে।" গতকাল ইডেনে এই মন্তব্য করেন KKR কোচ জাক কালিস।

জাক কালিস

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় ভারত। বিশ্বকাপের আগে যা ভারতের কাছে অশনি সংকেত বলে মন্তব্য করেছিলেন অনেক প্রাক্তন প্লেয়ার। যদিও তা মানতে নারাজ জাক কালিস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডার বলেন, এটা কোনও প্রভাব ফেলবে না। কোহলি যত দিন গেছে তত নিজেকে উন্নতি করেছে।

পাশাপাশি তিনি মনে করেন কোহলি সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড স্পর্শ করতে পারেন। বলেন, বিরাট যতদূর চাইবেন যেতে পারেন। তিনি ক্ষুধার্ত। কঠোর পরিশ্রমী। তাঁকে ব্যাট করতে দেখে আনন্দ পায় ক্রিকেটপ্রেমীরা। ফিট থাকলে এবং বিরাট চাইলে কোনও কিছুই তাঁর কাছে অসম্ভব নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত 66টি সেঞ্চুরি করেছেন বিরাট। তার মধ্যে একদিনের ক্রিকেটে রয়েছে 41টি সেঞ্চুরি। আর টেস্টে রয়েছে 25টি সেঞ্চুরি। সচিনকে ছুঁতে বিরাটকে আরও 34টি সেঞ্চুরি করতে হবে। ভারতীয় অধিনায়ক ফিট থাকলে তা অসম্ভব নয় বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই অলরাউন্ডার।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.